November 5, 2024, 3:28 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ ই সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার অনুমানিক সকাল ১০/১১টায় ৫নং সৈয়দপুর ইউনিয়নের মাচকুরিয়া গ্রামের কালাশ্বর রায়ের পুত্র ইসিনি রায়(৪০)কে একই গ্রামের মনতাজ আলীর পুত্র মোঃরিপন আলীর মারপিটের আঘাতে ইসিনি রায় আহত হন।আহত ইসিনি রায় বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে আহত ইসিনি রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন ছাগল তারক ক্ষেত না খেয়েই আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে রিপন আলী রেগে গিয়ে রিপনের হাতে থাকা ডান্কি/কাস্তে দিয়ে কোপ মারে মাথা ফাটিয়ে দেন এবং কান কেটে ফেলে।আহত ইসিনি রায় রিপনকে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চায়।