July 16, 2025, 12:07 am
দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের গোলাপগঞ্জ মোড়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রেতা রাশেদুল ইসলাম পলাতক।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় পৌর শহরের এ অভিযান চালিয়ে দণ্ড প্রদান করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দিপংকর বর্মন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বীরগঞ্জ বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল হকের ছেলে ও মহিলা কলেজের ল্যব সহকারী জাকির তাহমিদ (২৪) এবং একই এলাকার শরিফ উদ্দিন এর ছেলে মেহেদী হাসান (২৪)।
জানা গেছে, মাদক সেবী দুইজন গোলাপগঞ্জ মোড়ের রাশেদুল ইসলামের কাছে টেপেন্ডা ট্যাবলেট ক্রয় করে যাওয়ার সময় এলাকাবাসী তাদেরকে আটক করে থানায় সংবাদ দেয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, সংবাদ পেয়ে এসআই সুমন দেবনাথ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোলাপগঞ্জ মোড়ে গিয়ে মাদক ক্রয় করা অবস্থায় ওই দুইজনকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কারাদণ্ড দেওয়া হয়। মাদক বিক্রি এলাকা গুলোতে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন সরকারি কলেজের ছাত্রদের সতর্ক করে বলেন, কলেজের সামনে গোলাপগঞ্জ মোড়টি বিপদজনক জায়গা। অকারনে সেখানে ঘুরাঘুরি করা এবং কারো ফাঁদে না পরার পরামর্শ দেন। বন্ধু বা বড় ভাইদের পাল্লায় পড়ে ক্ষতিস সম্মুখীন না হওয়াই ভালো জনস্বার্থে ও মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় এলাকাবাসী নুর ইসলাম জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ীর জন্য এলাকার সুনাম ক্ষুন্ন হচ্ছে। উঠতি বয়সের যুবকেরা হচ্ছে ধ্বংস। প্রশাসনের সু-দৃষ্টিতে মাদক মুক্ত এলাকা গড়তে হস্তক্ষেপ কামনা করছি।