April 22, 2025, 5:18 am
নাজিমউদ্দীন রানা।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন সংগ্রাম করতে হিম্মত লাগে, জনগণ লাগে ও মানুষের ভালোবাসা লাগে। ইনশাআল্লাহ বিএনপির নেতাকর্মীদের মাঝে সেই হিম্মত ও জনগণের ভালোবাসা আছে। আওয়ামী লীগের সঙ্গে এদেশের জনগণ নাই। তারা এখন কাপুরুষের মতো চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন এ্যানি।
এ্যানি আরও বলেন, তারেক জিয়ার নির্দেশনা পেলে আমরা যেকোনো সময় দলীয় পতাকা মিছিল করবো। প্রতিটি ইউনিয়নে পতাকা মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হবে।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজিত এ্যানির বাসভবন প্রাঙ্গণে ‘জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে এ্যানি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সদর থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বেগম জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও অধ্যাপক নিজাম উদ্দিন।