May 30, 2023, 8:36 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে থানা পুলিশ। সুজানগর থানার (ওসি) আব্দুল হাননান জানান, পাবনা পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের কঠোর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মানদীর নাজিরগঞ্জ এলাকা থেকে অবৈধ ও বেআইনীভাবে নদীর গর্ভ হইতে বালু উত্তোলনের দায়ে ওই ১৩ জনকে আটক করা হয়। এ সময় ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলাম । আটককৃত অপর ৬ জনের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করা হয়। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, রাজবাড়ী জেলার পাংশা এলাকার শ্রী দীপক কুমার কুন্ডুর নেতৃত্বে পদ্মা নদী থেকে অবৈধভাবে এ সকল বালু উত্তোলন করা হচ্ছিল।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।