January 21, 2025, 11:59 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার প্রগতি ফিসের মালিক বিশিষ্ট ব্যবসায়ী লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লস্কর সর্বজনীন পূজা মন্দিরের সাবেক সভাপতি সুবোধ বাছাড় (৫৫) গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে এ চিঠি লিখে তিনি রবিবার রাতে বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকাল ৯ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন। সকলের কাছে মেঝ বাবু সুবোধ বাছাড়ের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এক নজরে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি এলাকার মানুষের কাছে সময়-অসময়ে বিপদের বন্ধু হিসেবে পরিচিত ছিল। সে লস্কর গ্রামের মৃতঃ মধুসূদন বাছাড়ের মেঝ ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। সম্প্রতি ভারত থেকে মস্তিস্ক জনিত চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে বিষন্ন ভাবে মানুষের নজর এড়িয়ে চলছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।