Category: Uncategorized

  • ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

    রাসেল শেখ।
    গাজীপুর প্রতিনিধি
    গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৮৬০) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গত ০১ অক্টোবর সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের মতামত, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্য শহীদুল ইসলামকে (কার্ড নং-২৪২) আহ্বায়ক ও সাকিব হাসানকে (কার্ড নং-৭৪৪৫) যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন: শাহীদুল (কার্ড নং-৫৮৭), আরাফাত খাঁন টুটুল (কার্ড নং-৮০১০), রিয়াদ (কার্ড নং-৯২২), হাসান (কার্ড নং-১৪৮৩), আরজ আলী (কার্ড নং-৪১১), আলহাজ খাঁন (কার্ড নং-৭৫৬৩), জাহিদুল ইসলাম (কার্ড নং-৩৬২), আল-আমীন (কার্ড নং-৬৯৪৪), আব্দুল হালিম (কার্ড নং-৬৪৯৭), কোহিনুর আক্তার পরী (কার্ড নং-৬০৮) ও শিলা আক্তার (কার্ড নং-৬৯৮)।

    ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবনাটি পাঠানো হয়েছে ঢাকা বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কার্যালয়ের পরিচালক বরাবর। গত বুধবার (০৯ অক্টোবর) বিকেলে কমিটির অনুমোদনের জন্য এটি প্রেরিত হলে সংশ্লিষ্ট কার্যালয় তা রিসিভ করেন।

  • ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা  আহত ১২

    ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা আহত ১২

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে। এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।
    শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
    এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

  • কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    কালীগঞ্জে পরিবারের দাবি হ*ত্যা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার মদাতী ইউনিয়নের কিসমত এলাকায় নিজ বাড়ি থেকে আরফিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে । এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। এ ঘটনার পর স্বামী সম্রাট মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (৮ই অক্টোবর)২০২৪ইঙ মঙ্গলবার রাতে স্বামী সম্রাট মিয়ার সঙ্গে তার স্ত্রী আরফিনার কথাকাটাকাটির একপর্যায়ে সম্রাট রাগ করে স্ত্রীকে থাপ্পড় মারে। তখন স্ত্রীও রাগ করে অন্য ঘরে চলে যায়। সকালে স্বামী সম্রাট মিয়া বাহিরে চলে গেলে পরিবারের লোকজন আরফিনাকে ডাকাডাকি করে খোঁজাখুঁজি করে পাশের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    হাসমত উল্লাহ ।।

  • বন্দরটিলা থেকে নুসরাত জাহান  সাবিনা নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ

    বন্দরটিলা থেকে নুসরাত জাহান সাবিনা নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলিশানগর কাঁচা বাজার এলাকা থেকে মোসাঃ নুসরাত জাহান সাবিনা (২৫) নামের এক গৃহবধুর মরাদেহ উদ্ধার করা হয়েছে।

    আজ ৯ অক্টোবর রোজ বুধবার সকাল এগারোটার সময় বন্দরটিলা কাঁচাবাজারের পিছনে গলি,হানিফ ম্যানশন বিল্ডিং এর ৫, তলার ২৬ নং রুমের মধ্যে থেকে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি”র নির্দেশে তদন্ত কর্মকর্তা জামাল সহ একটি পুলিশের টিম এসে নুসরাত জাহান (সাবিনা”র) ঝুলন্ত লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এলাকাবাসীদের মুখে শুনা যায় এটা রহস্যজনক মৃত্যু, তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।

    নিহত গৃহবধুর গ্রামঃ-ভরীপাশা পোস্টঃ কেসপপুর থানাঃ বাউফল, জেলা পটুয়াখালী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে যানা যায়,এবং গৃহবধূর স্বামীর নামঃ মোঃ ইমরান হোসেন আকন পিতা মোঃ রমিজউদ্দিন আকন (কামাল)মাতাঃ মিসেস রিনা বেগম গ্রামঃ- শৌলজালিয়া ইউনিয়ন থানাঃ কাঁঠালিয়া জেলাঃ ঝালকাঠির বাসিন্দা। বর্তমান ঠিকানাঃ আলিশাহ নগর বন্দরটিলা কাঁচাবাজারগলি হানিফ ম্যানশন বিল্ডিং এর ৫, তলা ২৬নং রুমের ভাড়াটিয়া বলে জানান এলাকাবাসী,

    নিহতের খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

    নিহতের বিষয়ে ইপিজেড থানার তদন্ত কর্মকর্তা জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,

    ইপিজেড থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি,

    জনমনে প্রশ্ন এমন কি ঘটেছিল তার সাথে যে অকালে হারাতে হয়েছে সুন্দর তর তাজা একটি জীবন। ঘটনাস্থলের সকল রহস্য খতিয়ে দেখলে আসল রহস্য উদঘাটন হতে পারে এই আত্মহত্যার‌ বিস্তারিত আসছে চোখ রাখুন পরের সংবাদে।

  • ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয় বন্ধে সুজানগরে লিফলেট বিতরণ

    ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয় বন্ধে সুজানগরে লিফলেট বিতরণ

    এম এ আলিম রিপন ঃ রবিবার(১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়ে মাছটি ধরা ও বিক্রি বন্ধে লিফলেট বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার পাবনার সুজানগর উপজেলার চলনা, নিশ্চিন্তপুর, সাতবাড়িয়া, গোয়াড়িয়া, ভিটবিলা ও সুজানগর পৌর মাছ বাজার, নাজিরগঞ্জ ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশোধিত আইন ১৯৮৫ এর রুলস ১৩ এর ১ ধারা অনুযায়ী উল্লেখিত সময়ে সব প্রকার ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়,বিনিময়সহ সংশ্লিষ্ট কার্যক্রম আইনগত দন্ডনীয় অপরাধ। চলতি বছরের রবিবার(১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময় ইলিশ সংরক্ষণ অভিযান সরকার ঘোষণা করেছে। ঘোষিত সময়সীমার মধ্যে ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, ইলিশ সংরক্ষণ অভিযানে সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌ পুলিশ নিয়োজিত থাকবে। যদি কেউ আইন অমান্য করে তাহলে আইন অমান্যকারীর বিরুদ্ধে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে। তাই অবৈধ ইলিশ মাছ আহরণ ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে এবং এ সংক্রন্ত তথ্যাদি স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে জানিয়ে জাতীয় মাছ ইলিশ রক্ষায় নিজেকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়া প্রতিনিধি।। পটিয়ায় বসতঘর নিমার্ণে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এক পর্যায়ে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলায় আহত হয়েছেন মোহাম্মদ রুবেল (৩০), মো: জাকির (৪০), জেসমিন আকতার (৩৫), রুবি আকতার (২৮)। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের মধ্যে জাকিরের মাথায় গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের পাঠানপাড়ায় একটি বসতঘর নিমার্ন কাজ শুরু করে। একই এলাকার সোলেমান, ইছহাক ও ইউসুফের নেতৃত্বে ৪০-৫০ জন অতর্কিতভাবে গিয়ে এক লাখ টাকা দাবি করে। বাকবিতন্ডার এক পর্যায়ে রুবেলের নিমার্নাধীন বসতঘরসহ স্থানীয় লোকজনের ১০টি ঘর ভাংচুর করে হামলাকারীরা চলে যায়৷

    ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানিয়েছেন, বসতঘর নিমার্নে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়েছে।

    পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, হামলা ও ভাংচুর সংক্রান্তে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পঞ্চগড়ে বিয়ের দাবিতে বিধবার অনশন

    পঞ্চগড়ে বিয়ের দাবিতে বিধবার অনশন

    মুুহম্মদ তরিকুল ইসলাম।। তেতূলিয়া প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের দাবিতে অনশন শুরু করছেন এক বিধবা মহিলা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের গফার উদ্দীনের ছেলে করিম উদ্দীনের বাড়িতে রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান নেন ওই বিধাব মহিলা। এ দিকে ওই মহিলার অবস্থান নেওয়ার সংবাদে করিম উদ্দীনকে তার বাড়িতে দেখতে পাওয়া যায়নি।

    করিম উদ্দীনের বাড়িতে ওই মহিলা অবস্থান নিলেও কিছু সময় পর তার ভাই আবু তাহেরের বাড়িতে গোপনে রাখেন ওই বিধবা মহিলাকে। সাংবাদিকরা ওই মহিলার বক্তব্য নিতে গেলে বাঁধা প্রদান করেন আবু তাহেরের পরিবারের সদস্য সহ ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন।

    ওই বিধবা মহিলার ছেলে জানান, আমার মায়ের সাথে তার অবৈধ সম্পর্ক আমরা সঠিক বিচার চাই। তার সাথে উপযুক্ত দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। আমার মায়ের মাথায় তারা এখন নানান ধরনের কু-বুদ্ধি দিচ্ছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা আমার মাকে মানে নিতে চাচ্ছে না। এখন কোন কু-বুদ্ধির ঠাই নেই আমাদের কাছে।

    স্থানীয়রা জানায়, তাদের অবৈধ সম্পর্কের কারণে ওই বিধবা মহিলা বিয়ের দাবিতে অনশন করছে। গণ্যমান্যরা সমাধান দিতে রীতিমত হিমশিম খাচ্ছে। এ দিকে ওই মহিলাকে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের উপস্থিতিতে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। সাংবাদিকদের সাক্ষাৎকারে ওই মহিলাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়নি এবং ঘরের ভিতরেও সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। বাধার সম্মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের।

    করিমের ছেলে জয় জানান, এটা পরিকল্পিত। উপযুক্ত তথ্য দিতে পারলে আমরা মেনে নিব। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুর জামান জানা, আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। জানা যায়, মেয়ে পক্ষের শর্ত মানতে নারাজ ছেলে পক্ষ।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, এখনো কোন পক্ষ অভিযোগ করেননি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

    সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

    শহিদুল ইসলাম,

    বিশেষ সংবাদদাতাঃ

    মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রধান সমন্বয়ক সাংবাদিক আরিয়ান হাসান লেনিনকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা।

    চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ২৪ আগষ্ট বিকাল ৫ টার সময় এই মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ করা হয়,

     
    চট্টগ্রামের নিউ মার্কেটে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ ও হামলার অভিযোগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিএমপির কোতোয়ালি থানায় ৩৫১ জনের নাম উল্লেখ ককে১০০০/১২০০ জনকে অজ্ঞাতো আসামি করে একটি মামলা দায়ের করেন আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন রাজীব (৪০)

     

    মামলাটিতে ৮৭। নাম্বারে সাংবাদিক আরিয়ান হাসান লেনিনকে আসামি করা হয় এবিষয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গণমাধ্যমকর্মীরা 

    এসময় সাংবাদিকরা বলেন আরিয়ান লেনিন আমাদের প্রধান সমন্বয়ক তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, ৫ ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনে সমন্বয়ক এবং নেতা হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন সাংবাদিক আরিয়ানার লেনিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কমিটি আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু প্রেততাত্মা ও দালাল চক্রান্ত করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে  দেওয়ার জন্য মিথ্যা মামলায় আমাদের আরিয়ান হাসান লেনিনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইসব মামলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না, বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলন চলছে চলবে।

  • কোটা বিরোধী আন্দোলনে সন্তান হারিয়ে দিশেহারা মা- প্রধানমন্ত্রী’র কাছে সহযোগিতা কামনা

    কোটা বিরোধী আন্দোলনে সন্তান হারিয়ে দিশেহারা মা- প্রধানমন্ত্রী’র কাছে সহযোগিতা কামনা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ॥
    দেশে কোটা আন্দোলনে নিহত হয়েছেন বানারীপাড়ার পূর্ব বেতাল গ্রামের আল আমিন রনি (২৪)।
    তিনি মা মেরনিা বেগম এবং ছোট ভাইকে নিয়ে ঢাকার মহাখালীর একটি বাড়িতে বসবাস করতেন। মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকা এবং নিজে দিনে একটি ওয়ার্কশপের পাশাপাশি রাতে ফুটপান্ডার ডেলিভারি ম্যানের কাজ করতেন রনি। বাড়িতে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

    নিহত রনির মা মেরিনা বেগম জানান, ঘটনার দিন দুপুরে মায়ের কাছ থেকে একশ টাকা নিয়ে বাসা থেকে বের হয় রনি। বিকেলে মা শোনতে পান কোটা আন্দোলনের সময় তাঁর সন্তান গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
    সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় রনি মৃত্যুবরণ করেন। রনির মামা রিয়াদ জানান, ‘বানারীপাড়ার চাখার শেরে বাংলা একে ফজলুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রনি। তার বাবা ছালাম ফকির মহামারি করোনার সময় মৃত্যুবরণ করেন । বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরে রনি। মা এবং একমাত্র ছোট ভাইকে নিয়ে ঢাকায় চলে যান।

    বাবার মৃত্যুর পর রনির মা এবং ছোট ভাইয়ের আশ্রয় হয় নানা-নানির ঘরে। সেখানে একটি টিনসেট বিল্ডিংও বানিয়েছেন তিনি। তবে ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি। আশা ছিল এ বছরই ঘরের সব কাজ শেষ করবেন। সেই আশা আর পুরণ হলো না। অকালে কোটাবিরোধী আন্দোলনে ঝড়ে গেলো তার প্রাণ।

    আল আমিন রনি সংসারে আয়ের একমাত্র উৎসই ছিল। তাকে হারানোর পর অন্ধকার নেমে আসছে পরিবারে। কিভাবে চলবে তাদের সংসার এ নিয়ে দুঃশ্চিন্তায় পরিবার। তাই দেশের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার জন্য আবেদন করছেন সন্তান হারা বিধবা মেরিনা বেগম।

  • আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস  হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর বিভিন্ন কর্মসূচী

    আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর বিভিন্ন কর্মসূচী

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে আজ ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হবে ।
    আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন এই স্লোগানকে সামনে নানা কর্মসুচি অনুষ্ঠিত হবে।
    দিবসটি উপলক্ষে আজ ১৭ মে শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেবেন অধ্যাপক ডা মো জাকির হোসেন, বিকাল ৩ টায় রংপুর জেলা স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে বিভিন্ন দিবস পালন, স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠানবৈঠক কর্মশালা নিয়মিত করে আসছে। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৬ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।