July 15, 2025, 11:39 pm
বাবুল হোসেন,
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে মাদকসহ আটকের পর কারবারিকে ছেড়ে দিলেন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম।সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।এতে এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে,স্থানীয়রা মাদক কারবারিসহ চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।মাদক কারবারির নাম আনোয়ার হোসেন দোয়েল (৩৫)। তিনি প্রধান পাড়া এলাকার মৃত ঝেচু মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান,সোমবার রাতে আনোয়ার হোসেন দোয়েল মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য ফুলবর পাড়া এলাকায় যায়।সেখানে স্থানীয় আসাদুর রহমান,মোজাহার আলী,গ্রাম পুলিশ মাসুমসহ কয়েকজন যুবক তাকে আটক করে।পরে তার কাছে থাকা চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়।
চাকলাহাট ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আসাদুর রহমান জানান,গত কয়েকদিন আগে এলাকায় গরু চুরি গেছে।সবার সহযোগিতায় চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছিল।সেখানে থানার ওসি এলাকার যুবকদেরকে মাদকবিরোধী কমিটি করতে বলেছিলেন।আমরা কমিটি এখনো করিনি, তবে কাজ শুরু করেছি।
সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ মাসুম ইসলাম বলেন,স্থানীয় যুবকদের সহযোগিতায় মাদকসহ একজনকে আটক করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করি।
অভিযুক্ত চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন,এবারের মতো তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে।তবে এলাকার মাদক কারবারিদের তালিকাসহ চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট থানায় জমা দিয়েছি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন,মাদক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই ।তবে চেয়ারম্যান বলেছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে মাদক উদ্ধার করেছেন।তবে এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন স্থানীয়রা জানান অতীতে টিআর কাবিটা অনিয়ম।এবং দ্বিতীয় বউকে স্কুলে গিয়ে পিটানো। ভোটে নির্বাচিত হলে অ্যাম্বুলেন্স কিনে দেওয়া পরবর্তীতে আরো বিস্তারিত আসছে।