March 31, 2023, 6:09 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরের পদ্মা নদী হতে মস্তকবিহীন অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭জুলাই) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর সাতবাড়িয়া ইউনিয়নের নারুহাটি পক্কীর মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জেলেরা এদিন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। সুজানগর থানার(ওসি) আব্দুল হাননান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ৩২ বছরের কোনো যুবকের হবে। ধারণা করা হচ্ছে গত প্রায় ২০-২৫ দিন পূর্বে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি পানিতে ফেলে দেওয়া হয় ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।