December 3, 2024, 8:38 pm
এস মিজানুল ইসলাম।
বিশেষ প্রতিবেদক।। তিন দিন ব্যাপী বানারীপাড়ায় হিউম্যান হেলথ্ হেল্পলাইন টেলিমেডিসিন প্রকল্পের মাঠ পর্যায়ের অপারেটরদের বৃহস্পতিবার বিকেলে নতুনমুখ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংস্থা লাভ দাই নেইবার (
এলটিএন) নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মুজিবুল হক, বিশেষ অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও
সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোফাজ্জেল হোসেন, ওয়ার্ডসান প্রকল্পের সমন্বয়কারী ফরিদা ইয়াসমীন মিল্কি, সিনিয়র প্রশিক্ষক বুলবুল আহম্মেদ, প্রমূখ। প্রশিক্ষণ শেষে অপারেটরদের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানে ফিল্ড ব্যাগ প্রদান করা হয়।#