Category: দেশজুড়ে

  • ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা  হাজী জহিরুল আলমের নেতৃত্বে শোক র‍্যালি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

    ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী জহিরুল আলমের নেতৃত্বে শোক র‍্যালি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ও পূর্ব সুন্দবী পাড়া হাজী জহিরুল আলমের নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশাল শোক র‍্যালী ও পুষ্পস্তবক অর্পনের আয়োজন করা হয়। বড় পোল এলাকায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করার মাধ্যমে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ হতে। এ সময় হাজী জহিরুল আলমের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এর নেতাকর্মী ও সাধারন মানুষ শোক র‍্যালিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাঙালি জাতির ও বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। র‍্যালি পূর্ব সুন্দরী পাড়া পিছি পোল, ওয়াবদা মোড় হয়ে বড় পোল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর হাজী জহিরুল আলম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গ ও অন্যান্য সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শহীদ রাসেলকে নিয়ে বক্তব্য প্রদানের সময় অশ্রুসিক্ত কণ্ঠে জানতে চান তৎকালীন ছোট্ট রাসেল রাজনীতির কি বুঝতো? বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে সামনে এগিয়ে নেয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

  • আক্কেলপুরে জাতীয় শোক দিবস পালিত

    আক্কেলপুরে জাতীয় শোক দিবস পালিত

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান ।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নবীবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,সাবেক প্যানেল মেয়র আব্দুর রমীম বাঁধনসহ সকল কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ।

    পুস্পস্তক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “এই বাংলার আকাশ-বাতাশ, সাগর-গিরি ও নদী ডাকিছে তোমার বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি,, এই প্রতিপাদ্য বুকে ধারন করে আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের আত্মার মাগফেরেত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু।

  • মহালছড়িতে শোক দিবসে থানা ও প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি ও সম্মান প্রদর্শন

    মহালছড়িতে শোক দিবসে থানা ও প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি ও সম্মান প্রদর্শন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা ও মহালছড়ি উপজেলা প্রেসক্লাব কর্তৃক আজ ১৫আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধা জানান।

    ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ নেতৃত্বে পরিদর্শক ও উপপরিদর্শক ও সৈনিকগণ এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্টন চাকমার নেতৃত্বে সিনিয়র সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, সদস্য রিপন ওঝা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

  • পুঠিয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

    পুঠিয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় সাপের কামড়ে তামিম ইকবাল (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

    নিহত তামিম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়ার চেয়ারম্যানপাড়া এলাকার নবী হোসেনের ছেলে ও ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।

    শনিবার দিবাগত রাত্রি অনুমানিক ১টার দিকে এ সাপের কামড়ের ঘটনাটি ঘটে। নিহত তামিমের পারিবারিক সূত্রে জানাগেছে, তামিম রাতে খাবার খেয়ে পরিবারের সকলের সাথে তাদের শয়ন কক্ষে ঘুমাতে যায়।

    রাত্রি আনুমানিক ১টার দিকে তামিমের হাত মশারির বাহির চলে যায়। এসময় একটি বিষধর সাপ তামিমের হাতে কামড় দেয়। তামিম সাপের কামড়ে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পেয়ে সাপটিকে মেড়ে ফেলে।

    সাপের কামড়ে তামিমের অবস্থা গুরুতর হলে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে তামিমকে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তামিম মারা যায়।#

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া রাজশাহী।।

  • মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন মুরাদনগর

    মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন মুরাদনগর

    (কুমিল্লা) প্রতিনিধি,মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মার্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
    সোমবার সকালে জাহাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় প্রতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন পরিষদ। দোয়া মাহফিল শেষে সহস্রাধীক লোকদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
    জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদেও সভাপতিত্বে ও ইউপি সদস্য জসিম উদ্দিন রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু শরিফ, আলঙ্গীর হোসেন, জহিরুল হক, মামুন সরকার, ইউপি সচিব শহিদুল ইসলাম, আনসার কমান্ডার গোলাম মোস্তফা প্রমূখ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোক্তার হোসেন, ইদ্রিস মিয়া, বাহার উদ্দিন সরকার, আবু কাওছার, ফারজানা বেগম, নূরজাহান আক্তার, নাছরিন আক্তার প্রমূখ।

  • পানছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস  ২০২২ পালিত

    পানছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২২ পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে।

    স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনসমূহ,সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচী পালন করেছে।

    কর্মসূচীর মধ্যে ছিলো শোক র‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল,রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।এইছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

    সকাল ৮টা থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধু স্কয়ারস্থ ও উপজেলা শহীদ মিনারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

    এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,খাগড়াছড়ি পার্বত্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা,সদস্য জয়নাথ দেব,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দেব,মোঃইউসুফ আলী,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী( উজ্জ্বল), শিক্ষা ও মানব সম্পদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদকবৃন্দ,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ কুমার শীল,
    কৃষক লীগের সভাপতি শাহজাহান কবির শাজু,
    যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক,সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল,মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,বাংলাদেশ মানবধিকার কমিশন পানছড়ি শাখার সভাপতি হারুনর রশীদ,সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকগণ।

    এছাড়াও উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আয়োজনসহ নানাবিধ কর্মসূচী পালন করেছে।

  • রাজশাহীর গোদাগাড়ীতে   জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু  সম্পর্কে জানার আহ্বান ।। এমপি ওমর ফারুক চৌধুরীর

    রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু সম্পর্কে জানার আহ্বান ।। এমপি ওমর ফারুক চৌধুরীর

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।।
    বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। তোমার জাতীয়তা, তোমার পিতা মাতা, তোমার নিজের সম্পর্কে জানতে পারবে।
    আজ যদি বন্ধবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে ১৯৯৫ সালে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতো। আর তার সুযোগ্য কন্যা, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২২ ইং সালে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হতো। রাজশাহীর গোদাগাড়ীতে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।

    আজ সোমবার ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কেরও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।

    ১৫ আগস্টের সেই নির্মম পৈচাশিক রক্তাক্ত ঘটনার বর্ণনা কবি রফিক আজাদের কলমে উঠে এসেছে। কবি ‘এই সিঁড়ি’ কবিতায় লিখেছেন ‘সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে/ স্বপ্নের স্বদেশ ব্যেপে/ সবুজ শস্যের মাঠ বেয়ে/ অমল রক্তের ধারা/ বয়ে গেছে বঙ্গোপসাগরে।’ ‘এবাবের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ হুংকার দিয়ে একদিন যে মহানায়ক বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন; স্বাধীন বাংলাদেশে সেই মহানায়ককে চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক সেই বাড়িতেই।
    জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ বাংলাদেশের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছেন। সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পালন করেছেন।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে গোদাগাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

    গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ অয়জুদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী,
    গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মাসিদুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমূখ।

    এমপি ওমর ফারুক চৌধিরী তার বক্তব্যে আরো বলেন, আপনি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধর নাম ভাঙিয়ে হেরোইন ব্যবসাা করবেন , জুয়া খেলবেন, চাঁদাবাজি করবেন, অবৈধ কাজ করবেন এটা হতে দেযা হবে না। যে সব নেতারা নৌকা ফুটা করেছেন তাদের তালিকা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে গেছে। যে সব নেতা আওয়ামীগীগের নাম ভাঙিয়ে মানুষের হক নষ্ট করছেন, সম্পদনদ কেঁড়ে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিনে তাদেকে সংশোধন হওয়ার সুযোগ দেন। বিএনপি একটি খচ্চর দল তাদের পেছনে দেশের মানুষ নেই। তাই তারা দেশ বিরোধী কার্যকলাপ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

    এর আগে, গোদ্গাড়ী উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুভসূচনা করা হয়। এছাড়াও, দিবসটি উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা ও বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলার গোদাগাড়ীর মহিলা ডিগ্রী কলেজ, মাটিকাটা আর্দশ ডিগ্রী কলেজ, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়ো, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে দর্জিপাড়া সঃপ্রাঃ বিদ্যায়ের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    জাতীয় শোক দিবস উপলক্ষে দর্জিপাড়া সঃপ্রাঃ বিদ্যায়ের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচিসহ পালিত হয়েছে।
    সোমবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে এই কর্মসূচি পালন করেন।
    জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    এসময় বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রারানী জোয়ার্দ্দার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এবং উপজেলা শিক্ষা অফিস কর্তৃক নির্দেশনা মতে নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন ধরণের বৃক্ষরোপন করতে বলা হয়েছে। তিনি জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উর্ধ্বতন মহলের নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন।

  • জাতীয় শোক দিবসে কেন্দুয়ায় এডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে প্রার্থনা সভা

    জাতীয় শোক দিবসে কেন্দুয়ায় এডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে প্রার্থনা সভা

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৫ আগস্ট) বিকালে কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকায় থাকা এডভোকেট আব্দুল মতিনের নিজ বাসভবন আয়েশালয়ে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

    এ প্রার্থনা সভায় স্থানীয় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।

  • দেবীগঞ্জে  মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    দেবীগঞ্জে মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    মো;বাবুল হোসেন পঞ্চগড় :
    সময় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই / মোঃ হোসেনের নেতৃত্বে একটি দল বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ নং শালডাঙ্গা ইউপির খারিজা কাটনহাড়ী গ্রাম হতে আসামী ১) মোঃ সালেকুল ইসলাম (৪০),পিতা-মোঃ মোস্তাকিন,সাং- খারিজা কাটনহাড়ী,থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।