June 1, 2023, 11:42 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
গতকাল বিকালে “পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ” বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক, আঞ্চলিক যুগ্ম সম্পাদক ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মরহুম হাবিবুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল এ.এস.এম.শাহনেওয়াজ আলী মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম
জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী,প্রধান বক্তা ছিলেন ওহিদ সিরাজ স্বপন ডি.আর.সি(উন্নয়ন)।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব সুনিল বড়ুয়া, আঞ্চলিক সম্পাদক জনাব মিজানুর রহমান এল.টি. আঞ্চলিক উপ-কমিশনার যথাক্রমে জনাব মুজিবুর রহমান ফারুকী এলটি, জনাব মোরশেদুল আলম এলটি, জনাব আকতার হোসেন এল টি, জনাব কামরুন্নাহার এলটি, জনাব শেখ মাহামুদ, জনাব সোলাইমান এলটি, কোষাধ্যক্ষ প্রফেসর সালে আহমদ পাটোয়ারী,এলটি, সাবেক আঞ্চলিক সম্পাদক মোঃ খায়রুজ্জামান এলটি, মেট্রোজেলার জনাব ফারুক উদ্দিন এলটি, কাব লিডার মোঃ ওবায়দুল, জেলা স্কাউটস সহ-সভাপতি জনাব ফিরোজ চৌধুরী, জনাব নাসির উদ্দিন আহমদ, জনাব ধনলাল মহুরী, জনাব নুরুল ইসলাম, জেলা কাব লিডার মোঃ ফেরদৌস আকতার, অন্যান্য জেলা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার স্কাউটস কমিশনার, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টান সঞ্চালনায় আমি পীযুষ কুমার দে, জেলা সম্পাদক,চট্টগ্রাম। অনুষ্ঠান শেষে সকলে মরহুম এর কবর যেয়ারত করেন।