July 1, 2025, 11:55 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ “সাহিত্য সংস্কৃতি বিকাশ ও সমাজ উন্নয়নে” আমাদের সুজানগর সাহিত্য সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও আখতারুজ্জামানের স ালনায় সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। মুখ্য আলোচক ছিলেন প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা, কবি ও গল্পকার বীর মুক্তিযোদ্ধা খলিফা আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হান্নান। অন্যদের মাঝে বক্তব্য দেন কথা সাহিত্যিক এ কে আজাদ দুলাল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর পরিচালক,কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান, বিশিষ্ট কবি এ এফ এম মনিরুল ইসলাম তরুন, কবি ও সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত, আমাদের সুজানগর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের মুখপত্রের সম্পাদক প্রকৌশলী মো.আলতাব হোসেন। অনুষ্ঠানে সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও বিশিষ্ট কবি আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,কবি পরেশ চক্রবর্তী, নুরুজ্জামান, রেজাউল করিম সহ উপজেলার অন্যান্য কবি, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি করেন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকারী স্থানীয় হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী লুবনা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ভবিষ্যতে এই উপজেলার লেখকেরা আরও নতুন নতুন গ্রন্থ প্রকাশ করে পাঠকদের সমৃদ্ধ করবেন বলে আশা করি। এ সময় লেখকেরা তাদের বক্তব্যে সবার উৎসাহ নিঃসন্দেহে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাদের প্রেরণা যোগাবে বলে জানান। সংকলন গ্রন্থটিতে সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য,সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভ্রমণকাহিনী,ছোটগল্প,প্রবন্ধ, বৈজ্ঞানিক কল্পকাহিনী সহ উপজেলার বিভিন্ন লেখকের কবিতা ও ছড়া রয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।