May 30, 2023, 8:28 pm
বরগুনা প্রতিনিধি।।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি একাত্তর টিভি ও রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় তালতলী সদর রোডে এ মানববন্ধন করেন সাংবাদিকরা।
তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন তালতলী প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ।
এ সময় বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি, মাহমুদুল হাসান, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি আবুল হাসান,তালতলী প্রেসক্লাবের সাবেক সহ -সভাপতি মি:মংচিন থান প্রমুখ।