December 4, 2023, 12:33 pm
মো.নাসির উদ্দিন।
বাবুগঞ্জ থেকে ফিরে।
বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হারুন অর রসিদের পুত্র কলেজ ছাত্র হাসান আল কাইয়ুম (পিয়াস) কে(২৫) ২৭ জুলাই বুধবার রাত আনুমানিক ৮ টায় চাচাত ভাই স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় একই গ্রামের প্রতিপক্ষ আয়নাল প্যাদার পুত্র আলামিন (৩০) মুর্তাজা প্যাদার পুত্র রায়হান (২৩) সিরাজ উদ্দিন প্যাদার পুত্র আয়নাল (৫৫) ফসু প্যাদার পুত্র অলি (২৪) সালাম প্যাদার পুত্র সবুজ (২৭) মুক্তিযোদ্ধার পুত্র কলেজ পড়ুয়া ছাত্র পিয়াসকে কুপিয়ে রক্তাক্ত যখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্য্যাপারে বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন আহতের পরিবারের লোকজন। অভিযোগ সুত্রে জানাগেছে আগরপুর স্টান্ডে গতকাল বুধবার পিয়াসকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান সঞ্জিত চন্দ্র শীল ঘটনার সত্যতা স্বীকার করে দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।