November 11, 2024, 9:33 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদারাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইরজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক এস এম খেলাল রব্বানী, আব্দুর রহমান সাবু, মুকুল হোসেন, সাবিহা ইয়াসমিন প্রমুখ। পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। ১০টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাতার, হ্যান্ডবল দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
আবুল বয়ান
ধামইরহাট,নওগাঁ।