March 23, 2023, 11:47 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সবাইকে আসন্ন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সাইফুর রহমান সাইফুল দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর আশুলিয়ার রূপায়ন মাঠ থেকে এক গাড়ি চালকের হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী জমি ও ঘরের পাশাপাশি সুজানগরে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ফলের চারা তানোরের মালশিরা স্কুলে বিদায় ও নবীন বরণ মহেশপুরে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি, দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২১ভূমিহীণ ও গৃহহীন পরিবার বাউফলে র‌্যাব-৮,ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ১১ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
সুজানগরে শেখ রাসেল দিবস উদযাপিত

সুজানগরে শেখ রাসেল দিবস উদযাপিত

এমএ আলিম রিপন,সুজানগরঃ ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক ,দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা œ কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন,রচনা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহন করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান,তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে এ আয়োজন করেছি। তাঁরা আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD