February 15, 2025, 8:35 pm
মোঃ শহীদুল ইসলাম,
নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ গয়হাটা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় গয়হাটা বাজার জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়। হাঃ মাওঃ আল-আমীন দা.বা. এর সঞ্চালনায় মুফতি শহীদুল ইসলাম সিরাজীর নেতৃত্বে এ কমিটি গঠন করেন। উক্ত কমিটির সভাপতি পদে মুফতি মুহিদুল ইসলাম , সহ সভাপতি মুফতি নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক হাঃ মুফতি আরীফ বিল্লাহ , সহ সাধারণ সম্পাদক মাওঃ নুর মোহাম্মদ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আল-আমীন সিরাজী, মাওঃ ফজলুল করিম, হাঃ আবু হুরায়রা প্রমুখগণ।