July 2, 2025, 12:15 am
মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা থেকে,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির সংবধণা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার জিংলাতলী হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জিংলাতলী শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেজারার অধ্যাপক ড.কামাল উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কামরুল হাসান ভুইয়,এ সময় বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ সেলিম ভুইয়া, মোঃ ফয়সাল আহমেদ, গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি সামছুল আলম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভুইঁয়া।