March 28, 2023, 2:36 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে শুরু হওয়া এ ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু। পরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী রঞ্জিৎ কুমার সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরিত কুমার কুন্ডুর স ালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী। অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্ররঞ্জন, পৌর শাখার সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। সম্মেলনে বক্তাগণ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানান। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার শ্রী রঞ্জিৎ কুমার সরকার সভাপতি ও শ্রী তরিত কুমার কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া শ্রী বিজন কুমার পাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি এবং শ্রী খোকন কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।