December 3, 2024, 9:46 pm
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যগে আগামী ২৭ আগষ্ট কেন্দ্রীয় কর্মসুচী সফালের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় বিএনপির দলীয় কার্যলয়ে এ সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক এস এম এনামুল হক,সিনিয়র সহসভাপতি আসলাম পারভেজ, যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, মিজান জোয়াদ্দার, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, আবু সাহে ইকবাল, সুজিৎ মন্ডল, হবিবুর রহমান, যুদলের আহবায়ক তৌহিদুজ্জান মুকুল, সেচ্ছা সেবক দলের আহবায়ক কাজী সাজ্জাত আহম্মেদ মানিক, কৃষক দলের আহবায়ক মেছের আলী সানা, শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহম্মেদ, জাসাস সভাপতি গাজী মুজিবুর রহমান, আঃ সাত্তার, আনারুল কাদির, আসাদুজ্জামান ময়না, তোফাজ্জেল সরদার, আঃ হাকিম সানা, সন্তোষ গাইন, মফিজুল ইসলাম টাকু, বাবর আলী গোলদার, আবু মুছা, যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন সরদার, ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ দেবেন, যঙ্গস্বর কার্তিক, মশিউর রহমান মিলন, আবুল কাশেম সরদার, ইব্রাহীম গাজী, আবুল বাশার বাচ্চু, মোস্তকিম, লিপটন, মাসুদ মোল্যা, নজরুল ইসলাম গাজী, রেজাউল গাজী, মুনছুর আলী, আবু হাসান, জুয়েল, ইস্রাফিল, কাশেম জোয়াদ্দার, হযরত আলী, সুজায়েত হোসেন, সাদ্দাম হোসেন।