April 19, 2025, 7:52 am
তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফ কর্তৃক আয়োজিত ১২ই রবীউল আউওয়াল শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা এবং ১২ই রবীউল আউওয়াল শরীফের সম্মানার্থে প্রতি আরবি মাসের ন্যায় সফর মাসের ১২ তারিখ মীলাদ ও দোয়া পালিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে ও নিজবাড়ী বাসামোড়ে রাজারবাগ দরবার শরীফের মুরিদগণসহ বহিরাগতরা একত্রিত হয়ে এই প্রচার-প্রচারণা এবং মীলাদ ও দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাজারবাগ দরবার শরীফের তেঁতুলিয়া উপজেলার মুরিদ মুহম্মদ মোফাজ্জল হুসাইন, মুহম্মদ রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম (রফিক), নুর আলম, শরিফুল ইসলাম(শরিফ), আমানুল্লাহ, আব্দুল্লাহসহ বহিরাগত আরো অনেকেই।