Category: দেশজুড়ে

  • ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিক আটক

    ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিক আটক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট ।।।

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে হাতীবান্ধা থানার পুলিশ।

    বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ইং রাতে হাতীবান্ধা উপজেলা উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক হাছেন আলী মিয়া (২৩) ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার পাঠানটুলি এলাকার এনামুল মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম (২২) ওই থানার লালার পাড় এলাকার ইবনেছার আলীর ছেলে।এদের মধ্যে একজন ভারতীয় রেডএলার্ট জারিকৃত আসামী বলে জানা গেছে।

    পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড (বোতলজাত) ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, আটক দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    হাসমত উল্লাহ।।

  • মহাসড়কের আউশকান্দিতে  ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷

    মহাসড়কের আউশকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷

    নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল গনির পুত্র সহিবুর রহমান (২৮), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের পুত্র ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪), উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়ার হাজী তাহির উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নে হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯)।
    জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতদল – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেলেন, এ সময় অস্ত্রসহ হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ । পুলিশের অভিযানকালে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্বার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, আমরা গোপন সংবাদ পেয়ে ডাকাতদের পিছু নেই। পরবর্তীতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় আমরা ডাকাতদের হাতেনাতে ১টি পাইপগান, ৩টি রামদা,আরো দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই। এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷

  • পটিয়ায় মৌলভী সৈয়দের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

    পটিয়ায় মৌলভী সৈয়দের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

    মৌলভী সৈয়দ মানে ইতিহাসের এক জলন্ত অধ্যায়। সারাদিন বক্তব্যে বললেও তার এই দীর্ঘ ইতিহাস শেষ করা যাবে না।

    শুক্রবার সন্ধ্যায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম এসব কথা বলেন।

    তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে গেরিলা বাহিনী গঠন অসংখ্য সফল অপারেশনের অগ্রসৈনিক। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭৭ সালে সামরিক জান্তার কারাগারে নির্যাতনে শহিদ মৌলভী ছৈয়দ আহমদের অবদান ভুলবার নয়।

    তিনি একাধারে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে অকুতোভয় বীরের ভূমিকা রাখেন তিনি। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বাঙ্গালী বাঁশখালীর এ কৃতিসন্তান মৌলভী ছৈয়দ আহমদ। মহান স্বাধিনতায় তাঁর অবদানের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণে রাখবে।

    আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লেদুর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন সাবেক যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, শাহজাহান চৌধুরী, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, আরমান মাহমুদ, যুবলীগ নেতা হাসান শরিফ, তৌহিদুল আলম জুয়েল, নুরুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, আলম ফরির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, সাজ্জাদ হোসেন, আবদুল আল মনি,বাদশা মিয়া, মোঃ আনিস প্রমুখ।

  • বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাড়িতে

    বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাড়িতে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    বাবার মৃত লাশ নিয়ে প্রতারকের বাতে অবস্থান
    দবিরুল ইসলাম প্রধান (৫৫) ছেলের চাকরির জন্য ১২ লাখ টাকা দিয়ে প্রতারিত হন, টাকা ফেরৎ চাইতে গিয়ে হন লাঞ্ছিতের শিকার। অপমান সইতে না পেরে স্ট্রোক করেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ক্ষুব্ধ হন এলাকাবাসী। লাশ নিয়ে প্রতারকের বাড়িতে অনশন শুরু করেন তারা।

    ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার। মৃত দবিরুল ইসলাম ওই এলাকার মৃত তজমল ইসলামের ছেলে।

    বৃহস্পতিবার সন্ধা থেকে ওই এলাকার জুলফিকার আলম প্রধান নামের ওই প্রতারকের বাড়িতে মৃত দবিরুলের লাশ নিয়ে অনশন করছেন এলাকাবাসী। এঘটনায় বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত জুলফিকার।

    এর আগে, দুপুরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দবিরুল।

    স্থানীয়রা জানান, স্থানীয় প্রধানপাড়া দাখিল মাদ্রাসায় লাইব্রেরীয়ান পদে ছেলে জাকিরুল ইসলামের চাকরির জন্য দুই বছর আগে মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধানকে চাহিদা অনুযায়ী ১২ লাখ টাকা দেন দবিরুল ইসলাম। দীর্ঘদিন আশ্বাসে রাখলেও গত দুই মাস আগে জানানো হয় চাকরি দেয়া হবেনা। টাকা ফেরত দিতেও করেন টালবাহানা। মাসখানেক আগে টাকা চাইতে গেলে দবিরুলকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয় জুলফিকার। বাড়ি এসেই স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন দবিরুল। চিকিৎসা নিয়ে স্বাভাবিক হলেও গত ৭ আগষ্ট ফের স্ট্রোক করেন তিনি। পরে উন্নত চিকিৎসারক৭ জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
    স্বজনদের দাবি- টাকার চিন্তায় স্ট্রোক করেছেন দবিরুল। যতক্ষণ পর্যন্ত বিষয়টি সুরাহা হবেনা ততক্ষণ পর্যন্ত লাশ নিয়ে অনশন চালিয়ে যাওয়ার হুমকিও দেন তারা।

    মৃত দবিরুলের ভাই বদিরুল ইসলাম বলেন, আমার ভাতিজাকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ১২ লাখ টাকা দাবি করে জুলফিকার। আমার বড় ভাই জমি এবং গরু বিক্রি করে তাকে ১২ লাখ টাকা দেয়। কিন্তু জুলফিকার চাকরি না দিয়ে প্রতারণা করেছে। টাকা ফেরৎ চাওয়ায় আমার বড় ভাইকে লাঞ্ছিতও করা হয়।

    তিনি আরও বলেন, প্রথমবার স্ট্রোক করার পর চিকিৎসার জন্য মাত্র ৫ হাজার টাকা চাইতে গেলে জুলফিকার এবং তার পরিবারের লোকজন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমার বড় ভাইকে। এই অপমান সইতে না পেরে আমার ভাই আবারও স্ট্রোক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাকা ফেরৎ না পাওয়া পর্যন্ত লাশ দাফন হবেনা বলেও জানান তিনি।

    এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলম প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

    সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, এমন একটি ঘটনা লোকমুখে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছিপহ স্থানীয়দের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।

  • সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র শেখ আঃ রহমান

    সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র শেখ আঃ রহমান

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পাঠিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ ত্রাণ সামগ্রী শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই পৌর এলাকার অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। সেখানে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ ও মোঃ মজনু গাজীসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ৫শ দুর্গত প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবণ ও ১টি সাবান।
    পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলদের বেতন-সম্মানীর টাকা থেকেই সুনামগঞ্জের বন্যা দুর্গত ৫শ পরিবারকে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

  • তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত মোংলা

    তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত মোংলা

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    লঘুচাপের প্রভাবে সুন্দরবন তিন ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে। শুক্রবারের দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন স্পটসহ পুরো বনাঞ্চল। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই থেকে আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে সুন্দরবন প্লাবিত হলেও শুক্রবার তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈথৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। এদিকে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, শুক্রবার মোংলা বম্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে শুক্রবারও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল। তিনি আরো বলেন, স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।
    শুক্রবার ভোর ও সকালে মোংলায় বৃষ্টি হলেও দুপুরের পর থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করছে।

    বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাট।।

  • রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গতকাল ১২ অগাস্ট শুক্রবার বিকেলে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৫৩- তম সাহিত্য বৈঠক পরিষদের টাউন চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়!বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি সুনীল সরকার।
    সাহিত্যে সমালোচনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ।
    স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আফজাল হোসেন, লুৎফর রহমান সাজু, শামীম হোসেন, এ এস এম হাবিবুর রহমান, মেসবাউর রহমান, মাহমুদ ইলাহী মন্ডল, আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, খন্দকার মাহফুজার রহমান ও জয়িতা নাসরিন নাজ।
    কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, আফরোজা বেগম, মাহমুদা চৌধুরী।
    সঙ্গীত পরিবেশন করেন অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, পুষ্পজিৎ রায় ও নীল রতন সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ” রংপুর সাহিত্য পত্র ” প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানান সাহিত্য সম্পাদক মারুফ হোসেন মাহবুব।
    বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এড.মাসুম হাসান।
    পুরো সাহিত্য বৈঠকটির সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি মামুন উর রশিদ।

    শেষে জানানো হয়, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদ ১৫ অগাস্ট সকাল ১০.১৫ মি বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১০.৩০ টায় শোক রেলিতে অংশগ্রহণ, সকাল ১১ টায় পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য বৈঠকের কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্যে সকলকে অনুরোধ করা যাচ্ছে।

  • সাটিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম স্কুল ফাঁকি শ্রেণিকক্ষ গোয়াল ঘরে পরিনত

    সাটিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম স্কুল ফাঁকি শ্রেণিকক্ষ গোয়াল ঘরে পরিনত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭নং হাজীপুর ইউপির সাটিয়া গ্রামে অবস্থিত সাটিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক অনিয়ম স্কুল ফাঁকি সহ বিদ্যালয়ে ঠিক মত ক্লাস না করার তথ্য চিত্র পাওয়া যায়।
    এ বিষয়ে ১০ই আগষ্ট দুপুর ১ঃ৩০ মিনিটে সাটিয়া উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায় যে বিদ্যালয়ে কোন শিক্ষক ও ছাত্র নেই।এ নিয়ে স্থানীয় লোক জনকে জিজ্ঞেস করলে জানা যায়,শিক্ষকেরা প্রতিনিয়ত ১২/১টায় স্কুল ছুটি দিয়ে চলে যায়।
    সে সময় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদা শাহানাজের মুঠো ফোনে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন,আমি এখনই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ সার কে জানাচ্ছি। কিন্তু গণমাধ্যম কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করে ও কোন প্রতিউত্তর না পেয়ে বাধ্য হয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে পূনরায় মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়ার যায়নি।এবিষয়ে সাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফাজ উদ্দীনের সাথে তার বাড়ীর গেইটে দাঁড়িয়ে কথা হলে তিনি বলেন, আমি ১২/১ টায় স্কুল থেকে বাসায় চলে এসেছি স্কুল ছুটি দিয়ে চলে গেছে কিনা আমি জানিনা পরে প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি মিটিং এ আছি।

    আরো জানা যায়,ঐ স্কুলের প্রধান শিক্ষকের স্ত্রী কম্পিউটার শিক্ষক হিসেবে বেতন ভূক্ত হলেও বিদ্যালয়ে কোথাও কোন কম্পিউটার নেই।এছাড়া ও ঐ স্কুলের বেতন ভূক্ত লাইব্রেরিয়া শিক্ষক থাকলে ও বিদ্যালয়ে কোন লাইব্রেরী নেই।

    উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের শ্রেণী কক্ষ যেন গোয়াল ঘরে পরিনত রয়েছে।

  • জয়পুুরহাটে চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোর চক্রের চারজন আটকসহ ২৪ টি মোবাইল ফোন উদ্ধার

    জয়পুুরহাটে চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোর চক্রের চারজন আটকসহ ২৪ টি মোবাইল ফোন উদ্ধার

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে প্রেস ব্রিফ্রিং করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান এসব তথ্য জানান।

    এর আগে গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের লাবীব টেলিকম নামের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এতে নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও ৮৪ টি স্মার্টফোন চুরি হয়েছে বলে থানায় মামলা করেছেন দোকানটির মালিক রুহুল আমিন।

    আটককৃতরা হলেন, কুমিল্লার হোমনা থানার চান্দেরচর গ্রামের মৃত মনির ভূঁইয়া মো. মিজান (২২), একই জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. শুকুর (২২), চট্টগ্রামের হালিশহর থানার কেতুয়া মসজিদ রামপুরা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সজিব (২৮) ও কুমিল্লার মুরাদনগরের দড়িকান্দি গ্রামের আঃ সাত্তারের ছেলে মো. আদিস (২২)।

    দোকান মালিক-কর্মচারী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় দোকান বন্ধ করা হয়। পর দিন বুধবার সকাল সাড়ে ৯টায় কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখেন, দোকান ঘরের উত্তর দিকের সার্টারের দরজায় নতুন একটি তালা দেওয়া আছে। কর্মচারীরা পশ্চিম দিকের সার্টারের দরজা খুলে দোকান ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ সময় তারা দেখেন দোকানে একটি স্মার্ট ফোনও নেই। ক্যাশে টাকাও নেই। পরে পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ এসে দোকান পরির্দশন করেন।

    এদিকে বুধবার সকাল ৯ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনার সময় জয়পুরহাট-মেকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলায় ২৪ টি স্মার্ট ফোনসহ ৪ জন ব্যক্তিকে আটক করে। পরে আটকদের জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।

    জয়পুুরহাট সদর থানার (ওসি) একেএম আলমগীর সাংবাদিকদের জানান, চোর চক্ররা নির্দিষ্ট কোনো এলাকায় বসবাস করেন না। তারা বিভিন্ন এলাকায় গিয়ে বস্তি এবং ক্রাইম জোন এলাকা বেছে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এরপর বড় ধরনের ডাকাতি কিংবা চুরি করে পালিয়ে যান। জয়পুরহাটে তিনমাস আগে এসে চুরির পরিকল্পনা করে তারা।

    ওসি আরও তিনি বলেন, চুরির ঘটনায় দোকান মালিক রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। চোর চক্রের ৪ জন আটক আছে এবং ২৪ টি ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • স্কুল ফাঁ‌কি দেয়ার অ‌ভিযোগ

    স্কুল ফাঁ‌কি দেয়ার অ‌ভিযোগ

    মো; বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    বোদা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা প্রেমহরি সরকা‌রি প্রা‌থ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষ‌িকা মোছা.শামীমা নাহরীনের বিরু‌দ্ধে স্কুল ফাঁ‌কি দেয়ার অ‌ভিযোগ উ‌ঠেছে।
    মাসে দুই থেকে চার দিন স্কুল আসে দুই-একটি ক্লাস নিয়ে হাজিরা খাতায় সাক্ষর করে চলে যান তিনি। বিষয়টি প্রধান শিক্ষক থেকে শিক্ষা অফিসার সবাই জানলেও প্রভাবশালী হওয়ায় কেউ কোন আইনি পদক্ষেপ নেয়নি।
    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান বলছেন, অনুপস্থিতির বিষয়ে জানা নাই। যে ছুটি নিয়েছে সেটা অর্জিত,মেডিকেল ছুটির বিষয়ে গত মাসে যে ছুটি চেয়েছেন আমরা সেটা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সিভিল সার্জনের কাছে আবেদন কবর মেডিকেল বোর্ড বসানোর।তারা সিদ্ধান্ত নিবেন তিনি অসুস্থ কি-না।
    শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, মাসে দুই থেকে একবার স্কুলে আসে ক্লাস নিয়ে সাক্ষর করে চলে যান। মাসের পর মাস স্কুল ফাঁকি ও ছুটিতে বিপাকে অন্য শিক্ষকরা। অভিযোগ রয়েছে প্রভাবশালী হওয়ায় স্কুল ফাঁকি দেন তিনি।নামের জন্যই চাকুরী ধরে রেখেছেন দাবী তাদের।
    জানা গেছে, ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পেয়ে যোগদান করে পঞ্চগড় সদর উপজেলার বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ মার্চ ২০১৮ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তিনি সরকারি ছুটি বাদে নৈমিত্তিক ছুটি নিয়েছেন ১৫ দিন, দুই দফায় মেডিকেল ছুটি নিয়েছেন ৬ মাস কিন্তু ছুটি কাটিয়েছেন ৭ মাস ৭ দিন,এবং স্কুলে অনুপস্থিত ছিলেন ৩৩ দিন।
    পরে বদলি হয়ে একই উপজেলার মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ মার্চ ২০১৮ থেকে ১৯ জানুয়ারী ২০১৯ পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে সরকরি ছুটি বাদে ২০ দিন মেডিকেল ও নৈমিত্তিক ১৭ দিন ছুটি নিয়েছেন।
    ২২ জানুয়ারী ২০১৯ থেকে এখন পর্যন্ত তিনি বোদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেমহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। সেখানে দেড় বছর করোনাকালীন ছুটি ও সরকারি ছুটি বাদে ৯ বার মেডিকেল ও নৈমিত্তিক ছুটিতে ৬ মাস কাটিয়েছেন,
    চাকুরীতে যোগদানের পর থেকে এ পর্যন্ত ৬ বছর ১ মাসের মধ্যে দেড় বছর করোনাকালীন ছুটি, সরকারি ছুটি বাদে মেডিকেল ছুটি ৩৮৮,নৈমিত্তিক ৬৭ এবং অনুপস্থিত ছিলেন ৩৪ দিন।
    ব্যাক পেইনসহ বিভিন্ন সমস্যার কারণে মেডিকেল ছুটি নিয়েছেন বলে জানান, অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোছা.শামীমা নাহরীন।তবে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ফোন কেটে দেন।
    পরে বার বার ফোন করেও ধরেননি তিনি।
    স্কুলের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র রায় জানান,
    গ ত বছর গুলোতে সমস্যা ছিল তবে এবছর ছুটি বা কোন অনিয়ম করেনি এবং আমিও কোন ছাড় দেইনি।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম জানান, মেডিকেল ছুটি ডাক্তারের পরামর্শ পত্রসহ আবেদন করবে।কর্তৃপক্ষের সন্দেহ হলে মেডিকেল বোর্ডে পাঠানো হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য।বার বার মেডিকেল ছুটি নেয়ার বিষয়ে তিনি বিষয়টা ভালো লক্ষ্মণ না বলে উল্লেখ করেন। ৬ বছরে ১২ বার মেডিকেল ছুটির বিষয়টি দেখতে চেয়েছেন বলে আশ্বাস দেন তিনি।