March 16, 2025, 11:36 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা মারপিটে আছাদুল সানা( ৪৫) নামে এক ব্যক্তি মাথা ও পিঠে রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চাঁদখালীর দক্ষিন গড়েরআবাদে এ ঘটনা ঘটেছে। আহতের স্ত্রী সাবিনা অভিযোগ করেন,উঠান থেকে বৃষ্টির পানি প্রতিবেশিদের পুকুরে পড়ায় এ দ্বন্ধের জেরে আলামিন,একরামুল, আতিয়ার সানা সহ ৫/৬ জনের মারপিটে ও ধারালে অস্ত্রের আঘাতে স্বামী আছাদুলের মাথা ফেটে জখম হয়েছেন। এ সময় স্বামীকে রক্ষা করতে যেয়ে আজিজুল সানা সহ আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। আহতের পারিবারিক সুত্র জানায়, আহত ব্যক্তি বর্তমানে খুলনা-২৫০শর্যা হাসপাতালে ভর্তি হযেছেন।
ইমদাদুল হক,
পাইকগাছা( খুলনা )প্রতিনিধি।