July 15, 2025, 9:39 pm
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
নেছারাবাদে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্বাস্থ্য সহকারীদের অবস্থান ছিল। নেছারাবাদ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যনারে উপজেলা স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির েেত্র ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেছে। কর্মসুচিতে বিভিন্ন দাবি দাওয়া সম্মিলিত প্লেকার্ড নিয়ে মাঠকর্মীরা অবস্থান নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ সিস্টেম অ্যাসোসিয়েশন নেছারাবাদ শাখার উপদেষ্টা অলোক মিস্ত্রি মিলন, সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা খানম প্রমুখ।
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতাঃ
মোঃ আনোয়ার হোসেন ।