December 23, 2024, 2:59 am
এম এ আলিম রিপনঃপাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নরেশ-শেখর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং বিলাস কুমার পোদ্দার। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির, দেশের, পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ। নরেশ-শেখর পক্ষ থেকে এই যে বিনিয়োগ এটাও শ্রেষ্ঠ বিনিয়োগ, এখানে কোন মুনাফা নেই কিন্তু অমূল্য মুনাফা হলো কিছু শিক্ষিত মানুষ। মানবিক গুণাবলিসম্পন্ন ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে সফলতায় পৌঁছতে হলে তোমাদের পড়াশুনা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সমাজের ভাল কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। অনুষ্ঠানে বিলাস কুমার পোদ্দার তার বক্তব্যে বলেন, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে এ ধরণের আর্থিক সহায়তা প্রদান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সাফল্য ধরে রাখতে পারবে তাদের জন্য তার পিতা স্বর্গীয় নরেশ কুমার পোদ্দার ও তার ভাই গৌরাঙ্গ শেখর পোদ্দারের নামে প্রতিষ্ঠিত নরেশ-শেখর শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়ানো হবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।