January 14, 2025, 10:56 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বরিশাল জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান (নাসিম মোল্লা), পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত বরিশাল জেলা পরিষদের সদস্য মামুন-উর-রশিদ (স্বপন তালুকদার), নারী সদস্য শিউলী রহমান পুতুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজনীন হক মিনু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুনতাকিম লস্কর (কায়েস) ও সুমম রায় সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক লিমা আক্তার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল মাল), সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় দিবসটি উদযাপন করা হয়। উল্লেখ্য, এ বছরই প্রথমবারের মতো শেখ রাসেলের জন্মবার্ষিকীতে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। এখন থেকেই প্রতিবছর দিবসটি পালন করা হবে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।