December 23, 2024, 2:47 am
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এশিয়া ইট ভাটায় কাজ করতে গিয়ে মল্ডিং মেশিনে কাটা পড়ে মোঃ হাবেজ নামে ইটভাটার শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিক পার্শ্ববর্তী উপজেলা ভুয়াপুর চরবিহারি গ্রামের আবু সাইদের ছেলে।বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকাল ৮টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের অবস্থিত মেসার্স এশিয়া ইটভাটায় হাবেজ মল্ডিং মেশিনে ইট তৈরীর মাটি দেওয়ার সময় পা পিছলে পড়ে গেলে চলন্ত মেশিনের ভিতরে তার মৃত্যু হয়।আশে পাশের শ্রমিক এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিার্স ইনচার্জ(ওসি তদন্ত) সজল খান মুঠো ফোনে জানান আমাদের কাছে অভিযোগ করেননি এমন কি মামলাও হয়নি।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল প্রতিনিধি ।।