মোংলা প্রতিনিধি
মোংলার সুন্দরবনে বাঘের থাবা খেয়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজি’র সদস্যরা। সোমবার সন্ধ্যায় বরইতলা গ্রামের আঃ মান্নানের বাড়ী থেকে আহত হরিণটি উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, সুন্দরবনে বাঘের থাবা খেয়ে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি মায়া হরিণ বন সংলগ্ন বরইতলা গ্রামে চলে আসে। পরে হরিণটি ওই এলাকার মান্নানের বাড়ীতে ঢুকলে তার বাড়ীর সীমানার বেড়ার জালে আটকে পড়ে। পরে খবর পেয়ে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজি’র সদস্যরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করেন। বন কর্মকর্তা জাকির হোসেন বলেন, উদ্ধার হওয়া আহত মায়া হরিণটি পুরুষ, এর বয়স ৪/৫ বছর। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পিছনের রানের উপর মারাত্মক ক্ষত হয়েছে।
বনবিভাগের ভিটিআরটি’র (ভিলেজ টাইগার রেসপন্স টিম) কচুবুনিয়ার টিম লিডার মোঃ আলমগীর শিকদার ও সিপিজি’র (কমিউনিটি পেট্রোল গ্রুপ) মোঃ কবির মল্লিক বলেন, বাঘের থাবা খেয়ে ভয়ে লোকালয়ে চলে আসা জখম হরিণটি আমরা ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মিলে উদ্ধার করে রাতে চিলা বাজারে নিয়ে যাই। পরে সেখান থেকে সেটির চিকিৎসার জন্য করমজলে পাঠানো হয়েছে। বনের কোন প্রাণী লোকালয়ে আসলে আমরা তাৎক্ষণিক সেটি উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেয়ার কাজ করে আসছি। কোন বন্যপ্রাণীই যাতে লোকালয়ে এসে মারা পড়া কিংবা কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমরা ভিটিআরটি ও সিপিজির সদস্যরা কাজ করে যাচ্ছি। তারা আরো বলেন, হরিণটির চিকিৎসার জন্য রাত সাড়ে ৮টার দিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবিরের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, বাঘের থাবায় গুরুতর আহত হরিণটিকে রাতে চিকিৎসা দেয়া হচ্ছে। এরপর অন্তত দুই তিন পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ্য হলে হরিণটিকে পুনরায় বনে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
Category: দেশজুড়ে
-
বাঘের থাবা খেয়ে লোকালয়ে আসা আহত হরিণ উদ্ধার, দেয়া হচ্ছে চিকিৎসা
-
ময়মনসিংহের ওসির সহায়তায় স্বজনদের ফিরে পেলো নেত্রকোনার শিশু আশরাফুল।
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসির মানবিকতায় স্বজনদের ফিরে পেল ঢাকা থেকে ট্রেনযোগে ময়মনসিংহ রেল স্টেশনে এসে গন্তব্যহীন হয়ে পড়া নেত্রকোনার শিশু আশরাফুল (১১)।সম্প্রতি ঢাকা থেকে ট্রেনযোগে ময়মনসিংহ রেল স্টেশনে এসে গন্তব্যহীন হয়ে পড়া শিশু আশরাফুলকে ষ্টেশনে কুড়িয়ে পাওয়ার পর পরম মমতায় কাছে নিয়ে রাখেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ। একই সাথে তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন থানায় যোগাযোগ করে তার পরিচয় সনাক্ত করে ১লা আগষ্ট সোমবার তার প্রকৃত অভিভাবকের কাছে তুলে দেন।এ কয়দিন বেশ হাসি-খুশিতেই কেটেছে শিশু আশরাফুলের। অবশেষে সোশ্যাল মিডিয়ার সফলতায় সন্ধানও মিলেছে তার বাবা-মায়ের। সোমবার সকালে ইয়াসিন তার খালুর সাথে স্বজনের কাছে ফিরে যায়।
ওসি শাহ কামাল আকন্দ জানান, দুই দিন আগে টহলরত অবস্থায় ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে তিনি শিশু আশরাফুলকে কুড়িয়ে পান। সে শুধু তার নাম বলতে পারছিল। আর কোনো ঠিকানাই বলতে পারছিল না। এমনকি বাবা-মায়ের নামও না।
তিনি শিশুটিকে নিয়ে রাখেন কোতোয়ালী মডেল থানার হেফাজতে। তিনি আশরাফুলের একটি ছবি তোলেন। সেটি ফেসবুকে আপলোড করেন ও ময়মনসিংহে গণমাধ্যম কর্মিদের কাছেও জানায়। এর পরই তার পরিচয় পাওয়া যায়। ছবি দেখে তার স্বজনেরা তাকে শনাক্ত করেন।দুই দিন চেষ্টার পর হারিয়ে যাওয়া উদ্ধারকৃত শিশু আশরাফুলকে তার মা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পলাশপাড়া গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুনের এর নিকট বুজিয়ে দিয়েছেন। তিনি ময়মনসিংহের সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। নেত্রকোনার দুর্গাপুর থানার পলাশপাড়া গ্রামের সফিকুল ইসলাম কুড়িয়ে পাওয়া শিশুর পিতা।
ওসির মানবিকতায় হারিয়ে যাওয়া শিশুকে পেয়ে আবেগে আপ্লূত হন শিশুর মা আছিয়া খাতুন।
তিনি ওসি শাহ কামলাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। -
মাগুরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা হাসান সিরাজ সুজার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
রক্সী খান প্রতিনিধি ঃ- মাগুরার গণ মানুষের প্রিয়মুখ, জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা
এ্যাডভোকেট হাসান সিরাজ সুজার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে জেলা জাতীয় পার্টির আহবায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ সাহিদুর রহমান টেপা, এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. জহুরুল হক জহির, জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার, সুমন আশরাফ, মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু। এছাড়াও এই স্মরণসভা অনুষ্ঠানে দক্ষিণ পশ্চিম অ লের দশ জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রক্সী খান
মাগুরা প্রতিনিধি।। -
কালীগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট ।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে,মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে, সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর উদ্যোগে এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে,মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে, সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা, গত ৩১ জুলাই কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে, কালীগঞ্জ মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে মাদক বিক্রেতা,মাদক সেবনকারী,মাদক পাচারকারীদেরকে চিহ্নিত করে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এম পি( ভার্চ্যুয়াল এ সংযুক্ত হয়ে), বিশেষ অতিথি, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল, উপজেলা আ’ লীগ সিনিয়র সহ সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক ও চলবলা ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, তুষভান্ডার ইউ পি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, লালমনিরহাট জেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ, শিক্ষক আবু সাঈদ,দলগ্রাম ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন,ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক,প্রেসক্লাব সবাপতি আমিরুল ইসলাম প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খায়রুল বাশার। কর্মশালায় উপজেলার সর্বস্তরের শতাধিক ব্যাক্তি উপস্তিত ছিলেন।মো.হাসমত উল্লাহ।।
-
কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বেঞ্চ বিতরণ করেন মাহবুবুজ্জামান আহমেদ
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ ইউজিডিপি প্রকল্পের আওত্তায় ১৯টি শিক্ষা প্রতিষ্টানে ৯২ সেট প্লাস্টিক ফাইবারে তৈরি উন্নত মানের টেকসই বেঞ্চ বিতরন করা হয়েছে। গত ১ লা আগস্ট ২০২২ইং সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সকল বেঞ্চ বিতরন করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও দুবারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আজ ১৯ শিক্ষা প্রতিষ্টানে ৯২ জোড়া বেঞ্চ দেয়া হয়েছে। এবং আরো ১০লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে আরো কিছু প্রতিষ্টানে এ বেঞ্চ দেওয়ার জন্য। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৭০% অর্থ বরাদ্দ দিয়ে আসছি। আগামী অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বেশির ভাগ অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরোও বলেন, শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মান, ওয়াসব্লক, বাই-সাইকেল, সিলিং ফ্যান, উপবৃত্তি, খেলার সামগ্রী, বই সহ বিভিন্ন বরাদ্দ দিয়েছি। আগামী ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্ম বাষিকী উপলক্ষে গরীব- মেধাবী ৮০জন শির্ক্ষাথীদের বাই সাইকেল প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম, সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
হাসমত উল্লাহ।।
-
বজ্রপাতে ১ যুবক নিহত আহত চারজন
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ বজ্রপাতে আশিক সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক আশিক নাটোর উপজেলার বাঘাতিপাড়া ইউনিয়নের করমদসি গ্রামের সিহাব সরকারের ছেলে।
এসময় নিহত আশিকের বাবা সিহাব সরকার (৫০), করমদসি গ্রামের আঃ মোমিন (৬৫), জমসেদ আলী (৫০) ও হফিজুর রহমান (৪২) আহত হয়েছেন।
সোমবার (০১ আগোস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষটি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য দিলরুবা বেগম।
তিনি বলেন, সকালে করমদসি গ্রামের আক্তারের মোড় নামক একটি চা স্টলে তারা চা পান করতে যায়।
এসময় সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আশিক ঘটনাস্থলে মারা যায়।
বজ্রপাতে আঘাতে আশিকের বাবাসহ আঃ মোমিন, জমসেদ আলী ও হাফিজুর রহমান আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া রাজশাহী।। -
মধুপুর রক্তিপাড়ায় যাতায়াতের রাস্তা খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে কতিপয় লোকজন
মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে ৩০০ গজ পূর্বে চাপড়ী রোডের ঘোনাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের বাড়ি সহ ৬/৭টি পরিবারের লোকজন তাদের যাতায়াতের বহু পুরনো রাস্তা খরের পালা এবং গাছের খুটি গেড়ে বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ির একাব্বর আলী গং।
এতে করে যাতায়াত সহ আসবাবপত্র, ধানচাল এবং মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য কোন ভ্যান রিক্সা আনানেওয়া করা যাচ্ছে না যার ফলে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবার।
এলাকাবাসি জানান, দীর্ঘদিনের এই পুরনো রাস্তাটি বিভিন্ন জনে বাড়ি করে দুপাশে সংকুচিত করে ফেলেছে। অনেকেই রাস্তার মধ্যে খরেরপালা করেছে আবার অনেকে টয়লেটের মল বের করার ড্রেন করে পরিবেশ বিঘ্নিত করছে। এমতাবস্থায় ভুক্তভোগীগন তাদের যাতায়াতের পুরনো রাস্তাটি ব্যবহার এবং ৭/৮ টি পরিবারকে বন্ধিদশা থেকে অবমুক্ত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। -
পঞ্চগড়ে নদীতে ডুবে পাথর শ্রমিকের মৃত্যু
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে নজরুল (৬০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নজরুল সোমবার সকালে পাথর তুলতে যায় নদীতে।
সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার মিলনর্মাকেট এলাকায় চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।
পরে বেলা ১২টার সময় নদীর দেড় কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। মৃত পাথর শ্রমিক নজরুল কাজিপাড়া এলাকার সাকোয়াত আলীর ছেলে।
একসময় নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের কাছে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ নদীর গভিরে গেলে পানিতে তলিয়ে যান তিনি।
এদিকে অন্যান্য শ্রমিকেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা পর চাওয়ায় নদীর দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে নজরুল ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।
এদিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
-
জয়পুরহাটের বর্ষীয়ান নেতা সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডলের স্বরণ সভায়-হুইপ স্বপন
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ”লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর পিতা জয়পুুরহাটের বর্ষীয়ান আ”লীগ নেতা, সাবেক সাংসদ আব্বাস আলী মন্ডল এর স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিকেলে জয়পুুরহাট জেলা আ”লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু-এমপি,জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ”লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ জেলা আ”লীগের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠিত স্বরণ সভায় ৭৫ পরবর্তীতে জয়পুরহাট জেলায় আ”লীগকে সুসংঘটিত করতে মরহুম সাবেক সংসদ আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকাসহ তার বিভিন্ন অবদান তুলেধরে আলোচনা করার পাশাপাশি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।
-
ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে- ইমরান উদ্দীন বশির
মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা ‘ মাহফিল এর দ্বিতীয় দিবসে মাহফিল
পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর
সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইমরান উদ্দীন বশির, রাজনীতিবিদ জসিম উদ্দিন, ইউপি সদস্য আরিফ উদ্দীন বাবু,
শফিউল আজম, আবদুর রহিম সহ আরো অনেকেই। মাহফিলে ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ সৈয়দ হাসান আযহারী, মাওলানা সাইফুল্লাহ খালেদ আলকাদেরী,মাওলানা ওসমান গনি আলকাদেরী। এসময় পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইমরান উদ্দিন বশির বলেন,এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে। এ মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।