Category: দেশজুড়ে

  • আজ নাফিসা ইসলাম রোজার শুভ জন্মদিন

    আজ নাফিসা ইসলাম রোজার শুভ জন্মদিন

    রাত যায় দিন আসে,
    মাস যায় বছর আসে,
    সবাই থাকে সুদিনের আশায়,
    আমি থাকি তোমার জন্মদিনের আশায়…
    শুভ জন্মদিন।। নাফিসা ইসলাম রোজা।।

    🔶 আলহামদুলিল্লাহ, আজকে সাংবাদিক মোঃ রিফাত ইসলাম মৃধার একমাত্র মেয়ে নাফিসা ইসলাম রোজার শুভ জন্মদিন।।।।

    বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন।।
    নাফিসা ইসলাম রোজা যেন মানুষের মতো মানুষ হতে পারেন।

    👉 নাফিসা ইসলাম রোজাকে মহান আল্লাহ তায়ালা ৭টি বছর হায়াত দান করেছেন
    🔶 সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ তায়ালা যেন ওর হায়াতকে দীর্ঘায়িত করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, নেককার ও পরহেজগার বান্দি হিসেবে কবুল করে, ইলমেদ্বীন শিক্ষা করে দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করেন, ঈমানী হালত নিয়ে বেচে থাকার তৌফিক দান করে।
    🔶

  • স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পটিয়ায় মানববন্ধন

    স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পটিয়ায় মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তিঃ পটিয়ার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় পটিয়ায় মহাসড়কের শাহগদী মার্কেট এলাকায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত এবং পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
    পলাশ ধর,বক্তব্য রাখেন বিশ্বজিত দাশ,আবু মেম্বার, রিকু ধর,মাইকেল ধর,সুমন ধর,নোবেল ধর,রানা ধর,শ্যামল ধর,স্বপন মাষ্টার, রাজু ধর, চিএা ধর, শুক্লা ধর,অর্পণ ধর সহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, ‘আজ মানুষের মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস দেখাচ্ছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়বে।’

  • পটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন

    পটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধিঃ চিহ্নিত মাদক ব্যবসায়ী,কিশোর গ্যাং লিডার ডালিম গং কতৃক পরিকল্পিত হামলার প্রতিবাদে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মাজার গেইটে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নুর মোহাম্মদ মেম্বারের সভাপতিত্বে
    এতে বক্তব্য রাখেন, সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি,
    জাহাঙ্গীর সওদাগর,নুর মোহাম্মদ সওদাওর, আলমগীর বাদশা,
    হাসেম মেম্বার, আবদুস সবুর,আবুল বশর, আবু তাহের, ইয়াকুব আলী,লোকমান হোসেন বাপ্পা সহ শতশত ভুক্তভোগী মানুষ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাদক বিক্রি সেবন বন্ধ করতে হবে, সমাজের প্রতিটি নাগরিককে এব্যাপারে সজাগ দৃষ্টি রাথতে হবে। মাদকের মতো আরেকটি ভয়ংকর ব্যাধী হলো কিশোর অপরাধ। পারিবারিক নৈতিক শিক্ষার অভাবে কিশোররা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, তাদেরকে সুপথে ফেরাতে হলে সবার আগে মা বাবা তথা পরিবারকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক মন্ডলীসহ সবাইকে কিশোর শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষার প্রতি ধাবিত করে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে সুপরামর্শ দিতে হবে।
    সমাজের প্রতিটি নাগরিক নিজের অবস্থান থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে একহয়ে কাজ করলে সামাজিক নিরাপত্তা সুরক্ষিত থাকবে,

  • পানছড়িতে মানবাধিকার কমিশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    পানছড়িতে মানবাধিকার কমিশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সংগঠন এর সদস্যবৃন্দদের উপস্থিতিতে মানবাধিকার লংঘন জনিত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এই সময় সংগঠন এর সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বাদশা কুমার ত্রিপুরা।

    এই সময় সদস্যবৃন্দদের মধ্যে মতিউর রহমান,
    কল্যাণ দেব,অপূর্ব ত্রিপুরা, জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মিঠুন সাহা,সুশীল ত্রিপুরা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    মাসিক মিটিংয়ের আলোচনা সভায় পানছড়িতে আইনশৃঙ্খলার অবনতি (ভারতীয় পণ্য বাজারে বিক্রি,মাদক বিক্রি ও সেবন)সিএনজি,অটোরিকশা ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে,বালু মহলের ইজারা না থাকায় অবৈধভাবে বালু উত্তোলন,অতিরিক্ত টোল আদায়,গুচ্ছগ্রামে রেশন বিতরণে অনিয়ম এর বিষয়সহ বিভিন্ন মানবাধিকার লংঘন এর বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য রাখা হয়।

  • পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্ট এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

    পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে রেডক্রিসেন্ট এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির ইউনিট এর আওতায় পানছড়ি উপজেলার বাজার উচ্চ বিদ্যালয়ে যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় প্রথম পর্যায়ে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে ও যুব রেডক্রিসেন্ট এর সদস্য শাহিন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মৌলিক প্রশিক্ষণ এর উদ্ভোধন করেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য রফিকুল ইসলাম।

    এই সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিটের সাবেক যুব প্রধান রায়হান আহম্মেদ,রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট এর আজীবন সদস্য মোফাজ্জল হোসেন,আল আমিন, সাংবাদিক মিঠুন সাহাসহ প্রমুখ।

    দ্বিতীয় ধাপে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে রেডক্রিসেন্ট এর জন্ম, ইতিহাস, মূলনীতি, প্রতীক ও
    প্রাথমিক চিকিৎসা মধ্যে রক্তপাত,পোড়া,হাড় ভাঙা,
    ফিট মুর্চা সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন পানছড়ি উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।

    রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য রায়হান আহম্মেদ বলেনঃ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ স্যার ও সিনিয়র শিক্ষক আবুল কাশেম স্যারকে ধন্যবাদ জানাই।তারা আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ করাতে সহযোগিতা করেছেন।তবে দুঃখজনক হলেও সত্যি রেডক্রিসেন্ট এর মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা করানোর জন্য সরকারি নির্দেশনা থাকা স্বত্তেও অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিষয়ে গুরুত্ব দেন না।ফলে আমাদের সমাজের ছেলে মেয়েরা প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত জ্ঞানগুলো অর্জন করতে পারেনা।

  • পানছড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর অনন্য মানবিকতা

    পানছড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর অনন্য মানবিকতা

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ১০ বছরের শিশু অভি দে।এখনো প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ হয়নি তার।শৈশবের অবয়ব এখনো চোখে মুখে বিদ্যমান রয়েছে । কিন্তু এই ছোট্ট বয়সে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো এই শিশু বালকটি।ভিডিও ফুটেজ এর একটি ছবিতে বালকটিকে দেখা যায় এক বয়ষ্ক আমড়া বিক্রেতার ভ্যানগাড়িটিকে উঁচুটিলা থেকে তুলতে সহায়তা করছে।

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় বিদ্যালয়ে যাওয়ার পথে ভ্যানচালকের কষ্ট দেখে স্বইচ্ছায় ছুটে এসে গাড়িটাকে উপরে তুলে আনতে সহায়তা করে সে।সে সময় এই মানবিক দৃশ্যটি নজড়ে পড়ে ইমতিয়াজ উদ্দিন হেলাল নামের এক তরুণ যুবকের। তিনি সে সময় দৃশ্যটি তার মুঠোফোনে ধারণ করে ফেইসবুকে তার টাইমলাইনে শেয়ার করেন। আর তাতেই প্রশংসায় ছেয়ে যায় ফেইসবুক ওয়াল।

    জানা যায়, ছাত্রটি পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দেব এর একমাত্র ছেলে অরিয়ান দে।সে আদর্শ শিশু বিদ্যা নিকেতনে চতুর্থ শ্রেণিতে পড়ে।

    তার এমন মানবিক ও ভালো কাজে সন্তুষ্ট পরিবার ও এলাকাবাসী।

  • জীবননগর থানা পুলিশ  মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল  ফেন্সিডিল ও পুরাতন  ইজিবাইকসহ আটক ২ জন।

    জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল ও পুরাতন ইজিবাইকসহ আটক ২ জন।

    আল আমিন মোল্লা
    স্টাফ রিপোর্ট

    চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) সিদ্ধার্থ মন্ডল, এএসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন ইসলামপুর মোড়স্থ মেসার্স নিউ অটো ফার্ণিচারের সামনে পাঁকা রাস্তার উপর হইতে অদ্য ০৯.০৯.২০২২ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় ৪৮ বোতল ফেন্সিডিল যা ইজিবাইকের ভিতরে অভিনব কায়দায় সাজানো অবস্থায় ধৃত আসামী ১. মোঃ হারুন মন্ডল (৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, ২। মোঃ বজলুর রহমান @ পুটকে (৫২), পিতা-মোঃ রওশন আলী, উভয় সাং-নতুনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

    পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

     পুঠিয়া (রাজশাহী)ঃপ্রতিনিধিঃ পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকায় তরিকুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

    শনিবার মধ্য রাতের যে কোন সময় তার নিজ বাড়ীর বারান্দার তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত তরিকুল উপজেলার বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।

    এব্যাপারে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল বারি বলেন, তরিকুল ইসলাম একজন নেশাগ্রস্ত যুবক। সে নিয়মিত মাদকাসক্তের সাথে জড়িত। কেন বা কি কারণে তিনি এমন কাজ করেছেন কেউ বলতে পারছে না। সে সময় তার বাড়িতে একা ছিলো।

    তার মা মেডিকেলে এবং তার স্ত্রী তার বাবার বাড়িতে বাচ্চা হতে গেছে। সেই সুযোগে মাদক ক্রয়ের টাকা নাপেয়ে শনিবার রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে লোকজনের ধারনা।

    তরিকুলকে বাড়ির বারান্দায় তীরের সাথে ঝুলতে দেখে থানায় খবর দিলে সকালে আমরা তার লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।#

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।।

  • রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা

    রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা

     

    পুঠিয়া  (রাজশাহী) ঃপ্রতিনিধিঃপুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা চলছে। হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা।

    মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

    বানেশ্বরের নামজগ্রামের পূর্বপাড়ায় প্রকাশ্যে মাদকের এ ব্যবসা চলাচ্ছে ওই এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের সাথে সখ্যতা সৃষ্টি করে এ ব্যবসা চালছে বলে অভিযোগ উঠেছে।

    খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত বানেশ্বর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের রমরমাব্যবসা। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে এখানে মাদকদ্রব্য কেনা বেচাকরে থাকে।

    আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে বিভিন্ন গাড়িতে বা মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য আটক করে থাকে। বেশির ভাগ সময় মাদক ব্যবসায়ীর গডফাদারেরা ধরা ছোয়ার বাহিরে থেকে যায়।

    তবে অভিযান পরিচালনার পর থেকে কিছু সময় তারা ব্যবসা গুটিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা তাদের ব্যবসা শুরু করে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন। এছাড়াও আটক মাদক ব্যবাসায়ীরা একই কৌশলেতাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

    এতে করে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবক শ্রেণী মাদকের মরণ নেশায় আশক্ত হয়ে পরছে। উপজেলার বানেশ্বরসহ পুঠিয়াসদর ও বাঁকি ইউনিয়ন গুলোর চিত্র একই রকম। এসব ইউনিয়নের শতাধিক পয়েন্টে মাদক কেনাবেচা চলে।

    গত বেশ কয়েক দিন ধরে বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ার একটি দোকান ঘরের সামনে প্রাকাশ্যে মাদক কেনাবেচা করায় এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসী অভিযোগ করেছেন।

    এব্যাপারে পুঠিয়া উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনেস্পক্টর সাইফুল আলম জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে আসছি। অভিযানে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।#

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।

  • মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩জন নিহত, আহত ১

    মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩জন নিহত, আহত ১

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধারারণ গ্রামে বজ্রপাতে ৩জন নিহত ও ১ জন আহত হয়েছে।
    শনিবার দুপুর ১টার দিকে ধামারণ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলো মোমিন আলীর ছেলে মোঃ রবিউল (১২), সাইফুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) ও কামাল হোসেনের ছেলৈ লামিম (১২)। অন্যদিকে কামাল হোসেনের মেয়ে সিফাত (১৫) মারাত্বকভাবে আহত হয়েছে।

    জানা যায়, লামিম গাজীপুর থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ এলাকায় হারুণ শেখের বাড়িতে বেড়াতে আসে। মোঃ রবিউল, সানজিদা আক্তার, লামিম ও সিফাত নৌকা যোগে শাপলা কুড়াতে যায়। দুপুর ১টার দিকে বৃষ্টি আসে এবং সেই সময় বজ্রপাতে তারা আঘাত প্রাপ্ত হয়। বৃষ্টি কমে গেলে তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পড়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
    হাসপাতালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। হাসপাতালের আশে পাশে থেকেও অনেকেই তাদেরকে দেখতে আসে। পরে হাসপাতাল ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদেরকে লাশ হস্তান্তর করা হয়।
    খবর পেয়ে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, বাচ্চাগুলো শাপলা কুড়াতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে।

    টঙ্গীবাড়ীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
    এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।