Category: দেশজুড়ে

  • কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক কর্তৃক ভাতিজি দেড় মাসের অন্তঃসত্ত্বা

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক কর্তৃক ভাতিজি দেড় মাসের অন্তঃসত্ত্বা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ছাত্রদলের আহবায়ক কর্তৃক প্রতিবেশী ছোট ভাইয়ের মেয়েকে দেড় মাসের অন্তঃসত্ত্বার ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে। এই ঘটনায় এলাকায় চঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আয়েশা খাতুন (১৬)’র আট মাস আগে বিয়ে হয় একই ইউনিয়নের পশ্চিম বালাতারী গ্রামের জাহানুর ইসলাম (৩০)’র সাথে। জাহানুর ঢাকায় থাকার সুবাদে আয়েশা তার বাবার বাড়িতেই থাকতো। বাবার বাড়িতে থাকাকালীন প্রতিবেশী বড় চাচা রেজাউল ইসলাম রেজার (৩২) এর লালসার শিকার হন। রেজাউল ইসলাম রেজা ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক। এ ঘটনায় আয়েশা খাতুনকে গতকাল শুক্রবার ডিভোর্স দিয়েছে স্বামী জাহানুল ইসলাম। ডিভোর্সের পরে ১৬জুলাই বিকেলে রেজাউলের বাড়িতে গিয়ে অবস্থান নিলে রেজাউলের বাড়ির লোকজন গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। পরে পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নেয়ার জন্য বাড়ি থেকে ফুলবাড়ী থানায় যাওয়ার পথে স্থানীয় দেওয়ানী বিষয়টি ফয়সালা করে দেয়ার কথা বললে নাওডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ আমিনুল ইসলামের বাড়িতে অবস্থান নেয় আয়েশা খাতুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি গ্রাম পুলিশ আমিনুল ইসলামের বাড়িতে রয়েছে।

    আয়েশা খাতুনের মাতা আরজিনা বেগম জানান, আমার মেয়েটির যে জায়গায় বিয়ে হয়েছিল সেখানে সুখের সংসার করছিল। কিন্তু লম্পট রেজাউল আমার মেয়েটাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার অজান্তে আমার বাড়িতে শারীরিক সম্পর্ক করে পেটে বাচ্চা এনেছে। এ ঘটনায় জেনে আমার জামাই আমার মেয়েটাকে ডিভোর্স দিয়েছে। এখন আমার মেয়ের পেটে দেড় মাসের বাচ্চা এ বাচ্চার পরিচয় কি হবে? আমি এর সুষ্ঠু বিচার চাই।

    আয়েশা খাতুনের বাবা আমিনুল ইসলাম জানান, আমি গরিব মানুষ অতি কষ্টে আমার মেয়েটিকে বিয়ে দিয়েছি, কিন্তু রেজাউল আমার মেয়েটির এই সর্বনাশ করল আমি এর সুষ্ঠু বিচার চাই।

    আয়েশা খাতুন জানান, দীর্ঘদিন ধরে রেজাউল আমাকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করত। আমি বাড়িতে থাকা অবস্থায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আমার সাথে জোরপূর্ব শারীরিক সম্পর্ক করে। যার ফলে রেজাউলের সন্তান এখন আমার পেটে আমিও এর সুষ্ঠু বিচার চাই।

    অভিযুক্ত রেজাউল ইসলামের।মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

    নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী জানান, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় মেয়েটিকে তার স্বামী তালাক দিয়েছে। সংশ্নিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না ও অভিযোগও পাইনি।

  • নড়াইলে মহানবী (সা:)কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, বাবা আটক

    নড়াইলে মহানবী (সা:)কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, বাবা আটক

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে মহানবী (সা:)কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, বাবা আটক। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিষয়টি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে।
    এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে স্থানীয় লোকজন ৪-৫ টি বাড়িঘর এবং দিঘলিয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওইদিন সন্ধ্যার পর নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ।
    লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তা নেভানো সম্ভব হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
    লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে মন্তব্যের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মূল অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।
    এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। এ সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি) ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ও আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।

  • অনাবৃষ্টিতে  বরেন্দ্রঅঞ্চলের  ভূমি পুড়ছে, কৃষক কাঁদছে। আল্লাহ পানি দাও।

    অনাবৃষ্টিতে বরেন্দ্রঅঞ্চলের ভূমি পুড়ছে, কৃষক কাঁদছে। আল্লাহ পানি দাও।

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ খরতাপের দাপট দেখিয়ে আষাঢ় গেল। শ্রাবণ এলেও আসেনি প্রত্যাশিত বৃষ্টি। পুরো আষাঢ়জুড়ে ছিল প্রচন্ড তাপাদহ। সকালের সূর্যটা যেন উদয় হয় ৩২ ডিগ্রী সেলসিয়াসের আগুনের হল্কা নিয়ে। বেলা যত বাড়ে তাপ তত বাড়ে। উঠে যায় ৩৯ ডিগ্রী সেলসিয়াসে। চৈত্র বৈশাখের দহন চলেছে আষাঢ়জুড়ে। এমন তাপাদহ দেখে বোঝার উপায় ছিলনা আষাঢ় মাস।

    প্রচন্ড খরতাপে গোটা বরেন্দ্র অঞ্চলে কৃষকের লাগানো ফসল মরে যাচ্ছে, পুড়েছে প্রকৃতি, মানুষ, পশুপাখি, ফসলের ক্ষেত। এক অসহনীয় গুমোট অবস্থা। ফসলের ক্ষেত, অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠান কোথাও স্বস্তি নেই। মানুষ দর দর করে ঘামছে। এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের আসা যাওয়া পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। প্রচন্ড তাপাদহে কাহিল হয়ে পড়েছে বয়স্ক ও হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্তরা। হাসপাতালে বেড়েছে ডায়রিয়াসহ হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে।

    এ অঞ্চলের লাইফ লাইন পদ্মা নদীতে এবার এখনো পানি আসেনি। একদিকে বৃষ্টিহীনতা অন্যদিকে ভারতের ফারাক্কা দিয়ে পানি আটকে রাখার কারনে বিশাল বালিচরের নীচে চাপা পড়া মরা পদ্মা এখনো জেগে ওঠেনি। শুধু পদ্মা নয় তার শাখা নদ নদীগুলো প্রান পায়নি। বৃষ্টি না হওয়ায় খাল বিল ভরেনি। চারিদিকে চলছে পানির জন্য হাহাকার। মানুষ চাতক পাখির মত চেয়ে আছে আল্লাহর রহমতের বৃষ্টির দিকে।
    প্রচন্ড খরতাপের কারনে পদ্মার বিশাল বালিচর মানুষকে বিড়ন্বনায় ফেলেছে। দুপুরের আগে বালিচর তপ্ত কড়াইয়ে পরিনত হচ্ছে। তপ্ত বালি বাতাসে ভেসে এসে চোখে মুখে জ্বালা ধরাচ্ছে। সবচেয়ে কষ্টে আছে নদী তীরবর্তী মানুষ। নদীর তীরজুড়ে মাইলের পর মাইলজুড়ে দরিদ্র মানুষের বসতি। টিনের এসব বাড়ি ঘর দশ বারো ফুটের বেশী উচ্চ নয়। সেই টিনের চালা চুইয়ে যেন তাপ ঘরের ভেতরে নামছে। উপর দিকে তাপ অন্যদিকে গরম বালি মিশ্রিত বাতাস। জানালা নামক ঝাপও খোলা রাখা যায়না। ঘরের ভেতর এক দম বন্ধকর অবস্থা। সাধারনত চৈত্র বৈশাখে এমন অবস্থা হলে এখন জৈষ্ঠ আষাঢ়জুড়ে এমন অবস্থা চলছে। যেন খরার সময় আরো প্রলম্বিত হয়েছে। প্রবীনরা বলছেন এই পদ্মা ছিল আর্শীবাদের। বাতাসে এ নদীর পানি ছুঁয়ে এসে গায়ে শীতলতার পরশ দিত। আর এখন বাতাসে নদীর তপ্ত বালির ঝাপটা।

    এক সময়ে পদ্মা তীরের নির্মল আবহাওয়ার কথা ভেবে নগরীর পশ্চিমাঞ্চলে বৃটিশ আমলে নদীর তীর ঘেষে বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন, বিচারকদের আবাসস্থল গড়ে তোলা হয়। সার্কিট হাউস, জেলখানা, রিভার ভিউ স্কুল নামে পদ্মামূখী স্কুল এখনো কালের স্বাক্ষী হয়ে আছে। সব ঠিক আছে শুধু নেই প্রমত্ত পদ্মার সেই রুপ। ফারাক্কা ব্যারেজ দিয়ে তিলে তিলে মেরে ফেলা হয়েছে প্রমত্ত পদ্মাকে। এখনো বিহার অঞ্চলে ভারী বর্ষন কিংবা বন্যা না হওয়ায় মরা পদ্মায় বান ডাকেনি। ওপারে বন্যা হলে বরাবরের মত ফারাক্কার সবকটি গেট খুলে দেয়া হবে। ঠেলে দেয়া হবে বিপুল ঘোলা পানি। নাব্যতা হারানো কারনে চারিদিকে সৃষ্টি হবে বন্যা। শুকনো মওসুমে পানি না দিয়ে শুকিয়ে মারা আর বর্ষার সময় ডুবিয়ে মারার খেলা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে ভারতের পানি জল্লাদরা।

    এমন অবস্থা চলছে। যেন খরার সময় আরো প্রলম্বিত হয়েছে। প্রবীনরা বলছেন এই পদ্মা ছিল আর্শীবাদের। বাতাসে এ নদীর পানি ছুঁয়ে এসে গায়ে শীতলতার পরশ দিত। আর এখন বাতাসে নদীর তপ্ত বালির ঝাপটা।

    আষাঢ় শ্রাবন মাসে চরে ফুটবল খেলার দৃশ্য বলে দেয় পদ্মা করুন দশা। বৃষ্টিহীনতার নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে। বরেন্দ্র অঞ্চলের মাঠ পয্যায়ে গিয়ে দেখা যায় বোরো ধান কাটার পর এখন পর্যন্ত বীজতলা তৈরী করতে পারেনি। আমন আর শাকস্বব্জির বীজতলা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। প্রচন্ড খরতাপে সব নেতিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে আবহাওয়া সহনীয় হবার পর তারা চাষাবাদে নামবেন।

    রাজশাহী আবহাওয়া অফিস সূত্র মতে এখানে গত জুন মাসে সামান্য বৃষ্টিপাত হয়েছে। এরপর আর বৃষ্টির দেখা নেই। এখানকার সিনিয়র পর্য়বেক্ষক গাউসুজ্জামানের অভিমত রাজশাহীতে বিগত বছর গুলোয় বৃষ্টিপাতের পরিমান অনেক কমেছে। এটা জলবায়ু পরিবর্তনের কারনে হচ্ছে। গত ১৪ এপ্রিল তাপমাত্রা ছিল প্রায় বিয়াল্লিশ ডিগ্রী সেলসিয়াস। এখনো মৃদুতাপদাহ চলছে। তাপমাত্রা ৩৬/৩৯ ডিগ্রী মেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাছাড়া আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করছি। সে তুলনায় গাছ লাগানোর পরিমান কম। পানির আধার বিশেষ করে পুকুরগুলো ভরাট হতে হতে পুকুরশূন্য হতে চলেছে। তাছাড়া নদীর নাব্যতা কমেছে। সব মিলিয়ে জলবায়ুর উপর নেতিবাচক প্রভাবের কারনে আবহাওয়ার খাম খেয়ালিপনা বাড়ছে। বৃষ্টির পানির জন্য মাঠে মাঠে কৃষকের হাহাকার, বিদ্যুতের লুকোচুরির কারণে ডিপটিউল গুলোতে কৃষকদের দিন রাত সব সময় লম্বা লাইন দেখা যাচ্ছে।

    রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আব্দুল্লাহ মামুন জানান, আমি সাড়ে ১০ বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছি। টানা প্রায় ২০ দিন ধরে বৃষ্টি না হওয়ায় আমার ধানের জমিতে পানি শুকিয়ে জমি ফেঁটে চৈচির হয়ে গেছে। ডিপ-টিউবওয়েল থেকে পুরো জমিতে পানি দিয়ে তা কভার করা সম্ভব হচ্ছে না। একদিন পর পর জমিতে পানির প্রয়োজন হচ্ছে। ফলে বৃষ্টির পানি ছাড়া ফসল বাঁচানো অসম্ভব হয়ে পড়বে বলে জানান এই কৃষক।

    মহিশালবাড়ী এলাকার শামসুল ইসলাম নামের অপর কৃষক জানান, বর্তমান সময়টা কৃষক আকাশের বৃষ্টির নির্ভর করে আবাদ করে থাকে কিন্তু আষাঢ় মাস শেষ হয়ে গেলেও বৃষ্টির কোন দেখা নাই। ফলে বৃষ্টির অভাবে পুরো আবাদ করতে পারিনি। ডিপ-টিউবওয়েলেও পানি সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না ফলে আবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বলে এই কৃষক জানান।
    তানোর উপজেলার কৃষক রফিকুল জানান, বর্তমান যে খড়া এমন অবস্থান ধানের জমিতে প্রচার পানির প্রয়োজন হয়ে পড়ছে। শ্রীঘ্রই বৃষ্টির পানি না হলে ফসল বাঁচানো দুষ্কর হয়ে পড়বে বলে তিনি জানান।
    চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কৃষক আতাউর রহমান জানান, বৃষ্টির কারণে আমরা আবাদ শুরু করতে পারিনি। আমাদের সব জমি ডিপ-টিউবওয়েলের আওতায় না হওয়ার করনে বেশকিছু জমি আবাদ শুরু করতে পারিনি। আকাশের দিকে তাকিয়ে আছি কখন বৃষ্টি হবে তখনই আবাদ শুরু করবো।

    গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা বলেন, এবার উপজেলায় ২৪ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতবার ২৪ হাজার ৯৭৫ হেক্টর ছিলো। বৃষ্টির কারনে অনেক কৃষকের আবাদ বন্ধ আছে আবার যাদের আবাদ করা হয়েছে তাদের পানির সংকট থাকায় জমিতে পানি শুকিয়ে যাচ্ছে।
    এসব সমস্যা নিয়ে আমরা বিএমডিএর সাথে কথা বলেছি তারা যাতে কৃষকদের সময় মতো পানি দেয়। তবে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ না দিয়ে পারায় কৃষকরা বিপদে পড়ছে। যেহেতু এটা প্রাকৃতিক বিষয় তাই বৃষ্টি না হলে কৃষকদের পানির সমস্যা সহসা সমাধান করা সম্ভন নয়।

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. তৌফিকুর রহমান জানান, এবার রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার ৫০ হেক্টর। এখন পর্যন্ত জেলায় ৩ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। গতবার আবাদ হয়েছিলো ৭৭ হাজার ৩২৫ হেক্টর ।

    রাজশাহী অঞ্চলে টানা ২০ দিন বৃষ্টি নাই ফলে কৃষকরা সময়মত আবাদ শুরু করতে পারেনি। আমরা বিএমডিএর সাথে কথা বলেছি কৃষকদের ঠিক মত যাতে পানি সরবরাহ করে। অনাবৃষ্টির কারণে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের কোন ক্ষতি হয়নি । আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আশাকরা যায় অতিদ্রুত পানির সমস্যা কেটে যাবে । এদিকে গোদাগাড়ীতে বৃষ্টির জন্য ধর্মপ্রান মানুষ আল্লাহর দরবারে ইস্তেকার নামাজ আদায় করছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা সেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি

    নড়াইলে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা সেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ২৮ দিন পর রোববার (১৭ জুলাই) থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানান, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় রোববার কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। গত ১৮ জুন কলেজে সৃষ্ট ঘটনার পরদিন থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ঈদুল আযহাসহ অন্যান্য ছুটিও ছিল।
    এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস অন্তরালে আছেন। এখনো বাড়িতে থাকছেন না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি।
    তবে তার মা বনলতা বিশ্বাস বলেন, আমার ছেলেকে (স্বপন বিশ্বাস) জুতার মালা পরিয়ে যেভাবে অপমান-অপদস্ত করা হয়েছে, তাতে সবাই লজ্জিত। এ ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন পর্যায়ে তদন্ত হয়েছে। আমার ছেলে কলেজে গেলে তাকে স্ব-সম্মানে মর্যাদা দিতে হবে। ভালোবাসা ও মর্যাদা দিয়ে ফুলের মালায় বরণ করে নিলেই কলেজে যোগদান করবে সে। এটাই আমার চাওয়া।
    স্বপন বিশ্বাসের মা বনলতা আরো বলেন, আমরা মানসিক ভাবে অনেক দুর্বল। তাই সামাজিক ভাবে চলাফেরা করতে কষ্ট হয়।
    অন্যদিকে, মির্জাপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে বরণ করে নিতে প্রস্তুত।
    এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অচিন চক্রবর্ত্তী বলেন, অধ্যক্ষকে রোববারই কলেজে যোগদান করতে অনুরোধ করেছি। আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে প্রস্তুতও আছি।
    এ ব্যাপারে বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনিসুর রহমান বলেন, কলেজে অনাকাক্সিক্ষত ঘটনার কারণে অনেকদিন কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতি হচ্ছে। রোববার কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করার প্রস্তুতি নিয়েছি। আশা করছি, রোববার থেকে সুষ্ঠু সুন্দর ভাবে কলেজের কার্যক্রম পরিচালনা হবে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত পাঁচজন রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

  • রাণীশংকৈল কলেজ মসজিদের ইমাম গ্রেফতার মসুলিদের মধ্যে ক্ষোভ

    রাণীশংকৈল কলেজ মসজিদের ইমাম গ্রেফতার মসুলিদের মধ্যে ক্ষোভ

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে কলেজ মসজিদের ইমামের বিরুদ্ধে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড ভূক্ত করেছে থানা পুলিশ। পরদিন শনিবার এজাহার নামীয় ইমাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। যা নিয়ে ক্ষোভের স ার হয়েছে মুসল্লিদের মধ্যে।
    স্থানীয়রা জানায়, সম্প্রতি প্রাচীর নির্মাণ কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল যা নিয়ে পৌর মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। এতে সাইদুর ও শামিমা আকতার আপোষ মিমাংসায় হাজির হয়নি। গত ১৪জুলাই কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে একপক্ষে শামিমা আকতার (৪০) অপর পক্ষে রুনা আক্তার ও আব্দুর সুভান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৫ জুলাই রাতে উপভয় পক্ষে পৃথক ২টি এজাহার দাখিল করে। কিন্তু থানা পুলিশ তদন্ত ছাড়াই সাইদুরের অভিযোগ আমলে নিয়ে সাংবাদিকের জামাই কলেজ মসজিদের ইমাম মজিবর রহমান কে গ্রেতার করে জেল হাজতে পাঠিয়েছে।
    এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর ইসাহাক আলী বলেন, ইমাম সাহেব একজন শান্তপ্রিয় লোক তাকে গ্রেফতার করা ঠিক হয়নি। তাছাড়া প্রাচীরের ঘটনায় পৌরসভা থেকে আপোষ মিমাংসা ডাকা হয়েছিল সাইদুরের লোকজন হাজির হয়নি।
    পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জানি যেহেতু উভয় পক্ষে মারপিটের শিকার হয়েছে দূ পক্ষের অভিযোগ আমলে নেওয়া উচিৎ ছিল। একপক্ষের অভিযোগ আমলে নিয়ে পুলিশ পক্ষ পাতিত্বের প্রমান দিয়েছে।
    মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই এরশাদ আলী বলেন, মামলা রেকর্ড হওয়ার পর আসামি প্রকাশে ঘুরে বেড়াবে এটা ঠিক নয়। তবে অভিযোগটি তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা নিয়ম আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, মামলা রেকর্ড করে পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমাকে দিয়েছে আমি এরপর খোঁজখবর নেই। তবে পিও ভিজিট এখনো করা হয়নি।
    এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মামলা যে কেউ তদন্ত করতে পারে । অভিযোগটি এসআই বদিউজ্জামান তদন্ত করছে। আর তদন্তকারি কর্মকর্তা করা হয়েছে এসআই এরশাদকে এটা কোন ব্যপার না।

    এস আর মানিক
    রাণীশংকৈল, ঠাকুরগাঁও

  • ট্রাকচাপায় নিহত মায়ের পেট ফেটে জন্ম নিল নবজাত শিশু

    ট্রাকচাপায় নিহত মায়ের পেট ফেটে জন্ম নিল নবজাত শিশু

    ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। বাচ্চাটি সুস্থ আছে। বর্তমানে বাচ্চাটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বামী জাহাঙ্গির আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সানজিদা। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়।

    জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গির। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায়। তবে, আশার কথা হলো, নবজাতক বেঁচে আছেন। তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে।

    ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত স্বামী-স্ত্রী ও তাদের ৫ বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আলট্রাসনোগ্রাফি করাতে এসেছিল। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা শিশু চাপ খেয়ে সড়কেই প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা  আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে হরিপুরে উপজেলায় বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানাযায়,এ উপলক্ষে হরিপুর উপজেলা হলরুমে সম্প্রতি যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম বক্তব্য রাখেন।এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, ওসি তাজুল ইসলাম, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও মোতাহারা পারভীন সুমি প্রমুখ।

    আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তা, বিজিবি কমান্ডার, জনপ্রতিনিধি সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

    উক্ত সভায় সকলের সহযোগিতায় বর্তমান অবস্থার থেকে আইন-শৃংখলা আরো জোরদার করার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা হয়।

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ”র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ”র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএস এফ)এর ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
    শুক্রবার (১৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া বটতলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, লিফলেট বিতরণ, কেক কাটা,আলোচনা সভা ও দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
    ময়মনসিংহ জেলার নবগঠিত বিএমএসএফ’র সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারি শিখা,প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএমএসএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল প্রমুখ।
    এ সময় আরো উপস্হিত ছিলেন সাপ্তাহিক আল মিনার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হেলাল, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আজহারুল আলম,আজকের খবর এর আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, ঢাকার ডাক,সুমন ঘোষ, তথ্য প্রতিদিন, আজকের বাংলাদেশের সেলিম আকন্দ, বাংলা ৭১ এর নিহার রন্জন কুন্ডু,বর্তমান দিন এর মুখলেছুর রহমান, সাপ্তাহিক পারাপার পত্রিকার খালেকুজ্জামান পারভেজ বুলবুল, অপরাধ জগত, তসলিম সরকার, বিশ্ব বাংলা ভিশন,দীপক চন্দ্র দে,বাংলাদেশ সমাচার এর আবু জর গিফারি জাফর,অপরাধ বিচিত্রা, সারোয়ার কবির ফাহাদ,একুশ ৭১ এর আতিকুর রহমান এলিম,চ্যানেল এস আরিফুল ইসলাম হাবিব,ঈষিকা,মাসুদ রানা,৭৫ বাংলাদেশ কামরুজ্জামান কামরুল, এটিভি মোশাররফ হোসেন, এশিয়ান টিভি তাসলিমা আক্তার রত্না,মাটি ও মানুষ হেলেনা আক্তার,দূর্জয় বাংলা, নুরুন্নাহার মুক্তি,উর্মি বাংলা, আব্দুল হাকিম,সাংবাদিক আতাউর রহমান বাবুল,দীলিপ,শিমুল আহম্মেদ, শেখ সোহেল, নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এ সময় বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী ও অধিকার এবং মর্যাদা রক্ষায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

  • পানছড়িতে ২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের বই বিতরণ

    পানছড়িতে ২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের বই বিতরণ

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন বরাবর আবেদনকারী দুজন জন গরীব মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণির পাঠ্যবই বই বিতরণ করা হয়েছে।।

    শনিবার (১৬ জুলাই) সকাল ১১টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে এই বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠন এর উপদেষ্টা বিজয় কুমার দেব।

    এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ওবায়দুল হক আবাদ,সভাপতি মতিউর রহমান,,সহ সভাপতি অরুণ কুমার শীল, সাধারণ সম্পাদক মিঠুন সাহা,অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, এইছাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,সদস্য,মানিক সাঁওতাল, ইমরান খান,হেলাল উদ্দিনসহ সংগঠন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিজয় কুমার দেব মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।এই সময় তিনি আরও বলেন,ঈদুল আজহায় এই সংগঠনের পক্ষ থেকে দরিদ্র পরিবারকে যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে তা খুবই প্রশংসনীয়। আমি সংগঠন এর সাফল্য কামনা করি।

  • পটিয়ার বড়লিয়া ইউনিয়ন ০৯নং ওয়ার্ড আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন

    পটিয়ার বড়লিয়া ইউনিয়ন ০৯নং ওয়ার্ড আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়ার বড়লিয়া ইউনিয়ন ০৯নং ওয়ার্ড আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন এর মধ্য দিয়ে সম্পূর্ণ হল ওয়ার্ড কমিটি।
    বড়লিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আজ মেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়…সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শামশুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক লায়ন ইউনুস তালুকদার, পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মোঃ ইকবাল চৌধুরী, মোঃ মোরশেদুল আলম চৌধুরী।
    উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী (চন্দন), প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য গিয়াস উদ্দিন শরীফ, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি বখতেয়ার উদ্দিন, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবুল কাসেম তালুকদার, মাস্টার দিদারুল আলম, ০৯নং ওয়ার্ড আওয়ামিলীগের নবনির্বাচিত সভাপতি শংকর দত্ত, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন তালুকদার, আওয়ামিলীগ নেতা মহিম উদ্দিন জাবেদ, যুবলীগ নেতা মহিম উদ্দীদ, সাবেক ছাত্রনেতা
    মহিউদ্দিন, মোশারফ হোসেন মাসুদ, সাজ্জাদ হোসেম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ কায়ছার হামিদ, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান বাবু. যুবনেতা নাঈমুর রহমান, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নোবেল দাশ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো রায়হান উদ্দিন, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর ১নং যুগ্ম আহ্বায়ক আল সায়েম, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শওকত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।