December 23, 2024, 2:11 am
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান নিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, আত্মকর্মী একেএম মনিরুজ্জামান , মঞ্জিলা বেগম প্রমুখ। আলোচনা শেষে নির্বাচিত ২জন আত্নকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নের্টওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিবৃন্দু।