Blog

  • পঞ্চগড়ে ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

    পঞ্চগড়ে ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

    মোঃ বাবুল হোসেন হোসেন :

    পঞ্চগড় তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তমিজুল ইসলাম (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলার অমরখানা মুক্তাঞ্চলের চাওয়াই সেতু এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

    নিহত তমিজুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির ভুতিপুকুর এলাকার মৃত.বজলার রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীরা জানায়, বিকেলে তমিজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে জেলা শহর থেকে ভজনপুরে ভুতিপুকুরের বাড়ির দিকে যাচ্ছিলেন। আসার পথে মুক্তাঞ্চলের চাওয়াই সেতুর টার্নিংয়ের উপর তিনটি ছাগল পার হচ্ছিল। একটি ছাগল পার হলেও দ্বিতীয় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে পড়ে যান।

    সে সময় তার সাথে অপর মোটরসাইকেল আরোহীরা তাকে দ্রুত ঘটনাস্থল হতে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, নিহত তমিজুল ইসলাম পঞ্চগড় থেকে নিজের বাড়ি ভজনপুরের ভুতিপুকুরের উদ্দেশে আসছিলেন। অমরখানার মুক্তাঞ্চল চাওয়াই সেতু এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।

  • পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

    পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

    পাথরঘাটা বরগুনা প্রতিনিধিঃ ১৪ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার বিএফডিসি ঘাট এলাকা থেকে আল-আমিন সরদার(২৭)নামক এক যুবককে ৩৭৩ পিস ইয়াবাসহ আটক করেছে বলে কোস্টগার্ডের দাবী।

    আটক আল-আমিন বিএফডিসি পাইকারী মতস্য বাজার এলাকার ব্যবসায়ী মারুফ সরদারের ছেলে।

    কোস্টগার্ড জানিয়েছে,ঘটনার সময় সে ইয়াবা বিকিনিকি করছিলো।

    ইয়াবাসহ আটক যুবককে পাথরঘাটা থানায় সোপার্দ করা হয়েছে বলে জানানা কোস্টগার্ট দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার এম আনোয়ার হোসেন পিও।

    অমল তালুকদার।।

  • দিনে দুপুরে বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ

    দিনে দুপুরে বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ
    দিন-দুপুরে আপন চাচাতো ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা খোকন।

    শনিবার সকাল ১০ টার সময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

    এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় কাঠালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত আব্দুল্লাহ একই এলাকার আনোয়ার হোসেন বাদশার ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

    গোলাম মোস্তফা খোকন জানান, দুপুরে কাঠালতলী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজের দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে তার গাড়ি থামিয়ে গালাগালি শুরু করে আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহকে শান্ত হতে বললে উল্টো অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে এবং তার মায়ের কাছে খোকনকে ক্ষমা চাইতে বলে। যদি ক্ষমা না যাওয়া হয় তাহলে গুলি করে মেরে ফেলবে বলেও হুমকি দেন। বর্তমানে খোকনসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান তিনি।

    এ বিষয়ে কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আব্দুল্লাহকে সে ব্যক্তিগতভাবে চিনেন না, তবে তার নামে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে এমন একটি অভিযোগ এসেছে। যদি ঘটনা সত্য হয় তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

    অভিযুক্ত আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি পিস্তলের বিষয়টি অস্বীকার করে বলেন, খোকনের সাথে তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তাই আমাকে ফাসানোর জন্য এ পরিকল্পনা করছে।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    অমল তালুকদার।।

  • মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের মাঠে এগিয়ে সিরাজুল ইসলাম মৃধা

    মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের মাঠে এগিয়ে সিরাজুল ইসলাম মৃধা

    লিটন মাহমুদ।

    আসন্ন মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতির বাণী। উপজেলা জুড়ে ভোটারদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনাও।

    সরেজমিনে লৌহজং উপজেলা ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থান,ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে (লৌহজং উপজেলা) ৩ নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ভোটের মাঠে প্রচার প্রচারনায় ও আলোচনায় এগিয়ে রয়েছেন। তিনি হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
    নির্বাচনে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ভোট প্রার্থনাসহ মতবিনিময় অব্যহত রেখেছেন তিনি।
    ভোটারদের কাছে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে অধিকাংশ ভোটারদের অভিমত। হাতি প্রতীকে উপজেলার ভোটারদের কাছে তার আস্থা ও ভালোবাসা সেবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সাড়া ফেলেছে।

    উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার ১৩৩ টি বেশিরভাগ জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম মৃধার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সদস্য হিসেবে দেখতে চায় সচেতন ভোটাররা।অপরদিকে নির্বাচনী প্রচার প্রচারনায় অপর দুই প্রার্থী ইদ্রীস শেখ ও আলমগীর কবির খাঁন ও তাদের কর্মী সমর্থকরা ভোটের মাঠে কাজ করছেন।

    সিরাজুল ইসলাম বলেন, বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী‘লৌহজং উপজেলার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নির্বাচন করছি, লৌহজংয়ের উপজেলায় সবাইকে সাথে নিয়ে সার্বিক উন্নয়নের ধারাকে অব্যহত ও ত্বরান্বিত করতে সদস্য প্রার্থী হিসেবে আমি ভোট ও সর্বোস্তরের জনগণের দোয়া সহযোগিতা কামনা করছি।নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস,বাল্যবিবাহ মুক্ত আধুনিকি শিক্ষাবান্ধব ওয়ার্ড গঠনে সর্বদা স্বচেষ্ট থাকবো।নির্বচনী প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও জানান তিনি।জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ভোট হবে ইভিএম এর মাধ্যমে।

  • দেশ দিয়েছেন জাতির পিতা আর দেশ গঠন করছেন শেখ হাসিনা: আবুল হাসানাত আবদুল্লাহ

    দেশ দিয়েছেন জাতির পিতা আর দেশ গঠন করছেন শেখ হাসিনা: আবুল হাসানাত আবদুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    “দেশ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর দেশ গঠন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প কোন প্রধানমন্ত্রী নেই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা আছে বলেই পদ্মাসেতুসহ গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্যে আজ এত উন্নয়ন।”

    শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাস ভবন চত্তরে বরিশালের উজিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিয়কালে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন।

    আবুল হাসানাত বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করলে আজ দেশে বিএনপির নেতা কর্মীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে যা করেছিল তার জবাব আওয়ামী লীগ প্রতিহিংসার মাধ্যমে দেয়নি। আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে তাদের হিং¯্রতার জবাব দিয়ে চলেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মহানুভব বলেই আজ তিনি ‘মানবতার মা’ উপাধিতে ভূষিত হয়েছেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারনে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর ও জঙ্গিবাদ মুক্ত সুখি-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে একযোগে কাজ করে শেখ হানিাকে পুণরায় ক্ষমতায় আনতে হবে। কর্মীরা দলের প্রাণ, তাই সকল কর্মী একযোগে দলের কাজ করলে ইনশাল্লাহ আগামীতেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।
    প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ পেট ভরে ভাত খেতে পারে, নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে, রাস্তায় সম্মান নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের কারণে বৈশি^ক মহামারী করোনার মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে পেরেছি। দলকে সু-সংগঠিত করার মধ্য দিয়ে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলের মনোনীত নৌকার প্রার্থী যে-ই হোক না কেন তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

  • মধুপুরের শোলাকুড়ী কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    মধুপুরের শোলাকুড়ী কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
    অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
    পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সহধর্মিণী মিসেস দিলরুবা বেগম, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত মো.ছানোয়ার হোসেন, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, দোখলা ট্রাক ও কর্ভাড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি শহীদ ফকির, কলেজের শিক্ষার্থী ছানসিলা মৃ, রাকিব হাসান প্রমুখ।
    স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
    পরে বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক প্রদান ও আর্শীবাদ করা হয়।
    অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম  সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম সাহিত্য বৈঠক ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
    ” বাংলা সাহিত্যে মানুষ ও মনুষ্যত্বের স্থান ” শীর্ষক আলোচনা করেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
    নিজের লেখা কবিতা পাঠ করে শোনান কবি, লেখক, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, এ এস এম হাবিবুর রহমান, আবুল কাশেম, লুৎফর রহমান সাজু, আফজাল হোসেন, নওয়াব আলী, খন্দকার মাহফুজার রহমান, হাই হাফিজ, সঙ্গীতা, জয় রাজ, সুফি জাহিদ হোসেন।
    কবিতা আবৃত্তিতে অংশ নেন, আব্দুল কুদ্দুস, মেসবাউর রহমান, মামুন উর রশিদ, জান্নাতুল মাওয়া, নীরেশ মুখার্জী।
    সংগঠনের সার্বিক দিক নিয়ে কথা বলেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। শুভেচ্ছা কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, রংপুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম, লেখক ও রাজনীতিবিদ শ ম আমজাদ হোসেন সরকার, লেখক ও বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান, পরিষদের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, জেনিফার আলী এলি,ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, সালমা হোসেন পপি।
    সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, সুফি জাহিদ হোসেন, ডা. মফিজুল ইসলাম মান্টু। বৈঠকে পরিষদের সহ – পাঠাগার সম্পাদক তাজুল ইসলামকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ড. নাসিমা আকতার, আজীবন সদস্য হোসনে আরা মুন্সী, জয়িতা নাসরিন নাজ, লেখক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
    বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তাজুল ইসলাম।
    সাহিত্য বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ।

  • পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ ও তিন আসামী আটক

    পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ ও তিন আসামী আটক

    মিঠুন সাহা, ,খাগড়াছড়ি জেলা

    খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ও তিনজন আসামীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ( ১৪ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার নাঈম নিপু এর দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে ও এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর ৩৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় বিভিন্ন পণ্য,একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য মোট ৬১৯১৫২ টাকা।

    আসামীদের মধ্যে রয়েছে ১) সুরেশ চাকমা(৩২), পিতা রমেশ বিকাশ চাকমা,সাং- সুতকর্ম পাড়া, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, ২)হেপী চাকমা(৩৮), স্বামী- প্রিয়জ্যোতি চাকমা,সাং বড়াদম, থানা- দীঘিনালা, জেলা – খাগড়াছড়ি, ৩) প্রভাতী চাকমা (৫০), পিতা- স্বামী – প্রবীন চাকমা,সাং – জাগুরনালা,থানা- পানছড়ি, জেলা খাগড়াছড়ি সিএনজি টেক্সি যোগে এই অবৈধ মালামাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

    পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান,কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

  • ময়মনসিংহ জেলা পরিষদে গণসংযোগের শেষ মুহুর্তেও প্রচারণায় এগিয়ে আরজুনা কবির

    ময়মনসিংহ জেলা পরিষদে গণসংযোগের শেষ মুহুর্তেও প্রচারণায় এগিয়ে আরজুনা কবির

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাপ। প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি৷ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-২ ( সদর,তারাকান্দা,গৌরীপুর) সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে আবারও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন আরজুনা কবির।

    তিনি প্রতিদিন সকাল থেকে রাত টানা বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    আরজুনা কবির জানান, নির্বাচনী এলাকার সকল জনপ্রতিনিধিদের দ্বারেদ্বারে ঘুরছি। আশা করছি ভোটারদের সমর্থনে আমাকে আবারও সদস্য নির্বাচিত করবেন। এলাকার একজন ভোটার বলেন, আরজুনা কবির এর আগেও সদস্য পদে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছে,ভোটার ও সাধারণ অসহায় মানুষকে সহযোগিতা করেছে,যেকোন বিপদে আপদে পাশে রয়েছেন । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ১৭অক্টোবর নির্বাচনে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

    এবার ময়মনসিংহ-২ (সদর-গৌরীপুর-তারাকান্দা) সংরক্ষিত আসন এলাকায় দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজসেবিকা,জনদরদী, গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ নারী নেত্রী আরজুনা কবির। একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ১৭অক্টোবর তারিখ ভোট দিয়ে আবারও সদস্য পদে পেতে চায় নির্বাচনী এলাকার ভোটারা।

    আরজুনা কবির ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সবেক মহিলা বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। বিগত জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন সংরক্ষিত নারী সদস্য হিসেবে। ময়মনসিংহের কয়েকজন জনপ্রিয় রাজনীতিবিদ এমপি ও মন্ত্রীদের দিকনির্দেশনায় জেলা পরিষদ সদস্য হিসেবে এই সময়ে তিনি তার নির্বাচনী এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সার্বিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। সদর উপজেলার ঐতিহ্যবাহি রাজনৈতিক পরিবারের সদস্য আরজুনা কবির এর শশুর আব্দুল কাদির কাদু উপজেলার সাবেক ইউনিয়ন কেওয়াটখালি ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও স্বামী হুমায়ুন কবির ভুট্টো ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে ভুট্টো রাজনীতিতে সক্রিয় হন। সদর -গৌরীপুর ও তারাকান্দা উপজেলাসহ পাশ্ববর্তি এলাকাগুলোতে রয়েছে আরজুনা কবির ও তার স্বামী ভুট্টোর পরিবারের ব্যাপক পরিচিতি ও স্বচ্ছ ভাবমুর্তি।

  • মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো ১জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ

    মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো ১জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২ সেপ্টেম্বর গত রাতে ডাকাতির ঘটনায় জরিত আরো এক ডাকাত কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম ইন্তাজ আলী (৩৫)।সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাং-ডিগ্রীরচর (মোল্লাপাড়া) এলাকার মৃত-শকুর আলী @ শুক্কুর এর পুত্র। বৃহস্পতিবার ১৩ই অক্টোবর রাতে
    ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে থানার এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহার একটি টিম পাশ্ববর্তী গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা হতে টঙ্গী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। এর আগে ৩রা অক্টোবর সোমবার জামালপুর ও গাজীপুুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো: নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭), মো: বাদল ওরফে আসলাম (২৮) নামক আরো তিন ডাকাত কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। এনিয়ে মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় ৪ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

    সুত্র মতে জানা গেছে- গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়( নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) রুজু করা হয়।

    পুলিশ জানিয়েছে গ্রেফতার কৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান- মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অভিযান চালিয়ে এর আগে ৩ডাকাতকে গ্রেফতারের পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা হতে টঙ্গী থানা পুলিশের সহায়তায় ডাকাতির সহিত জড়িত আসামী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাং-ডিগ্রীরচর (মোল্লাপাড়া) এলাকার মৃত-শকুর আলী @ শুক্কুর এর পুত্র
    ইন্তাজ আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা সহ পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান- মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতার আমাদের পুলিশের টিম কাজ করছে।