Category: দেশজুড়ে

  • ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল মহালছড়িতে

    ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল মহালছড়িতে

    (রিপন ওঝা, মহালছড়ি)

    মহালছড়িতে বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদর সকাল-সন্ধ্যা সকল ধরনের দোকানপাট বন্ধ রেখে ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

    আজ সন্ধ্যা ৭.৩০ঘটিকায় মহালছড়ি বাজার ব্যবসায়ীর সমিতি নিজ কার্যালয়ে আগামীকাল ২০জুলাই রোজ বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং সকাল ১০.৩০ ঘটিকায় ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

    উক্ত বিক্ষোভ মিছিলে বাজারের সকল ব্যবসায়ীগণ ও ক্ষতিগ্রস্থ সকল জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মতামত প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

    উক্ত বৈঠকে এক সিনিয়র ব্যবসায়ী বলেন যে, মোঃ আব্দুর রশিদ মাটি কাটার স্থানে পান নি তবুও কোন আইনে ২দিন পরে অফিসে ডেকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারে? এমন আইন কোথায় পয়দা হয়েছে? তিনি আরো বলেন এমনকি বাবুপাড়ার সম্মুখে রাতের আধারে কয়েকটি স্থাপনায় ভরাটের কাজে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শশ্মানের মাটি ও সাবেক নিচের বাস স্টেশনের মসজিদের বিশাল পাহাড়ের মাটি কেটে ধানের জমি ভরাট করেছে তখন এই প্রশাসনিক কর্মকর্তা আপনি কোথায় ছিলেন। এক দেশে আইন ভিন্ন ভিন্ন হতে পারে না,আইন সবার জন্যে সমান।

    উক্ত বৈঠকে মহালছড়ি ব্যবসায়ি সমিতির সভাপতি ও সিনিয়র ব্যবসায়ীসহ ক্ষুদ্র মাঝারী সকল ব্যবসায়ীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত যে, মহালছড়ি বাজারের কোকারিজ ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ। তিনি নাকি গত ১৭তারিখ চব্বিশ মাইল কান্তির চৌধুরীর বাগান হতে মাটি কেটে দোকানে পেছনে ভরাট করতেছে, এমতাবস্থায় আজ ১৯ তারিখ বিকাল ৩ ঘটিকায় কোনপ্রকার অভিযোগ ব্যতিত দোকানের বাজার ব্যবসায়ী মোঃ রশিদকে উপজেলা প্রশাসনিক অফিসে ডেকে নিয়ে যায় এবং যাওয়ার পরে ওনাকে বলা হয় যে, আপনার মাটি কাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নগদে অর্থ দিত না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ ক্ষমতাবলে সাত দিনের জেল দেওয়া হয়।

    এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, পাহাড়ের মাটি কাটার জড়িত থাকবে এমন সকলকেই যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হবে।

  • পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ঈদ পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা

    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ঈদ পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোমবার সকালে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান, ঝংকার ঢালী,মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পাইকগাছা শাখার সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, আশুতোষ কুমার মণ্ডল, এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম, সৌরভ রায়, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ লুতফুর রহমান, কোহিনূর ইসলাম, আলমগীর হোসেন, মোঃ খলিলুর রহমান, অলক মৃধা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিএম আক্তার হোসেন, সম্পাদক এসএম আসাদুল্লাহ মিঠু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলিম প্রমূখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রসাশনের মতবিনিময় এবং প্রেস ব্রিফিং

    পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রসাশনের মতবিনিময় এবং প্রেস ব্রিফিং

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ৩য় পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস প্রিফিং করেছে উপজেলা প্রসাশন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় এবং প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, থানার এসআই মোশারফ হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা,জি এ গফুর,এস এম আলাউদ্দীন সোহাগ,স্নেহেন্দু বিকাশ,এন ইসলাম সাগর, আঃ রাজ্জাক বুলি, আবুল হাসেম প্রমূখ।

  • নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা

    নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁ সদর উপজেলায় বরুণ কান্দি গ্রামের মো. ইসমাইল এর ছেলে মো.রহিস উদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ করে অবৈধ ভাবে বেশী মুনাফা পাওয়ার আশায় গুড়া দুধ মিশে দুধ তরল করে বাজারে,বাজার জাত করতো এমন এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গরুর দুধ জব্দ ও তুলসী গঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তদারকিকালে ০৫ টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক।
    জনস্বার্থে এ ধরনের তদারকি সবসময় অব্যাহত থাকবে জানান।#

  • নওগাঁর আত্রাইয়ে এডভোকেসি নেটওয়াক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নওগাঁর আত্রাইয়ে এডভোকেসি নেটওয়াক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    রওশন আরা পারভীন শিলা.নওগাঁ জেলা প্রতিনিধিঃ–নওগাঁর আত্রাইয়ে বে—সরকারী এনজিও সংস্থা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়াক সদস্যদের জন্য মানবাধিকার,গণতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (19 জুলাই)এডভোকেসি নেটওয়াক এর সভাপতি সাংবাদিক মিতুমনি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও এডভোকেসি নেটওয়াক আত্রাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন টগর। তিনি বলেন, ”সমাজের কাইকে পিছিয়ে রেখে দেশ কখনো উন্নয়ন করতে পারে না। কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু টেকসই ইন্নয়ন সম্ভব নয়”। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুদিপ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কমকর্তা নওজেশ আরা বেগম,ওয়েব ফাউন্ডেশনের প্রশিক্ষক আমিনুল হক বেলাল,উপজেলা সহায়ক মিনহাজুল করিম(ইমন)। এসময় উপস্থিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্ক সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা শামসুন্নাহার রনি, সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক ওমর ফারুক,সদস্য সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সাংবাদিক মামুনুর রশীদ, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শেফালী বেগম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বেগম আরা, বিশা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বিউটি বেগম, দলিত নেতা শেখর সরকার,প্রতিবন্ধী সদস্য মোঃ ছাইফুল ইসলাম,স্টুডেন্ট মোঃ আসিফ হাসান প্রমূখ।#

  • বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম এর মৃত্যুতে শোক।

    বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম এর মৃত্যুতে শোক।

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ রশিদুল ইসলাম (৭০) অসুস্থ জনিত কারণে ১৮ জুলাই সোমবার রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

    ১৯ জুলাই মঙ্গলবার বাদ জোহর গোলাপগঞ্জ রোডের নিজ পুরাতন বাড়ি সংলগ্ন কবরস্থানে নামাজের জানাজার পূর্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যন এ্যাড. মোঃ জুলফিকার হোসেন, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যন আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধানর সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন বিদেহী আত্মার ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানায়।

    মোঃ নাজমুল ইসলাম (মিলন)
    দিনাজপুর প্রতিনিধি ।

  • সুজানগর পৌরসভায়  বুস্টার(তৃতীয়) ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

    সুজানগর পৌরসভায় বুস্টার(তৃতীয়) ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে ৭৫ লাখ মানুষকে কোভিড ভ্যাকসিন-১৯ প্রদান কর্মসূচির অংশ হিসেবে সুজানগর পৌরসভায়ও করোনা টিকার বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) পৌর কার্যালয়ে এ কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা । এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিল জাকির হোসেন, মুশফিকুর রহমান, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর কর্মকর্তা মাসুদ রানা,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টও আমিরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা, দেলোয়ার হোসেন বাবু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

    সুজানগরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় ২১ জুলাই ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষ্যে পাবনার সুজানগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন।মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রওশন আলী লিখিত বক্তব্যে বলেন, “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এ স্লোগানে সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে সুজানগরে ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২১ জুলাই সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের পাবনার সুজানগর উপজেলায় মোট ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সুজানগর উপজেলায় ২০ টি ,২য় পর্যায়ে ১২ টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শণের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

    রাণীশংকৈল পৌরসভার উন্নয়নের আরেক ধাপ আধুনিক ডাম্পিং স্টেশন

    এস আর মানিক.রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
    কেনা হলো পৌরসভার নামে জমি নির্মাণের জন্য করা হচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন। পৌর নির্বাচনের দেড় বছরে নাগরিক সেবা পেয়ে খুশিতে আত্বহারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর বাসি।
    পৌর এলাকার ময়লা আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। আবর্জনা রিসারপ্লিং করে ডাম্পিং স্টেশনে ক্রমন্বয়ে তৈরি হবে তেল ও গ্যাস। পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে পৌর কাউন্সিলর , কর্মকর্তা , কর্মচারীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র মোস্তাফিজুর রহমান। যেখানে কর্মকর্তা-কর্মচারীদের ৩ বছরের বেতন বকেয়া ছিল, তা ১বছরের বকেয়া বেতন দিয়ে প্রতিমাসের বেতন প্রতিমাসে পরিশোধ করা হচ্ছে। এখন প্রতিদিন করা হচ্ছে শহর পরিস্কার, রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা, চলছে ৯টি উন্নয়ন মূলক প্রকল্পের কাজ। সরকারের ভিজিএফ, টিসিবি, বয়স্কভাতা,বিধবা ভাতাও প্রতিবন্ধিভাতা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না পৌরবাসিকে।
    এ প্রসঙ্গে কথা হয় পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সাথে তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে বৃষ্ঠির পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যাবস্থা বাড়াতে হবে। যে সমস্ত এলাকায় লাইটিংয়ের ব্যবস্থা নেই সেখানে সোলার প্যানেল স্থাপন করতে হবে। সবচেয়ে পৌরবাসির চাহিদা অনুযায়ী প্রতিটি বাড়িতে পানি সাপ্লাই ব্যবস্থা করলে যেমনি বাড়বে নাগরিক সুবিধা তেমনি ভাবে রাজস্ব বাড়বে পৌরসভার।
    এব্যপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা বাড়াতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি সামজিক, সাংস্কৃতি কাজে বেশি সময় পার করছি। তিনি আরো বলেন, নির্বাচনের দেড় বছরেও সরকারি ভাবে কোন মেগা প্রকল্প পাওয়া যায়নি এ পর্যন্ত রাজস্ব আদায় করেই পৌরসভা পরিচালিত করে আসছি। পৌরসভার উন্নয়নে আমার প্লান রয়েছে প্রথমত পৌরভবন, ফুতপাতে রাস্তা ড্রেনেজ ব্যবস্থা, ঝড়েপড়া শিশুদের স্কুল মুখি করা সহ নানা পরিকল্পনা।

    এস আর মানিক
    রাণীশংকৈল ঠাকুরগাঁও

  • নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময় ধরে

    উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:

    নড়াইলের মৎস্য প্রজনন কেন্দ্রটিতে রেনু পোনা উৎপাদন বন্ধ রয়েছে দুই যুগেরও বেশী সময় ধরে। জনবল সংকট, পুকুরের পানি শুকিয়ে যাওয়াসহ নানা কারণে প্রতিষ্ঠানটি উৎপাদনে যেতে পারছে না। হ্যাচারির ব্যবহৃত জিনিসপত্র অযত্ন ও অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে। স্থাপনাটি পরিণত হয়েছে বখাটেদের আড্ডা আর গবাদি পশুর চারণ ভুমিতে।
    আশির দশকে নড়াইল-যশোর মহাসড়কের পাশে ৯ একর ৭৫ শতক জায়গার ওপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। ১৯৯৬ সালে কেন্দ্রটিতে মা মাছ থেকে পোনা উৎপাদিত হয়। এরপরে আর পোনা উৎপাদনে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে এই কেন্দ্রের ৮টি পুকুর। বছরের অর্ধেক সময়ই পুকুরে পানি থাকে না।
    ৫ টি পদের বিপরীতে কেন্দ্রটিতে বর্তমানে মাত্র দু’জন কর্মরত আছেন। রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে প্রজনন কেন্দ্রটির পাম্প, মটর, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হয়। বহিরাগতদের অবাধ প্রবেশের ফলে নিরাপত্তার অভাব রয়েছে।
    মৎস্য চাষিরা জানান, এই খামার স্থানীয় মৎস্যজীবীদের কোনো কাজে আসছে না ।
    জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। উৎপাদন হয় ২২ হাজার মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। জেলায় চিংড়িসহ মাছের খামার আছে ১৩ হাজার। এসব খামারে প্রতি বছর প্রায় ৪ কোটি মাছের পোনার চাহিদা রয়েছে।