February 15, 2025, 7:40 am
হবিগঞ্জ প্রতিনিধি।।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগরে যাত্রীবাহী বাস ও নোহার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এর মাঝে আশংকাজনক অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
১৮ জুলাই দুপুর ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, ঢাকাগামী আল মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী যাত্রীবাহী নোহার সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
এসময় মহাসড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর মাঝে তিনজন নিহত হয়। যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহত চারজনকে সিলেট প্রেরণ করা হয়েছে।
সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।