June 3, 2023, 10:34 pm
মো.সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার
ফুলবাড়িয়ার রঘুনাথপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই
মালিকের ২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সোলায়মান, মোতালেব, বাছেদ
নামের ৩ জন আহত হয়েছে। তাৎক্ষনিক খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় তার
সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাখাওয়াত হোসেন
উপস্থিত ছিলেন।
স্থানীয় রঘুনাথপুর বাজারের ব্যবসায়ী ফখরুল উদ্দিন জানান, মঙ্গলববার সকাল
পৌনে ১১টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর বাজারের পুরাতন
ধান বাজারে নজরুলের ডোকরেটার ঘর থেকে আগুনের লেলিহান দেখতে পায়। সাথে তার
আরেকটি দোকান ছিল। ঐ দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তার দোকানে থাকা
বিভিন্ন ডোকরেটার মালামাল পুড়ে যায়। যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা
হবে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক
ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফুলবাড়িয়া ফায়ার
স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার শাহজাহান মিয়া জানান, একটি টিনসেট ঘর যেখানে
ডেকোরেশনের কিছু মালামাল (প্লাস্টিকের চেয়ার, টেবিল, প্লেট ইত্যাদি) ছিল।
ঐগুলো পুড়েছে। তার আনুমানিক মুল্য দুই থেকে আড়াই লাখ টাকা হতে পারে।
তারাই জানিয়েছে বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন- আগুনে
ডোকরেটার অনেক মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে, তা খুবই দু:খজনক। যে কোন জিনিস
ব্যবহারে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা
পাবার জন্য আবেদন করতে বলা হয়েছে।