Blog

  • চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে “যুব সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    শলুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুফেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান মিজান সহ পৌরসভা ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

    উক্ত সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    অতিথিবৃন্দ বিশ্ব যুব দিবস উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।

    প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং বিশ্ব যুব দিবস পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

    মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সর্বমোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১২ আগষ্ট ( মঙ্গলবার) সকালে রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় |

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ানুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন,মোকাদ্দেস ইবনে সালাম ও আমিনা বেগম সহ প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয় |

  • ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই স্লোগান বাস্তবায়নে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    এই সংক্রান্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

    এ সময় সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস-২০২৫ পালিত

    গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস-২০২৫ পালিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

    ”প্রযক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

    গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে গোপালগঞ্জ জেলা যুবউন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

    এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

  • গোবিপ্রবিতে ‘কোনটাকে ব-লি সংবা-দ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    গোবিপ্রবিতে ‘কোনটাকে ব-লি সংবা-দ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই সেমিনারের আয়োজন করে জনসংযোগ দপ্তর।
    সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন বরেণ্য সাংবাদিক মোহসীন উল হাকিম।

    জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা হয়, তার অনেক সংবাদ বস্তুনিষ্ঠ হয় না। সংবাদ করতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে অনেক গণমাধ্যম রয়েছে। তবে ফেইসবুক কেন্দ্রিক সাংবাদিকতা করা শোভনীয় নয়। আমি প্রত্যাশা করি, প্রত্যেক সংবাদকর্মী বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশ করবে, যাতে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে। তিনি সেমিনারের সফলতা কামনা করে বলেন, এ ধরনের সেমিনার ভবিষ্যতে আরো করা হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকের নীতি নৈতিকতার যে জায়গা, তা অনুধাবন করতে হবে এবং সমাজের ভালো বিষয়গুলো তুলে ধরতে হবে। শিক্ষার্থীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে সেটাই প্রত্যাশা।

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
    সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।

    এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম এবং প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

  • কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস -২০২৫ উদযাপিত

    কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস -২০২৫ উদযাপিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ।

    এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন দ্বীন ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, প্রোকৌশলী শফিউল আজম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ভোলা থেকে আন্তঃজেলা ডা-কাত দলের সদস্য গ্রে-প্তার

    ভোলা থেকে আন্তঃজেলা ডা-কাত দলের সদস্য গ্রে-প্তার

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মো. ছগির হাওলাদার (৪১) কে সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলী থানার ইন্সপেক্টর তদন্ত শরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায়  ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছেন।

    উল্লেখ্য গত ২৬ জুলাই দিবাগত রাতে ৭/৮ জন ডাকাত মাটি খুড়ে ঘরের ভিতরে প্রবেশ করে গৃহবধূ মনিকা বেগম (৪০),তার শ্বশুর-শাশুড়ি ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল নিয়ে যায়। 

    তালতলী থানার ওসি মো.শাহজালাল জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতার ছবির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী,পিরোজপুর সহ বিভিন্ন জেলায় ডাকাতি,চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার রেকর্ড রয়েছে।এর মধ্যে কয়েকটিতে চার্জশিট গঠন হয়েছে। তিনি একজন পেশাদার ডাকাত। তদন্তের স্বার্থে আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • গাজীপুরের তু-হিন পর এবার আশুলিয়ায় সাংবাদিক জাহি-দুলকে অ-পহরণ করে হ-ত্যার চে-ষ্টা

    গাজীপুরের তু-হিন পর এবার আশুলিয়ায় সাংবাদিক জাহি-দুলকে অ-পহরণ করে হ-ত্যার চে-ষ্টা

    হেলাল শেখঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই ঢাকার আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

    মঙ্গলবার (১২ই আগস্ট ২০২৫ইং) সকালে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী দুজনকে আদালতে পাঠানোর বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন। এর আগে সোমবার রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বাইপাইলে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলো-নওগা জেলার বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মৃত ওয়াহেদের ছেলে মোঃ ইমন (৩২) ও তার ছোট ভাই জাহিদ হাসান (২৬)। তারা আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

    হামলার শিকার ৭১টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক বলেন, গতকাল রাতে একটি অনুসন্ধান শেষ করে একটি চায়ের দোকানে যাচ্ছিলাম। সেখানে আগে থেকে দুজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলো। পরে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলে তারা মোটরসাইকেল নিয়ে আমার পিছু নেয়। আমি বাইপাইল বাসস্ট্যান্ড এসে পৌছালে তাদের আরও একটি প্রাইভেটকারে চার জনকে দেখা যায়। কোন কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় ও প্রাইভেটকারে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়। সেসময় দুজনকে আটক করে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদেরকে আটক করে।

    জাহিদুল ইসলাম অনিক আরও বলেন, আমার অনুসন্ধান ছিলো ফার্মেসি নামের আড়ালে মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রি নিয়ে। এসব নিয়ে তারা আমাকে টার্গেটে রাখে। তারা জানতো আমি কাজ শেষে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় যাবো। তাদের পরিকল্পনা ছিলো যেকোন ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে আমাকে অপহরণ করা। সেসময় তাদের পরিকল্পনা বুঝতে পেরে ওই স্থান ত্যাগ করি কিন্ত তারা পিছু নেয় এবং তাদের পূর্ব পরিকল্পনার অনুযায়ী আগে থেকেই দেশীয় অস্ত্র ও প্রাইভেটকার নিয়ে বাইপাইল আমার বাসায় যাওয়ার পথে অবস্থান নেয়। তারা চেষ্টা করেছে গাড়িতে উঠিয়ে নেওয়ার। একজন দাড়ালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করেছে কিন্ত আঘাত লাগেনি আমার। এছাড়া আমাকে মারধর করেছে তারা। সেসময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রাইভেটকার নিয়ে ৪জন পালিয়ে যায়। বাকী দুজন মোটরসাইকেল স্ট্যার্ট না হওয়ায় পালিয়ে যেতে পারেনি। পরে তাদের আটক করে পুলিশে খবর দেয়। আমাকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করে।

    এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পর কয়েকটি টীম ঘটনাস্থলে পাঠিয়েছি। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আজ সকালে গ্রেফতার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দি-বস ২০২৫ উদযাপন

    নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দি-বস ২০২৫ উদযাপন

    ঝালকাঠিন প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমণী কুমার মিস্ত্রী,একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল রহমান,যুব উদ্যোক্তা ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোঃ আক্তারুজ্জামান,নলছিটি ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক শাহাদাত ফকিরসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে ১০ জন যুবক-যুবতীর মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার যুবঋণ বিতরণ করা হয় এবং বায়োগ্যাস প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

  • সাংবাদিক তুহিন হ-ত্যাকারীদের গ্রে-প্তার ও শা-স্তির দা-বিতে নলছিটিতে মানববন্ধন

    সাংবাদিক তুহিন হ-ত্যাকারীদের গ্রে-প্তার ও শা-স্তির দা-বিতে নলছিটিতে মানববন্ধন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
    বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরণের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।