Category: দেশজুড়ে

  • খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব  – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব – মনোরঞ্জন শীল গোপাল এমপি

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যেকোনো সংকটে অসিম সাহসিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা দিয়ে বঙ্গবন্ধুকে বরবার সাহস যুগিয়েছেন বঙ্গমাতা। বাংলাদেশের স্বপ্নের সোনালী ভোরে জেগে ওঠা একজন সংগ্রামী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর নাম বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য। যার অপরিসীম ত্যাগ ও সংগ্রামের কাছে বাংলাদেশ ঋণী। কারণ খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।

    ৮ আগস্ট সোমবার বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়, সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবাদিতা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ।

  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী-উদযাপন

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী-উদযাপন

    জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধমির্নী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উদযাপিত হয়েছে।সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কমকর্তার কাযালয়,আত্রাই,নওগাঁর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) কাজী অনিক ইসলাম।উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃরোকসানা হ্যাপী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেশ আরা, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেক সরকার, বীর মুক্তি যোদ্ধা ভারপ্রাপ্ত কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্যা,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক সহ সকল দপ্তর প্রধান, সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাঠ পর্যায়ে ছয়জন দরিদ্র,অসহায়ও দুস্থ মহিলাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • নাচোলে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

    নাচোলে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

    মোঃমনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়রম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের (সাবেক) কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। আলোচনা শেষে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও চেক বিতরণ করা হয়।

  • নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী বকুল মোল্লা কে আটক করেছেন ডিবি পুলিশের একটি চৌকস টিম। আটক বকুল মোল্লা ভদ্রবিলা গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপি এম (বার) এর নির্দেশে ৭ আগষ্ট শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনজীব ঘোষ এর নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম সহ, কনস্টবল রিদয়, এবং কনস্টবল ইমরান ও নিরব, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আউড়িয়া ইউনিয়নের সিমাখালী সরদার পাড়া রাসেল সেতু থেকে কমলাপুর পাকা রাস্তার সংলগ্ন পলাশ সরদারের গাছের বাগানের পাশ থেকে ৬শত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ বকুল মোল্লা (৪২) কে আটক করা হয়েছে।
    এবিষয়ে ডিবি পুলিশের এসআই সনজীব ঘোষ বলেন বকুল মোল্লাকে গাঁজা সহ আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। এবং জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

  • বানারীপাড়ায় বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

    বানারীপাড়ায় বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এরই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় ৮ই আগস্ট সোমবার দুপুর ১২টায় বঙ্গমাতা বেগম ফজিতুল নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বানারীপাড়া উপজেলা হল রুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা
    আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র জনাব এডভোকেট সুভাস চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আল আমিন, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন, পল্লী দারিদ্র কর্মকর্তা খাদিজা বেগম, বরিশাল জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনা উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব রাহাত সুমন, সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও সংবাদ কর্মী আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়কের প্রশিক্ষকসহ ১০০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে ছয়জন দুস্থ অসহায় নারীকে সেলাই মেশিন ও দুজনকে নগদ অর্থ প্রদান করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ফুলের বাগান কেটে ফেলায় ছাত্র ছাত্রীর মানববন্ধন।

    ফুলের বাগান কেটে ফেলায় ছাত্র ছাত্রীর মানববন্ধন।

    ফুলের বাগান কেটে ফেলায় মানব বন্ধন করেছেন গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা।
    আজ সোমবার সকাল দশ টায় দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের শাওনের নেতৃত্বে এ কর্মসুচি পালিত হয়।

    শিক্ষার্থী শাওন সহ একাধিক শিক্ষাার্থী জানায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে নানান প্রজাতির ফুলের চারা সংগ্রগ করে কলেজের সৌন্দর্য বর্ধন করায় কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন এবং পরিচর্চা করে আসছেন।
    সকালে ফুলের গাছ গুলি কাটা দেখে শিক্ষার্থীদের ভিতর ক্ষোভের সঞ্চয় সৃস্টি হয়। এবং তাদের মতে কলেজের সৌন্দর্য বর্ধনকে হত্যা করা হযেছে। তারি ধারাবাহিকতায় আজ এই কর্ম সুচীর আয়োজন করা হয়।

    এ ব্যাপারে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার হালদার বলেন, কলেজ কর্তৃপক্ষের পরামর্শে তিনি এই ফুলের গাছ গুলি কাটিয়া ফেলেন।
    এ ব্যাপারে সুস্ট তদন্তর মাধ্যমে প্রয়োজনিয় ব্যাবস্তা নিতে কর্তীপক্ষের হস্তক্ষেপ ককমনা করেন শিক্ষার্থীরা।

  • বাবার জন্য তারাকান্দাবাসীর কাছে দোয়া চাইলেন ইউএনও মিজাবে রহমত

    বাবার জন্য তারাকান্দাবাসীর কাছে দোয়া চাইলেন ইউএনও মিজাবে রহমত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সোমবার (৮আগষ্ট)।মাসটিও শোকের মাস। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন। অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধায় দেশ মাতাকে ঘিরে নানান পরিকল্পনায় ব্যস্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারাকান্দার ইউএনও মিজাবে রহমতও এর বাইরে নন। কিন্তু বিশেষ এই দিনটিতে ভালো নেই তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। গত ৩০শে জুলাই পিতা আবু বকর সিদ্দিক কে হারিয়েছেন তিনি। আর তাই তো বঙ্গমাতার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একই দিনে সদ্য প্রয়াত বাবার জন্য নিজ কর্মস্থল তারাকান্দা উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন জনবান্ধব এই প্রশাসনিক কর্মকর্তা।

    উপজেলা পরিষদ হলরুমে বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন- প্রিয় উপজেলাবাসী আমার বাবা আবু বকর সিদ্দিক গত ৩০/০৭/২০২২খ্রি. তারিখ ইন্তেকাল করেছেন। বাবার জন্য সকলেই দোয়া করবেন। তাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাল রাখে,বেহেস্ত বাসী করেন। দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে বিয়ের কথা বলে ডেকে নিয়ে  শিক্ষার্থীকে গণধর্ষণ আটক ২

    পঞ্চগড়ে বিয়ের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ আটক ২

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পঞ্চগড়ে দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী বিয়ের কথা বলে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বখাটেরা

    এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

    গভীর রাতে পুরাতন আটোয়ারী বন্দরপাড়া গ্রামের একটি চা বাগানে এ ঘটনা ঘটে৷

    ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলায়৷

    আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

    অভিযুক্তরা হলেন— আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারীর মালগোবা গ্রামের মৃত আমিবার রহমানের ছেলে প্রেমিক হাসান (২৫), একই এলাকার ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ (৩০),আব্দুল রহমানের ছেলে আমিনুল ইসলাম ওরফে ডিপজল (২৫),খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), কৈলাসর ছেলে অমর (৩০) এবং একই এলাকার আব্দুর রহমান (৪০)।

    জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে মোবাইলে হাসানের যোগাযোগ হয়। পরে এক বছর ধরে ওই কিশোরী তার মামার বাড়িতে যাওয়া-আসার কারণে হাসানের সঙ্গে দেখা হতো৷ এক পর্যায়ে হাসানের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে৷ পরে শনিবার সকাল ১০টায় ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায়। এসময় ওই কিশোরীকে বিয়ে করবে বলে মোবাইলে ডেকে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে নিয়ে যায় হাসান৷

    বিকেলে পঞ্চগড় পৌঁছালে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে রাত আটটার দিকে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকার বন্দরপাড়া গ্রামে সড়কের পাশে চা বাগানে নিয়ে যায়৷ সেখানে প্রথমে প্রেমিক হাসান ও তার বন্ধু সবুজ কিশোরীকে ধর্ষণ করে।

    তাদের উপস্থিতি টের পেয়ে ধামোর ইউনিয়নের আরও কয়েকজন সেখানে উপস্থিত হলে হাসান ও সবুজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একা পেয়ে ওই কিশোরীকে তারাও ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীকে ফেলে তারা সবাই পালিয়ে যায়।

    গভীর রাতে মান্নান নামে এক পথচারী কিশোরীকে অসুস্থ অবস্থায় দেখে তাকে উদ্ধার করে বন্দর পাড়া গ্রামের নায়েব আলীর বাড়িতে নিয়ে যায়। পরে কিশোরী নায়েব আলীকে সব ঘটনা খুলে বললে তার খালুকে খবর দেওয়া হয়। পরবর্তীতে কিশোরীর খালু ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

    এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করেন কিশোরী বাবা।

    পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এ ঘটনায় ধর্ষণের দায়ে অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে৷ এরমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে থানায় মামলা দায়ের করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

  • লালমনিরহাটে ৩০০বোতল ফেন্সিডিলসহ সুজ্জল গ্রেফতার

    লালমনিরহাটে ৩০০বোতল ফেন্সিডিলসহ সুজ্জল গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার সিংগীমারী ইউপির সিংগীমারী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও অটো ইজিবাইকের উদ্ধারসহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ হারুন অর রশিদ, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন সিংগীমারী ইউপির সিংগীমারী মৌজাস্থ সিংগীমারী হইতে হাতীবান্ধা গামী রাস্তার জনৈক জরজিজ আলমের বসত বাড়ী সংলগ্ন পূর্ব দিকে অনুমান ৫ গজ দুরে পাঁকা রাস্তার উপর হইতে মোঃ সুজ্জল হোসেন (৩০) এর অটো ইজিবাইকের ছাদের উপর পুরাতন পত্রিকার কাগজ ও সাদা কসটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের প্লাস্টিক দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০০ (তিনশত) বোতল ফেন্সিডিল এবং মাদক বহনকালী অটোইজি বাইক (চার্জার অটো)সহ সুজ্জল হোসেন (৩০),কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ১৪, তারিখ – ০৮/০৮/২০২২ ইং,ধারা – ৩৬(১) সারণির ১৩(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার সিংগীমারী ইউপির সিংগীমারী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ১টি অটোইজি বাইক (চার্জার অটো)সহ এক জনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • ক্ষেতলালে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই-মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়

    ক্ষেতলালে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই-মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
    “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মদিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ক্ষেতলাল কর্তৃক আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
    আজ মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যন মোস্তাকিম মন্ডল।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন এর পরিচালনায় ও উপজেলা পরিষদের সি এ এস এম শওকত এর সঞ্চালনায় বক্তব্য রাখেেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, সহ সভাপতি মোফাজ্জল, গোলাম মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা কে নিয়ে কবিতা আবৃত্তি করেন কবি মুনছুর রহমান বাবু, আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান, ক্ষেতলাল থানার উপপরিদর্শক এসআই মাহে আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল্লাহ সরকার, ক্ষেতলাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরদার, বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, ক্ষেতলাল আওয়ামী যুবলীগের সভাপতি গোলাম আযম,সহ সভাপতি আবু মুসা কিং, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার,ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ প্রমুখ