September 17, 2024, 3:53 pm
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউপির মান্দারতলা ও জাগুসার মাঝামাঝি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহানুর রহমান (৪০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আরো ২ জন মারাক্তত ভাবে আহত হয়েছে। নিহত শাহানুর রহমান পেশায় এসি’আই ফুড় লিমিটেড কোম্পানীতে কর্মরত ছিলেন। তার পিতার নাম মুন্সি খলিলুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুরের অভিমুখ থেকে জাগুসার বাজার অতিক্রম কালে নেপা গ্রাম থেকে আসা অপর মোটরসাইকেলটি মান্দারতলা বাজার পারাপারের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে।
স্থানীয় এলাকাবাসী ছুটে এসে একজনকে নিহত দেখতে পাই। অপর মোটরসাইকেলের দুজনে মারাত্মক আহত হয়ে ছটফট করছিল। আহত ব্যক্তিদের দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দ্রত যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফাড করেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এব্যাপারে মহেশপুর থানার ওসি মোঃ-সেলিম মিয়া বলেন দুর্ঘটনার সংবাদ শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠায়। অভিযোগ না থাকার কারণেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।