March 16, 2025, 10:33 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর হাসপাতালে ১২অক্টোবর দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্তি সচির মো.নাজমুল হক খান। এসময় সাথে ছিলেন যশোর জেলার সিভিল সার্জেন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি কনসালটেন্ট ডা.আয়েশা আক্তার ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. শরিফ ইকবালসহ হাসপাতালের সকল মেডিকেল অফিসার।
কেশবপুর হাসপাতালের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন।
পরিদর্শন কালে অতিরিক্ত সচিব মহোদয় হাসপাতালের ইমার্জেন্সি, অন্তঃবিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি, ওটি কমপ্লেক্স সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন স্টাফদের সাথে কথা বলেন। এবং হাসপাতালের পরিস্কার – পরিচ্ছন্নতা ও রোগীদের সেবাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এই রকম পরিবেশ সর্বদা বজায় থাকবে এমন প্রত্যাশা করেন। এমন চমৎকার রোগীবান্ধব পরিবেশ এর জন্য তিনি হাসপাতালের চিকিৎসক সহ, সকল ককর্মকর্তা – কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর।