June 7, 2023, 12:00 pm
রিপন ওঝা,মহালছড়ি।
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে “মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর তিন(৩) জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদস্য অনুপ মহাজন, সদস্য মোঃ বাহাদুর।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যগণ সমিতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে ১৬সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৩০ঘটিকায় রতন কুমার শীল,মোঃ জসিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন আনু, মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, মোঃ ইদু মিঞা, বিপুল চৌধুরী, বিপ্লব দে,মোঃ জাহাঙ্গীর, মোঃ জসিম উদ্দিন(সাবেক ইউপি সদস্য), মোঃ আজাদ রহমান ও সদস্যগণসহ বিভিন্ন স্তরের কাঠ ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন।
সদ্য আহ্বায়ক কমিটি কর্তৃক সমবায় সমিতির নিয়ম অনুসরণ করেই সমিতির নির্বাচন পরিচালনার লক্ষ্যে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ২জন বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। উক্ত নির্বাচন পরিচালনা কমিটিতে কমিটির প্রধান হিসেবে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সদস্য মোঃ জসিম উদ্দিন(সাবেক ইউপি সদস্য) মনোনীত হয়েছেন।
তবে সমবায় সমিতির নিয়ম অনুসরণ করেই আগামী ৪৫দিনের মধ্যেই নির্বাচনের যথাযথ তারিখ ও বার নিশ্চিত করা হবে,তার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি কাজ করবে।
গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রতন কুমার শীল বলেন, আগামী ৪৫দিনের মধ্যে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে পরোক্ষ বা প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এও আশা করেন সমিতি পরিচালনায় দক্ষ ও শক্তিশালী কমিটি উপহার দিতে সকলের সহযোগিতার।