November 12, 2024, 9:55 am
মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখপাড়া
এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. রাশেদুল আলম রাসেলের উদ্যোগে পবিত্র
খতমে বুখারী শরীফ গত ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। কাশিয়াইশ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেমের উদ্বোধনী বক্তব্য শেষে
প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাগরিকা শীপ ব্রেকিং
ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আরহাজ¦ শামসুল আলম, প্রধান বক্তা
ছিলেন- চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার
সাবেক অধ্যক্ষ মৌলানা মুফতি সৈয়দ অছিউর রহমান আল কাদেরী (মা:আ:)। এসময়
উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক রাজধন,
পিংঙ্গলা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগ নুরুল
হুদা খাঁন, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক জহির উদ্দিন, শেখ মুহাম্মদ নুরুল আলম সওদাগর,শেখ মোজাম্মেল হক,্ আবদুল সালাম, শেখ মুহাম্মদ ফরিদ,সাইফুল
ইসলাম।