Blog

  • পানছড়িতে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পানছড়িতে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আয়োজনে আগামী সেপ্টেম্বর মাসে নবগঠিত কমিটির পরিচিতি সভাকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৯ জুলাই ) বেলা সাড়ে ৪টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় পানছড়ি আওয়ামী মৎসজীবী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি অরুণ কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ।

    এই সময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিমাই দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক মানজয় ত্রিপুরা, কৃষি বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক কাখারাং ত্রিপুরা,দপ্তর সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা,অর্থ বিষয়ক সম্পাদক তাপস কান্তি চাকমা,সাংবাদিক মিঠুন সাহা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎসজীবী লীগের সদস্য অপু সেন,মহিলা বিষয়ক সম্পাদক গীতা কর্মকার সহ উপজেলা আওয়ামী মৎসজীবীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করা, আগামী ১৫ আগষ্টকে যথাযথ ভাবে পালন এর জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বিশদ বক্তব্য রাখেন বক্তারা।

  • মির্জাপুরের ঐতিহাসিক শাহী মসজিদ

    মির্জাপুরের ঐতিহাসিক শাহী মসজিদ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সমসাময়িক কালে এ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণ কাজ শেষ করেন মর্মে জানা যায়। মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে । ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোঘল সম্রা্ট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির দেওয়ালের টেরাকোটা ফুল এবং লতাপাতার নক্সা খোদাই করা রয়েছে। মসজিদের সন্মুখভাগে আয়তাকার টেরাকোটার নক্সাসমুহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে – একটির সাথে অপরটির কোন মিল নেই, প্রত্যেকটি পৃথক পৃথক। মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট, প্রস্থ ২৫ ফুট এবং এক সারিতে ০৩ (তিন) টি গম্বুজ আছে। মসজিদের নির্মাণ শৈলীর নিপুনতা ও দৃষ্টিনন্দন কারুকার্য এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে।
    কিভাবে যাওয়া যায়:রাজধানী ঢাকা হতে ডে/নাইট কোচ যোগে সরাসরি আটোয়ারী উপজেলা বাস ষ্ট্যান্ড। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ। রাজধানী ঢাকা’র কমলাপুর রেল ষ্টেশন হতে সরাসরি পঞ্চগড় ষ্টেশন বা কিসমত (আটোয়ারী) রেল ষ্টেশন হয়ে বাস/রিক্সা/ভ্যানযোগে ১০/৬কিলোমিটার আটোয়ারী উপজেলা। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর ৬ কিলোমিটার। মির্জাপুর হতে পূর্বদিকে রিক্সা/ভ্যানযোগে ১ কিলোমিটার মির্জাপুর শাহী মসজিদ।

  • জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ২ য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সবুজনগর এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম টুকু, এ্যাড. হারুনুর রশীদ, আলী মতুর্জা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম রিপন, জাহাঙ্গীর আলম, মাশরুফ হোসেন, আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত হোসেন, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ হাই, রুহুল আমিন প্রমুখ।

    এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

  • পাংশায় প্রতিবন্ধী পরিবারের পাশে We Are Bangladesh

    পাংশায় প্রতিবন্ধী পরিবারের পাশে We Are Bangladesh

    রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামে বাসিন্দা মোঃ রেজাউল করিম তার পরিবার ৬ জন সদস্যর মধ্যে ৩ জন‌ই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর যাই বা ছিল একটু বৃষ্টি হলেই ঘর দিয়ে ঝড়তো পানি। দুঃখ ও কষ্টে জীবনযাপন করছিলেন এই পরিবারটি।

    এই অসহয় পরিবারের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন We Are Bangladesh (WAB) নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন।

    এই সংগঠনের পক্ষ থেকে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটা নতুন অটোভ্যান,শিশু প্রতিবন্ধী মিথিলার জন্য একটি হুইলচেয়ার,থাকার জন্য একটা ঘর নির্মান করে দিয়েছেন এই মানবিক সংগঠনটি।

    শুক্রবার সকালে ওয়াবের এডমিন র‍্যাব কর্মকর্তা কবিরুল সাগর এই অসহায় পরিবারকে অটো ভ্যান,হুইলচেয়ার ও ঘর বুঝিয়ে দেন।

    এ সময় মোঃ রেজাউল করিম বলেন, আমার পরিবারে ৬ জন সদস্য তার মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর খুবই অসহায় জীবনযাপন করতে হতো আমাদের।We Are Bangladesh নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন আমার ও আমার পরিবারে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে আমাকে অটো ভ্যান,থাকার ঘর ও আমার ছোট প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার উপহার দিয়েছে। এখন থেকে আমি এবং আমার পরিবার সুন্দর ভাবে চলতে পারবো। যারা আমার এবং আমার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা।

    এ সময় ওয়াবের এডমিন কবিরুল সাগর জানান, We Are Bangladesh (WAB) বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন ও কর্মসংস্থান, ভিক্ষুকদের পূর্নবাসন, মসজিদ/মাদ্রাসা/এতিমখানা সংস্কার, আইনগত পরামর্শ প্রদান, রক্ত সংগ্রহ, অসহায়দের মাঝে খাবার বিতরন সহ নানাবিধ সামাজিক কাজ করে থাকি। আমরা এই সামাজিক ও মানবিক কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো।

    এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামে একটি পরিবারের সন্ধান পাই আমি। জানতে পারি এই পরিবারের ছয় জন সদস্যের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। পরে ওয়াব গ্রুপের মাধ্যমে তাদের কর্মসংস্থানের দায়িত্ব নেই। পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটা নতুন অটোভ্যান, উনার প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার ও থাকার জন্য একটা ঘর নির্মান করে দেয়া হয়।

    এ প্রসঙ্গে ওয়াবের প্রতিষ্ঠাতা এসএস আকবর জানান, ০৬ জনের পরিবারের ০৩ জন প্রতিবন্ধী এমন পরিবারকে পরিপূর্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এই পরিবারকে একটা ভ্যান, একটা থাকার ঘর একটা সেলাই মেশিন ও একটা হুইলচেয়ার উপহার প্রদান করে আলোর পথে আনতে পেরেছি বলে আনন্দিত।

  • মুন্সীগ‌ঞ্জে সিরাজ‌দিখা‌নের পলাশ পুর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    মুন্সীগ‌ঞ্জে সিরাজ‌দিখা‌নের পলাশ পুর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশ পুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    মুন্সীগঞ্জ জেলা সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশ পুর‌ে নিউ ঢাকা ইন রি‌সোট এলাকায়
    লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার
    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও লিও ক্লাব অফ ঢাকা এর যৌথ উদ্দ‌্যে‌গে ,
    আজ ২৯‌শে জুলাই ( শুক্রবার ) সকা‌লে ১১টায় সিরাজ‌দিখানের পলাশপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    সারা‌দিন ব‌্যা‌পী এই কর্মসূচির আওতায় ৫০০‌ টি বি‌ভিন্ন জা‌তের গাছ র‌োপন করা হয় ।

    এই সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দে‌লোয়ার হো‌সেন রাজা,সা‌বিয়া আহম্ম‌দে ক‌লি,ইপ্ত‌েখার উদ্দ‌িন,শাহাদত হো‌সেন, জো‌বেদা নাজ‌নিন চৌধুরী,লায়ন শিল্প‌ি,সা‌য়েম জামান এবং লিও ক্লাব অফ ঢাকা এর সভা‌পতি তাস‌ফিয়া আজাদ ও সাধারন সম্পাদক সা‌কিবুর রহমান সহ এলাকা গন‌্যমান‌্য ব‌্যাক্ত‌িবর্গ উপস্হ‌িত ছি‌লেন ।

  • শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব।

    শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব।

    এইচ,এম রাজিব।।

    মাগুরার শালিখায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জিহাদ আল হাসান সাকিব। শালিখা উপজেলা ছাত্রলীগে এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় তিন ডজন প্রার্থীর দৌঁড়ঝাপ দেখা যাচ্ছে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিহাদ আল হাসান সাকিব প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে রয়েছে। ছাত্রত্ব, বয়স, দলীয় শৃঙ্খলা ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকাসহ বিভিন্ন দিক বিবেচনায় নেতৃত্বের যোগ্য হিসেবে জিহাদ আল হাসান সাকিব গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

    খোঁজ নিয়ে জানা গেছে,জিহাদ আল হাসান সাকিব শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্যার ছোট ছেলে। তার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্য আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
    তিনি এসএসসি ২০১৪ ব্যাচ,এইচএসসি ২০১৬ এবং অনার্স ৪র্থ বর্ষ ব্যবস্থাপনা(চলমান ) বিভাগ,মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ,মাগুরায় বর্তমান পড়াশোনা করছেন।

    ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বলে জানা যায়।

    জিহাদ আল হাসান সাকিব উপজেলার শতখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে সততার সাথে কাজ করে আসছেন বলে জানান শতখালী ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্র রাজনীতির পাশাপাশি এই ছাত্রনেতা উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছে ও তিনি ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে কারা বরন করেছিলেন বলে জানা যায়।

    জিহাদ আল হাসান সাকিব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাকে অনুপ্রাণিত করে। যেকারণে ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতি পছন্দ করি, এখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে জেলার নেতাদের নির্দেশ মতে রাজপথে সামনের সারিতে থেকে তৃণমূল কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আর দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা পালন করে আমি ছাত্রলীগের রাজনীতি করে যেতে চাই।

  • রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

    রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

    হেলাল শেখঃ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া (৭৬)। তিনি গতকাল বুধবার (২৭ জুলাই ২০২২ইং) দিবাগত রাত ১২ টার দিকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার জানাযা পরান মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, এ সময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারসহ আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন।
    জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের মৃত চাঁন মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া। মৃত মোতালেব মিয়া তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়ার একমাত্র ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩), মেয়ে মোছাঃ ডলি ও মোছাঃ সাথী জানান, তাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন, বাবার কাছ থেকে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো।
    আশুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের সঙ্গীয় ফোর্স ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ সম্মান প্রদর্শন করা হয় মৃত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়াকে। গত রাতে এই বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যুর পর শত শত মানুষ তাকে শেষ দেখা দেখতে আসেন এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রান মসলমানগণ দোয়া করেন, আজ জানাযা শেষে তাঁকে স্থানীয় মানিকগঞ্জ পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

  • পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জি এম কামরুল হাসান, শিবানন্দ রায় ও গপ্ফার খাঁ, যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমান ও জি এম বাশারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল হক কিনু, সুজন রায়, এস এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ, সাংবাদিক বি সরকার, অমল রাজ মন্ডল, পঙ্কজ বিশ্বাস, পলাশ রায়, উজ্জল মন্ডল, সমারেশ বিশ্বাস, মনোজ কুমার মন্ডল, বাশারুল ইসলাম বাচ্চু, গৌতম রায়, শেখ মোস্তফা আল-তারিক, অসিত কুমার মন্ডল, সঞ্জিব মন্ডল, নিউটন মিস্ত্রী, মোঃ কামরুজ্জামান, তেজেন মন্ডল, ডাঃ সমীরন সরদার, মোছাঃ শাহানারা, যতিন্দ্র নাথ সরদার, জগন্নাথ, মোঃ রফিকুল, সুকান্ত গাইন, দিবস রায়, শেখ আকবর হোসেন, বাসুদেব সরদার, শিহাব হোসেন বাবু, বাবু মন্ডল, ইউনুছ আলী, জয়দেব, গপ্ফার। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্র্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিনের কেক কাটা হয়।

  • পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে বেকারী থেকে জরিমানা আদায়

    পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে বেকারী থেকে জরিমানা আদায়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে আল-মদিনা বেকারী এন্ড ফুডস্ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার উপজেলার গদাইপুর বাজারে অবস্থিত আল-মদিনা বেকারী এন্ড ফুডস্ প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যদ্রব্যের উৎপাদন তারিখ ইচ্ছাকৃত ভূল করার অপরাধে অভিযুক্ত মালিক নোয়াকাটি গ্রামের লেয়াকত সরদারের ছেলে সামাদ সরদারকে ২৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বেকারীর জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউশন অফিসার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার ধীরাজ ইসলাম প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • শিবসা নদীর অপরিকল্পিত শহররক্ষা বাঁধ ডুবে বিভিন্ন প্রজাতির গাছের মৃত্যু,বাঁধ সরাতে নির্দেশ

    শিবসা নদীর অপরিকল্পিত শহররক্ষা বাঁধ ডুবে বিভিন্ন প্রজাতির গাছের মৃত্যু,বাঁধ সরাতে নির্দেশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    নদীর মধ্যে অপরিকল্পিত শহররক্ষা বাঁধে সরকারি চরভরাটি জমি দখলের পাশাপাশি পানি বন্দি হয়ে মরে যাচ্ছে পাইকগাছার শিবসা চরের বিস্তীর্ণ এলাকার বনায়নের বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ গাছ। বনবিভাগ বলছে, জোয়ার-ভাটা না থাকায় বাঁধের বদ্ধ পানিতে চাপা পড়ে মরে যাচ্ছে গাছগুলি। এমন পরিস্থিতিতে বনায়নের গাছ বাঁচাতে ইউএনও পৌরসভাকে ৭ দিনের মধ্যে বাঁধ সরিয়ে নিতে বলেছেন।
    এরআগে পৌরসভার নিম্না লে শিবসার লবণ পানির অনুপ্রবেশ ঠেকাতে পৌরসভা শহররক্ষা বাঁধের পরিকল্পনা গ্রহন করে। গত ২৩ এপ্রিল খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এ বাঁধের শুভ উদ্ভোধন করেন। এরপর শিবসা ব্রীজ এলাকা থেকে থানা পর্যন্ত প্রায় ৯০০ মিটার বাঁধের উদ্ভোধন করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
    শিবসা নদীর কোল ঘেঁষে অবস্থিত পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এরপর গত ২৫ বছরেও কোন শহর রক্ষা বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। নদীর নব্যতা হ্রাসে প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ঢুকে পড়ে পৌর এলাকার নিম্না লে। এতে বিভিন্ন সময় সদরের কোন কোন এলাকার দোকান-পাঠ ও গাছপালা ক্ষতিগ্রস্থ হয়। জনভোগান্তি বাড়ে প্লাবিত এলাকাসমূহে।
    পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্র ঘেঁষে প্রবাহিত শিবসা নদী ভরাট হচ্ছে কয়েক বছর ধরে। সদরের শিববাটী ব্রীজ থেকে হাড়িয়া নদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘে শিবসা ভরাট শুরু হয় আরো আগে। তবে শুরু থেকে বিভিন্ন সময়ে প্রভাবশালীরা নানা উপায়ে ভরাটি জমি দখল শুরু করে। ঐসময় দখল ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষে ভরাটি অংশের বিভিন্ন এলাকায় গড়ে উঠে বনায়ন। এতে একদিকে যেমন বন্ধ হয় দখল প্রক্রিয়া অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    এরপরও বন্ধ ছিলনা দখল প্রক্রিয়া। নিত্য নতুন নানান পদ্ধতিতে ক্রমশ ছোট ছোট অংশে শুরু হতে থাকে দখল প্রক্রিয়া। তবে সাম্প্রতিক সময়ে বাজার সম্প্রসারণ, বর্জ্য অপসারণসহ নানা কর্মকান্ড পৌর কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় বিভিন্ন মহলে।
    এদিকে নদীর মাঝ বরাবর দিয়ে উক্ত শহর রক্ষা বাঁধের ফলে জোয়ার-ভাটার পানি বাঁধ অভ্যন্তরে প্রবেশ করতে না পারলেও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাঁধ এলাকা। ফলে এর আগে চভেরাটি জমির দখল ঠেকাতে গড়ে তোলা বনায়ন প্রকল্পের শত শত গাছের মৃত্যু শুরু হয়েছে। ইতোমধ্যে বাঁধের মধ্যে খন্ড খন্ড করে বেঁধে নিয়ে শুরু হয়েছে মাছ চাষ।
    উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, শিবসা নদীর চর ভরাটি জায়গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনা লীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে বনায়ন করা হয়েছে। যার মধ্যে বাইন, কেওড়া, ওঁড়া, সুন্দরী ও গোলপাতাগাছ রয়েছে। এ গাছগুলো জোয়ার-ভাটার সঙ্গে সম্পর্কিত। যদি বাঁধ দিয়ে জোয়ার-ভাটা বন্ধ করে দেওয়া হয়, তা হলে জলাবদ্ধতার কারণে সেখানকার সব গাছ মরে যাবে। ইতোমধ্যে গাছ মরা শুরু হয়েছে। যতদ্রুত সম্ভব এনিয়ে ব্যবস্থা গ্রহন করতে না পারলে ক্রমশ সব গাছের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলেও দাবি তার।
    উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, শহররক্ষা বাঁধের নামে নদীর বুক চিরে অপরিকল্পিতভাবে দেওয়া বাঁধটি সংশ্লিষ্ট সব ক্ষতির জন্য দায়ী। তিনি বরেন, পরিকল্পিত উপায়ে শহরের জনবসতির পাশ দিয়ে বাঁধটি দেওয়া হলে দখল ঠেকানোর পাশাপাশি বনায়নের গাছগুলোও বেঁচে থাকতো। তিনি বাঁধটি অপসারণপূর্বক জনবসতির পাশ দিয়ে গড়ে তোলার জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
    পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ অপসারণের কথা বলেছেন। যথাশিঘ্র সম্ভব বাঁধটি সোজা করতে উদ্যোগ গ্রহন করবেন বলে জানিয়ে বলেন, তারা কোন গাছের মৃত্যু চাননা।
    পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘নদীর জায়গা দখল করে শহর রক্ষা বাঁধ দেওয়া যাবে না। মানুষের প্রয়োজনে শহর রক্ষা বাঁধটি হতে হবে শহরের পাশ দিয়ে। বনায়ন ও নদীর ক্ষতি করে এমনভাবে বাঁধ দেওয়া যাবে না। এসময় তিনি বাঁধ অপসারনে পৌরসভাকে সাত দিনের সময় দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধ অপসারণ না করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা অপসারণ করা হবে বলেও জানান তিনি।

    উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু শহর রক্ষা বাঁধের উদ্বোধনের কথা জানিয়ে বলেন, তিনি নদীর মধ্য দিয়ে বাঁধ দেওয়ার কথা বলেননি। তবে শহর রক্ষা বাঁধের প্রয়োজনীয়তা তুলে ধরে বনায়ন ও নদী বাঁচিয়ে বাঁধ প্রদানের কথা বলেন।