December 1, 2023, 3:02 am
জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শামসুল আলম মাস্টার আজ দুপুরে চট্টগ্রামের স্হানীয় এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার (১৩জুলাই)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, পল্লীবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক ছিলেন শামসুল আলম মাস্টার। জাতীয় পার্টির প্রতি তাঁর নিখাদ প্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক পদচারণা জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন,রাজনীতি ও সংগঠনে গুণগত পরিবর্তনে কাজ করে যাওয়া শামসুল হক মাস্টার বেঁচে থাকবেন তাঁর মেধা,কর্ম ও দক্ষতার মাঝে।তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হবার নয়।
মৃত্যুকালে মরহুম শামসুল আলম মাস্টার স্ত্রী,দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।