August 17, 2025, 6:03 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ময়মনসিংহ সদর এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুল-তে চাই- কামরুল আহসান এমরুল ফুলবাড়িয়ায় প্রায় লা-খ টাকার কারেন্ট জাল পো-ড়াল প্রশাসন মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক স-ম্মেলন সভাপতি শহিদুল হক বাবুল সম্পাদক মেহেদী হাসান ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ওসি আব্দুল হান্নান আশুলিয়া থানায় যোগদানের পর এক মাসের অভি-যানে শতাধিক অ-পরাধীকে গ্রে-ফতার সুজানগর পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সুজানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
আফতাব উদ্দিনকে গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

আফতাব উদ্দিনকে গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আফতাব উদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক খবরপত্র প্রতিনিধি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া নিবাসী হোসাইন মাহমুদ শাহীন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,হোসাইন মাহমুদ শাহীনের উপর দুইবার হামলাকারী, তাদের জমি ও দোকানপাট দখলকারী এবং ভৈরবীবাজার ঘাটসহ হাটবাজারে চাঁদা আদায়কারী আফতাব উদ্দিন একজন আত্মস্বীকৃত চাঁদাবাজ সন্ত্রাসী। সে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাংলা ভাইকেও ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার নিয়মিত মামলা নং ৯ তাং ১৯/১০/২০২২ইং,সরকারী গাছ কেটে নেয়ার ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তীর দায়েরকৃত মামলা নং জিআর ২০৯/১৮ (তাহিরপুর থানার মামলা নং ১৮) তাং ২৩/১১/২০১৮ইং,সাবেক মেম্বার মোঃ রেনু মিয়ার দায়েরকৃত জিআর ১৮৮/২০১৯ (তাহিরপুর থানার মামলা নং ১৫) তাং ২৪/৮/২০১৯ ইংসহ মোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া ২২-০৪-২০২১ইং তারিখে মোঃ জাহাঙ্গীর আলমের দায়েরকৃত অভিযোগ,সাবেক মেম্বার শামসুল হক শিকদারের দায়েরকৃত জিডি নং ৮৯৮ তাং ৩১/৩/২০২০ইং,গত ৪/৯/২০২২ইং তারিখে পাটানপাড়া নিবাসী হুমায়ূন কবীর সর্দার এর দায়েরকৃত অভিযোগ,গত ১৩ সেপ্টেম্বর আমলগ্রহনকারী জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে অবলা বিধবা ফেরদৌস বেগমের দায়েরকৃত অভিযোগ তাহিরপুর থানা পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করছেনা।
সাংবাদিক শাহীন বলেন,শারীরিক হামলার শিকার হওয়া ছাড়াও বর্তমানে আফতাব উদ্দিন ও তার বাহিনীর ভয়ে আমি ও আমার পরিবার ভিটেবাড়ী ছাড়া। বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে প্রকাশ্য দিবালোকে আমি ও আমার ভাইদেরকে খুন করবে বলে সদম্ভে ঘোষণা দিয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী আফতাব উদ্দিন। তার অন্যায় অপতৎপরতার বিরুদ্ধে ইতিপূর্বে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। এরপরও পুলিশ প্রশাসনের কাছে আমি এখন পর্যন্ত কোন ন্যায়বিচার পাইনি। মামলা তদন্তের নামে পুলিশ প্রশাসন আসামীদের সাথে নিয়ে তদন্তের নামে চাঁদা উত্তোলনে তাদেরকে আরো উৎসাহ যুগিয়ে যাচ্ছে। ফলে আফতাব বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাস অব্যাহত রয়েছে।
শাহীন জানান,ভৈরবীবাজার ঘাট হইতে তার বড় ভাই হুমায়ূন কবীর ও চাচাতো ভাই সোহানকে বিতাড়িত করে সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার ৮ হাজার টাকা করে চাঁদা আদায় করছে আফতাব বাহিনী। গত ২৪ জুলাই হতে ৬ অক্টোবর রবিবার পর্যন্ত ৩১টি হাটবাজারে ২ লাখ ৪৮ হাজার টাকা চাঁদা আদায় করে নিয়েছে তারা। চিহ্নিত উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহীন বাদী হয়ে সর্বশেষ গত ৩ নভেম্বর তাহিরপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে এবং এর আগে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরও কোন চাঁদাবাজদেরকেই গ্রেফতার করছেনা পুলিশ।
ভূক্তভোগী শাহীন,আফতাব উদ্দিন ও তার বাহিনীর চাঁদাবাজ জিন্নাহ,মানিক,আলাইউন ও সুমন প্রমুখ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সাংবাদিক সমাজের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD