Category: দেশজুড়ে

  • নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:

    নড়াইলের মৎস্য প্রজনন কেন্দ্রটিতে রেনু পোনা উৎপাদন বন্ধ রয়েছে দুই যুগেরও বেশী সময় ধরে। জনবল সংকট, পুকুরের পানি শুকিয়ে যাওয়াসহ নানা কারণে প্রতিষ্ঠানটি উৎপাদনে যেতে পারছে না। হ্যাচারির ব্যবহৃত জিনিসপত্র অযত্ন ও অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে। স্থাপনাটি পরিণত হয়েছে বখাটেদের আড্ডা আর গবাদি পশুর চারণ ভুমিতে।
    আশির দশকে নড়াইল-যশোর মহাসড়কের পাশে ৯ একর ৭৫ শতক জায়গার ওপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। ১৯৯৬ সালে কেন্দ্রটিতে মা মাছ থেকে পোনা উৎপাদিত হয়। এরপরে আর পোনা উৎপাদনে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে এই কেন্দ্রের ৮টি পুকুর। বছরের অর্ধেক সময়ই পুকুরে পানি থাকে না।
    ৫ টি পদের বিপরীতে কেন্দ্রটিতে বর্তমানে মাত্র দু’জন কর্মরত আছেন। রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে প্রজনন কেন্দ্রটির পাম্প, মটর, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হয়। বহিরাগতদের অবাধ প্রবেশের ফলে নিরাপত্তার অভাব রয়েছে।
    মৎস্য চাষিরা জানান, এই খামার স্থানীয় মৎস্যজীবীদের কোনো কাজে আসছে না ।
    জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। উৎপাদন হয় ২২ হাজার মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। জেলায় চিংড়িসহ মাছের খামার আছে ১৩ হাজার। এসব খামারে প্রতি বছর প্রায় ৪ কোটি মাছের পোনার চাহিদা রয়েছে।

  • নড়াইলে সাহা পাড়ায় মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

    নড়াইলে সাহা পাড়ায় মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

    উজ্জ্বল রায়: নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে।নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মাকফুর রহমানের গ্রেফতারকৃত ৫জনের বিরুদ্ধে আদালতে ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে লোহাগড়া আমলি আদালতের বিচারক মোরশেদুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ রিমান্ড আজ থেকে কার্যকর হচ্ছে। যেসব আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮) ও লুটিয়া নরসিংগাপুর গ্রামের কবির গাজী (৪০), তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাইদ শেখ (২৫), বাটিকাবাড়ি গ্রামের বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০) এবং বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্যার ছেলে মাসুম বিল্লাহ (৩২)। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, প্রথম দুজনকে ১৭ জুলাই এবং পরের তিনজনকে সোমবার (১৮ জুলাই) গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে রোববার (১৭জুলাই) বিকেলে বাড়ি ও মন্দির ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ইতোপূর্বে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ১৫ জুলাই রাতে দীঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে লোহাগড়া থানায় দিঘলিয়া সাহা পাড়ার বাসিন্দা কলেজ ছাত্র আকাশ সাহার নামে একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে খুলনা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার আদালত আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তির ঘটনায় শুক্রবার (১৫ জুলাই) উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের ৬টি দোকান ভাংচুর করে । একটি মন্দিরে আগুন দেওয়াসহ তিনটি মন্দির ভাংচুর করে । এছাড়া সাহাপাড়ার ৫টি বসতবাড়ী, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় স্থানীয় ইউপি মেম্বর, এক শিক্ষকসহ ৩জন আহত হয়।

  • নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক

    নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী মৃত্যু ট্রাক আটক চালক পালাতক।
    নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এম এ হাকিম (১৬) নিহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে নিহত হাকিম ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে। এ দুর্ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ’র ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদসহ দু’জন গুরুতর আহত হয়েছে।
    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র একদিন আগে রবিবার হাকিমকে তার বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে যোগে হাকিম সোমবার বিকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।
    এ বিষয়ে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে সাহাপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, নড়াইল দুই আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম‌, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

    ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউপির মান্দারতলা ও জাগুসার মাঝামাঝি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহানুর রহমান (৪০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আরো ২ জন মারাক্তত ভাবে আহত হয়েছে। নিহত শাহানুর রহমান পেশায় এসি’আই ফুড় লিমিটেড কোম্পানীতে কর্মরত ছিলেন। তার পিতার নাম মুন্সি খলিলুর রহমান।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুরের অভিমুখ থেকে জাগুসার বাজার অতিক্রম কালে নেপা গ্রাম থেকে আসা অপর মোটরসাইকেলটি মান্দারতলা বাজার পারাপারের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে।

    স্থানীয় এলাকাবাসী ছুটে এসে একজনকে নিহত দেখতে পাই। অপর মোটরসাইকেলের দুজনে মারাত্মক আহত হয়ে ছটফট করছিল। আহত ব্যক্তিদের দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দ্রত যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফাড করেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    এব্যাপারে মহেশপুর থানার ওসি মোঃ-সেলিম মিয়া বলেন দুর্ঘটনার সংবাদ শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠায়। অভিযোগ না থাকার কারণেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

  • সুবর্ণচরে কিশোরীকে অপহরণের পর ৭ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১

    সুবর্ণচরে কিশোরীকে অপহরণের পর ৭ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১

    রফিকুল ইসলাম সুমন ( নোয়াখালী)

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক কিশোরীকে (১৭) জোরপূর্বক অপহরণ ও পরে একটি বাড়িতে সাত দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার দিবাগত রাতে জাহাজমারা এলাকার প্রভিটা ফ্যাক্টরির সামনে থেকে অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ জুলাই সন্ধ্যায় জাহাজমারা এলাকার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয় ওই কিশোরী। সন্ধ্যা ৭টার দিকে সে চেওয়াখালী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি সিএনজিতে তুলে তাকে অপহরণ করে প্রথমে জেলা শহর মাইজদীর দিকে নিয়ে যান নাজিম উদ্দিন। পরে নাজিম ওই কিশোরীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন এবং ১০ জুলাই রোববার রাত থেকে ১৬ জুলাই পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

    শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে নিয়ে পুনরায় জাহাজমারা এলে তার এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে বিষয়টি থানায় জানায় ভুক্তভোগীর পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • বানারীপাড়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৯ জুলাই সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারী সংস্থা রুপান্তরের অপরাজিতা প্রকল্পের উদ্যোগে নারীর অধিকার এবং অংশ গ্রহণ বিষয়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। রুপান্তর জেলা সমন্বয়কারী নুর-ই-আজম হায়দারীর সঞ্চালনায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সম্পাদক ও ইউপি সদস্য সন্ধ্যা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজীম, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া, সংবাদ কর্মী আব্দুল আউয়াল, সদর ইউনিয়নের অপরাজিতার সম্পাদক রুবিনা আক্তার, ইউপি সদস্য মনোয়ারা বেগম, রুপান্তর উপজেলার সমন্বয়কারী বিলকিস খানম প্রমূখ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • কুমিল্লার ডিসি কামরুল হাসান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্তিতে কুমিল্লা বাসির অভিনন্দন

    কুমিল্লার ডিসি কামরুল হাসান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্তিতে কুমিল্লা বাসির অভিনন্দন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর জন্য দলগতভাবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্যাটারিতে তিনি এ পদক পাচ্ছেন।
    মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহাদাৎ হোসেন। তিনি জানান, সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত একটি চিঠি পাই। সেখানে এ তথ্য জানানো হয়।
    আগামী ২৩ জুলাই বেলা ১১ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক ২০২২ পদক প্রদান করা হবে। সে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    যে কারণে জনপ্রশাসনের জন্য মনোনীত হন কুমিল্লা জেলা প্রশাসকঃ সারাদেশে প্রথমবারের রোবটিকস স্কুল প্রতিষ্ঠা করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পাশাপাশি পুরো জেলায় ১০৮ টি রোবটিকস ও প্রোগ্রামিং ক্লাব রয়েছে।
    রোবটিকস ও প্রোগ্রামিং এর এই কাজগুলোতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি টিম কাজ করেছে। টিমের অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি, সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা ও ফাহিমা বিনতে আখতার।
    পদকের জন্য চূড়ান্ত মনোনীত হওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার অনুভূতি জানান। তিনি বলেন, আমি চতুর্থ শিল্প বিপ্লবকে লক্ষ্য রেখে কুমিল্লার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রোবটিকস ও প্রোগ্রামিংয়ের উদ্যোগ নেই। কারণ আগামীদিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা হবে প্রযুক্তির মাধ্যমে। তাই বর্তমান প্রজন্ম যেন এখন থেকেই নিজেদের প্রতিযোগিতাময় বিশ্বের জন্য প্রস্তুত করতে পারে সে লক্ষ্যেই রোবটিকস ও প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করি। তাতে অভূতপূর্ব সাড়াও পেয়েছি।
    পদকের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কাজের স্বীকৃতি পেলে উৎসাহ জাগে। আমি এই জন্য কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আমার টিমকে। যারা এ কাজে আমাকে সব সময় সর্বাত্মক সহযোগিতা করেছে।

  • ময়মনসিংহের ১১ উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে  ঘর পাচ্ছে ২৮৭ গৃহহীন পরিবার

    ময়মনসিংহের ১১ উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ঘর পাচ্ছে ২৮৭ গৃহহীন পরিবার

    আরিফ রববানী,ময়মনসিংহ
    মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নিয়ে সমগ্র দেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে মুজিববর্ষে জমিসহ সেমিপাকা ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

    সেই লক্ষ বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন সংক্রান্তন এই প্রেস ব্রিফিং করেন ময়মনসিংহ জেলা প্রশাসক।

    মঙ্গলবার (১৯শে জুলাই) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত প্রেস বিফিং করেন জেলা প্রশাসক মোহান্মদ এনামুল হক।

    জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে আয়োজিত প্রেস কনফারেন্সে এ সময় প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস উপস্হিত ছিলেন। তিনি বলেন, ৩য় পর্যায়ে ২য় ধাপে ১১টি উপজেলায় ২৮৭ টি ঘর হস্তান্তর করা হবে।

    আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী গনভবন থেকে সকালে ১০ টায় ভার্চুয়াল মাধ্যমে সরাসরি ময়মনসিংহ নান্দাইল উপজেলার চরভেলামারী আশ্রয়ণ প্রকল্পে -২ এর জমি ও গৃহহস্তান্তর কার্যক্রম শুভ উদ্ধোধন করবেন । প্রতিটি গৃহ ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমি সহ সেমিপাকা গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল, নামজারীর খতিয়ান প্রদান করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

    আগামী ২০২২-২৩ অর্থবছরে অবশিষ্ট ১৪০৩ টি গৃহহীণ পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে।

    এ সময় উপস্হিত ছিলেন ডিডিএলজি জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী মানব সম্পদ ও উন্নয়ন মো. নজরুল ইসলাম, এডিসি রাজস্ব মোঃ পারভেজুর রহমান, নান্দাইলের ইউএনও আবুল মনসুর, ডেপুটি কালেকটর রেভিনিউ মোঃ তরিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

  • ময়মনসিংহ সদরে ঘর পাচ্ছে আরও ৫৫ভূমিহীন-গৃহহীণ পরিবার

    ময়মনসিংহ সদরে ঘর পাচ্ছে আরও ৫৫ভূমিহীন-গৃহহীণ পরিবার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলার সদর উপজেলায় আরো ৫৫ জন ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর । মঙ্গলবার (১৯জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের
    ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত প্রেস কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ।

    মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নিয়ে সমগ্র দেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে মুজিববর্ষে জমিসহ সেমিপাকা ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

    সেই লক্ষ বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন সংক্রান্ত এই প্রেস ব্রিফিং করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন সংক্রান্ত এই প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

    তিনি বলেন, ৩য় পর্যায়ে ২য় ধাপে ময়মনসিংহের ১১উপজেলার ১১টি উপজেলায় ২৮৭ টি ঘর হস্তান্তর করা হবে। তার মাঝে সদর উপজেলায় ঘর পাবে ৫৫জন। এসব ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এর আগেও সদরে ৬৫টা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা জানান- গত ২০-২০২১ অর্থ বছরে ৩২৫টা, ২০২১-২২অর্থ বছরে ৬৫+৫৫ মোট ১২০ টা উপজেলায় সর্বমোট-৪৪৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর দেওয়া হয়েছে।

    আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী গনভবন থেকে সকালে ১০ টায় ভার্চুয়াল মাধ্যমে সরাসরি ময়মনসিংহ সদর ও নান্দাইল উপজেলার চরভেলামারী আশ্রয়ণ প্রকল্পে -২ এর জমি ও গৃহহস্তান্তর কার্যক্রম শুভ উদ্ধোধন করবেন । প্রতিটি গৃহ ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমি সহ সেমিপাকা গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল, নামজারীর খতিয়ান প্রদান করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে।