February 15, 2025, 5:29 pm
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের সোনালী ও বটতলা মাঝামাঝি স্থানে ২ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বিভাটেক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম (১৬)নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাঙলা মেডিকেল রেফার্ড করেন । বরিশাল নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ নাঈম।
স্থানীয়ভাবে যোগাযোগ করা হলে প্রত্যক্ষদর্শীরা জানান এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলো নাঈম। ঘটনার সময় নিজেই মোটরসাইকেল-ড্রাইভ করছিল নাঈম। পাথরঘাটা টু কাকচিড়া মূল সড়কে বটতলা ও সোনালী বাজারের রোডে – মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিভাটেক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় কেউ এগিয়ে না আসায় ট্রিপল নাইনে ফোন করা হলে পাথরঘাটা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই নাঈমকে তার নিজ বাড়িতে দাফন করা হয়।
অমল তালুকদার।