September 10, 2024, 5:56 pm
পুঠিয়া-রাজশাহী,প্রতিনিধিঃ
চারঘাট প্রেস ক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক সোমবার (১৮ জুলাই) রাত্রি ২ টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই. সি. ইউ) চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পুঠিয়া সাংবাদিক সমাজের সকল সদস্য শোক জানিয়েছে। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুম মোজাম্মেল হক, চারঘাটের প্রথম কমিউনিটি অনলাইন পত্রিকা দৈনিক চারঘাট ডটকম এর প্রধান উপদেষ্টা, চারঘাট প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের চারঘাট প্রতিনিধি ও চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ টায় গোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।#
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী।