Category: দেশজুড়ে

  • অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া ডিবি পুলিশ

    অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া ডিবি পুলিশ

    এম এ আলিম রিপনঃ অবশেষে আফজাল মিনহাজ সংগ্রাম (৫২) নামে ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ ও সুজানগর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার ধুপইল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডীপুর গ্রামের মো.এরশাদ আলী মন্ডলের ছেলে। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, গ্রেফতারকালে তাঁর কাছ থেকে একটি ডিবি পাবনা লেখা ডিবির জ্যাকেট,এক জোড়া হ্যান্ডক্যাপ,একটি আরটিআর মোটরসাইকেল, পুলিশের আইডি কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে এর আগে টাঙ্গাইল, নরসিংদী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় পুলিশ,ডিবি,র‌্যাব পরিচয়ে প্রতারণার ৯টি মামলা রয়েছে। উল্লেখ্য গত রবিবার পাবনার সুজানগরের বিল্লাল হোসেন নামে এক কসাইয়ের কাছ থেকে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উধাও হন ওই প্রতারক। পরে প্রতারণার শিকার কসাই বিল্লাল হোসেন এ ঘটনা থানা পুলিশকে অবগত করলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারককে খুঁজে বের করতে মাঠে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৪ দিনের মধ্যে ভুয়া ডিবি পুলিশ আফজাল মিনহাজ সংগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ফুলবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

    ফুলবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

    মো. সেলিম মিয়া (ময়মনসিংহ) ফুলবাড়িয়া প্রতিনিধি : বিএনপি’র আহ্বানে বিদ্যুতের লোড শেডিং ও জ্বালানিখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে আহত কর্মসূচি পালনকালে ভোলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫.২৫ মিনিটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখা। উপজেলা সাবরেজিস্ট্রি অফিস চত্বর হতে বের হওয়া মিছিলের নের্তৃত্ব দেন যুবদল সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর ও যুব নেতা মুনজুরুল হক খান, প্রকৌশলী শামসুর রহমান শামীম। ফুল্লরা চত্বর হতে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন পৌর যুবদল সভাপতি আনার সাদত আনার ও সাধারণ সম্পাদক লুৎফল কবীর সালেক। গার্লস স্কুল হতে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদল সভাপতি কামরুজ্জামান মীর আজাদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিলগুলোতে পুলিশ বাঁধা না দিলেও তাদের নির্দেশনায় বাস্তবায়িত হয়। এর আগে সকাল থেকে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল ও অবস্থান নেয়।

    মো.সেলিম মিয়া
    ময়মনসিংহ ফুলবাড়িয়া প্রতিনিধি।।

  • নড়াইলে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লো প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ

    নড়াইলে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লো প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লো প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ। নড়াইলে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক গৃহবধু। তিনি দুই সন্তানের জননীও বটে। এ ঘটনায় অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী ওই পরিবার। গত সোমবার নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধুর নাম জান্নাতুল বেগম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্তান ফাহিম (১১) ও মহেমিন (৫) দিন-রাত কেঁদেই চলছে মায়ের জন্য।
    স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার চাচই গ্রামের মৃত আ.রউফ মোল্যার ছেলে মো. মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী মো. জান্নাতুল বেগম এর সাথে কোটাকোল গ্রামের এনামুল খানের ছেলে ইমরান খাঁন (৩৮) মিথ্যা ভাইবোন সম্পর্ক গড়ে তুলে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে মোবাইলে চলতে থাকে তাদের প্রেম।
    একপর্যায় তারা অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। ইমরান এলাকার বখাটে হিসেবে পরিচিত এবং সে আগে বিবাহ করিছিল তার প্রথম স্ত্রী তাকেও ছেড়ে চলে গিয়েছে সেই ঘরে একটি কন্যা সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী পাপিয়া বেগমকে ও প্রেমের প্রলভন দেখিয়ে বিবাহ করে সেখানেও দুই মাসের ছেলে সন্তান নিয়ে এখন দারে দারে ঘুরছে পাপিয়া বেগম।
    প্রবাসী মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, আমি প্রবাসে থাকার সুযোগে ইমরান খাঁন ও আমার শাশুড়ি রওশনারা বেগম ও আমার স্ত্রীর বড় বোন অরথী বেগম আমার স্ত্রীকে কৌশলে ফুসলে নিয়ে গেছে। যাওয়ার সময় জান্নাতুল বেগম ৩২ লাখ টাকা ও ২১ ভরি গহনা নিয়ে গেছে। দুটি সন্তান মায়ের জন্য শুধুই কান্নাকাটি করেছে। এ ঘটনায় মনিরুল ইসলামের বড়ভাই জাহাঙ্গীর আলম নড়াইলের লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • পীরগঞ্জে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার

    পীরগঞ্জে অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার

    পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে । প্রকারভেদে ৮০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।
    উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে লাগছে ৬০ টাকা। সে হিসাবে কেজিপ্রতি দাম পড়ছে ২৪০ টাকা, কোথাও কোথাও ২৫০ টাকাতেও বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও ৭০ থেকে ৮০ টাকায় কাঁচা মরিচের কেজি । সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার গুলোতে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় পাঁচগুণের মতো। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানির প্রভাবে কিছুটা বেড়েছে মরিচের দাম। গত বুধবার (৩আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, মাত্র কদিন আগে সবজি বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৮০/১০০ টাকা। দুদিন পর আজ তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। গত কয়েক দিন আগে তীব্র গরম ও সম্প্রতি দুই/তিন দিনের বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে মরিচের। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রয়োজনের তুলনায় বাজারে কাঁচা মরিচের পরিমাণ অনেক কম থাকায় বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাসাধারণের। পৌর শহরের কলেজ বাজারে কাঁচামরিচ কিনতে আসা ফাইদুল ইসলাম নামে এক ক্রেতা জানান, প্রতিদিন নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দুদিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ৮০ টাকা, আজ কিনতে হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। আশরাফুল ইসলাম নামে আরো এক ক্রেতা জানান, নি¤œ ও মধ্য আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। বর্তমান বাজারে প্রায় প্রতিটি সবজি ক্রয়সীমার বাইরে চলে গেছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছামতো দাম বৃদ্ধি করছে।
    উপজেলার লোহাগাড়া বাজারের হোটেল ব্যবসায়ী রুবেল হক বলেন, তার প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো কাঁচা মরিচ কিনতে হয় হোটেলের জন্য । অতিরিক্ত দাম বাড়ার কারণে ঠিকমত চাহিদা মেটাতে পারছেন না তিনি।
    উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা পংকজ রায় বলেন, দীর্ঘদিন থেকে সবজি উৎপাদনের ক্ষেত্রে পীরগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে । এখানকার চাষীরা সারা বছর নানা ধরনের শাকসবজি চাষ করে থাকেন এবং লাভবানও হয় প্রচুর। চলতি মৌসুমে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। তবে অতি বৃষ্টির কারণে একটু সবজির দাম বেড়েছে।
    উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নাজির বলেন, বাজারের দাম স্থিতিশীল রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলছে।

    পীরগঞ্জ ঠাকুরগাঁও।।

  • ঝিনাইদহের মহেশপুরে গাছে বেধে নির্যাতনের শিকারে আহত সুলতান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    ঝিনাইদহের মহেশপুরে গাছে বেধে নির্যাতনের শিকারে আহত সুলতান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    গাছে বেধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট বুধবার ভোরে মৃত্য বরন করেছে।
    মৃত সুলতান ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

    পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার খাঁ পুরন্দরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে সুলতানের সাথে একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলীর বন্ধুত্ব ছিল। গত ৬ জুলাই দুপুরে রমজান আলী বোনের বাড়ি যাওয়ার কথা বলে সুলতানের বাইসাইকেলটি নিয়ে যায়। সন্ধ্যার পর সুলতান বাইসাইকেলটি নিতে রমজানের বাড়িতে আসে। এ সময় রমজান বাড়ীতে না থাকায় স্থানীয় লোকজন রমজানের স্ত্রীর সাথে সুলতানের অবৈধ সম্পর্ক আছে এ অপবাদে সুলতানকে গাছে বেঁধে মারপিট শুরু করে। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
    এঘটনায় নিহত সুলতানের ভাই ফরিদ মিয়া বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান,গাছে বেধে নির্যাতনের শিকার আহত সুলতান অবশেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানায়ও মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্ত করে ৫ আগষ্ট নিজ গ্রাম পুরন্দরপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

  • মহেশপুরে প্রেমীককে যেতে বাধা দেওয়ায় প্রেমীকার আত্মহত্যা

    মহেশপুরে প্রেমীককে যেতে বাধা দেওয়ায় প্রেমীকার আত্মহত্যা

    ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধিঃ-

    প্রেমীকের সাথে যেতে স্বজনরা বাধা দেওয়ায় মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সুমনা খাতুন (১৭) নামের এক যুবতী। ঘটনাটি ঘটেছে ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে।
    ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে।
    থানা পুলিশ সংবাদ পেয়ে সুমনা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
    এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমনা খাতুন কুশাডাঙ্গা গ্রামে নানা রমজান আলীর বাড়ীতে থেকে লেখা পড়া করতো। একই গ্রামের ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো এক যুবকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুমনা খাতুন।
    প্রতিবেশীরা জানান, গত কয়েক দিন পর্বে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো যুবকটি বাড়ীতে এসে সুমনার সাথে দেখা করে। পরে ঐ ছেলেটা ঢাকায় চলে গেলে তার সাথে সুমনাও যাওয়ার চেষ্টা করে। কিন্তু নানা বাড়ীর লোকজন সুমনাকে বাধা দেওয়ায় তার আর ঢাকায় যাওয়া হলোনা। আর এ কারনেই সুমনা মনের দূঃখে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্ত করে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে গত বুধবার eeপারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, অপমৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে।

  • মহেশপুর সীমান্তে ফেন্সীডিলসহ  মাদক ব্যবসায়ী আটক -১ পলাতক ২

    মহেশপুর সীমান্তে ফেন্সীডিলসহ মাদক ব্যবসায়ী আটক -১ পলাতক ২

    ঝিনাইদহ মহেশপুর সংবাদদাতাঃ-

    ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামে ২৮ বোতল ফেনসিডিলসহ মৃত তোফাজ্জলের পুত্র মফিজুল ইসলাম (৩৬) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
    এব্যাপারে মহেশপুর থানায়,মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ১২,আসামি ৩ জন।আটক-১,পলাতক-২ এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন,জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন টুকু

    চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন টুকু

    আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
    ৪ আগষ্ট বৃহস্পতিবার বরিশালের বানারীপাড়া উপজেলার শেরে বাংলার পিতৃভূমি চাখারে অবস্থিত চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির ৫ জন অভিভাবক সদস্য ১ জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় সৈয়দ মজিবুল ইসলাম টুকু সভাপতি হিসেবে নির্বাচিত হয়। এ ম্যানেজিং কমিটি নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার জয়শ্রী কর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম সহ স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ। চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি মানুষ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় চাখারে ৯০বছরের  বৃদ্ধার উপর হামলায় থানায় অভিযোগ

    বানারীপাড়ায় চাখারে ৯০বছরের বৃদ্ধার উপর হামলায় থানায় অভিযোগ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বৃদ্ধা সহ ৩ জন আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ব্যাপারে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
    ৩ আগস্ট বুধবার বিকালে সরেজমিনে জানা যায়,
    প্রয়াত আবদুল হাকিমের স্ত্রী বৃদ্ধা রাবেয়া বেগম (৯০) তার বসত ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে প্রতিবেশী মো. রফিকের ছেলে মো. রাজু মূত্র ত্যাগ করায় ঐ বৃদ্ধা প্রতিবাদ করে। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনা কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এনিয়ে স্থানীয় গন্যমাণ্যদের জানানো হলে তারা দু’পক্ষের ভিতর মিটমাট করে দেওয়ার আস্বস্ত করেন। পরবর্তীতে মৃত আক্কেল আলীর ছেলে রফিক ঢাকায় অবস্থানকৃত নিজ সন্তান, রাজিব,সুজন, ভাই সহিদকে খবর দিলে তারা এসে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধার বসত ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা করে। এসময় বৃদ্ধার ডাকচিৎকারে ছেলের বৌ সালেহা বেগম ও নাতি সজল এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং যাওয়ার সময় আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    এবিষয়ে প্রতিবেশী ও স্থানীয় সাধারণ মানুষ এই অতর্কিত হামলার প্রতিবাদ করে বলেন, এরা মাদক ব্যাবসায়ি ও সন্ত্রাসী এর আগেও এর চেয়ে ভয়ংকর অপরাধ করেছে। আমরা এই অসহায় বিধবা বৃদ্ধা’র উপর হামলার প্রতিবাদ জানাই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম, মাসুদ আলম চৌধুরী বলেন অভিযোগ রয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানিয়াচংয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা আটক

    বানিয়াচংয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা আটক

    হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে অভিযান চালিয়ে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা সাজিরুল খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ আগষ্ট গভীর রাতে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই অমিতাভ দাস তালুকদার, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহাসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় দোয়াখানী গ্রামের ছালেক মিয়ার স্ত্রী মোছাঃ সাজিরুন খাতুন (৩৩) কে উল্লেখিত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
    পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।