April 27, 2025, 11:46 pm
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়িতে বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদর সকাল-সন্ধ্যা সকল ধরনের দোকানপাট বন্ধ রেখে ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭.৩০ঘটিকায় মহালছড়ি বাজার ব্যবসায়ীর সমিতি নিজ কার্যালয়ে আগামীকাল ২০জুলাই রোজ বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং সকাল ১০.৩০ ঘটিকায় ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে বাজারের সকল ব্যবসায়ীগণ ও ক্ষতিগ্রস্থ সকল জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মতামত প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
উক্ত বৈঠকে এক সিনিয়র ব্যবসায়ী বলেন যে, মোঃ আব্দুর রশিদ মাটি কাটার স্থানে পান নি তবুও কোন আইনে ২দিন পরে অফিসে ডেকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারে? এমন আইন কোথায় পয়দা হয়েছে? তিনি আরো বলেন এমনকি বাবুপাড়ার সম্মুখে রাতের আধারে কয়েকটি স্থাপনায় ভরাটের কাজে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শশ্মানের মাটি ও সাবেক নিচের বাস স্টেশনের মসজিদের বিশাল পাহাড়ের মাটি কেটে ধানের জমি ভরাট করেছে তখন এই প্রশাসনিক কর্মকর্তা আপনি কোথায় ছিলেন। এক দেশে আইন ভিন্ন ভিন্ন হতে পারে না,আইন সবার জন্যে সমান।
উক্ত বৈঠকে মহালছড়ি ব্যবসায়ি সমিতির সভাপতি ও সিনিয়র ব্যবসায়ীসহ ক্ষুদ্র মাঝারী সকল ব্যবসায়ীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, মহালছড়ি বাজারের কোকারিজ ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ। তিনি নাকি গত ১৭তারিখ চব্বিশ মাইল কান্তির চৌধুরীর বাগান হতে মাটি কেটে দোকানে পেছনে ভরাট করতেছে, এমতাবস্থায় আজ ১৯ তারিখ বিকাল ৩ ঘটিকায় কোনপ্রকার অভিযোগ ব্যতিত দোকানের বাজার ব্যবসায়ী মোঃ রশিদকে উপজেলা প্রশাসনিক অফিসে ডেকে নিয়ে যায় এবং যাওয়ার পরে ওনাকে বলা হয় যে, আপনার মাটি কাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নগদে অর্থ দিত না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ ক্ষমতাবলে সাত দিনের জেল দেওয়া হয়।
এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, পাহাড়ের মাটি কাটার জড়িত থাকবে এমন সকলকেই যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হবে।