Category: দেশজুড়ে

  • নওগাঁর আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

    নওগাঁর আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

    ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-দুই হাজার বাইশ এর নিবন্ধন কার্যক্রম আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে সোমবার (বাইশ আগষ্ট) শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।হালনাগাদ তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন, দশ আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন। নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথ যুগপথ ভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বার শেখ আব্দুল হাকিম বলেন, তথ্য সংগ্রহকালে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিদের শনাক্ত করেছি আমরা এবং নিভূলভাবে তথ্য সংগ্রহ ফরম পূরণে সহযোগিতা করেছি। আজ সোমবার নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করছি।আত্রাই মোল্লা আজাদ বিশ্ব বিদ্যালয় ডিগ্রীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুষ্টি খাতুন ব্যক্ত করে বলেন, ভোটার তালিকায় আমার নাম যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র পাবো, মনে হচ্ছে দেশের গর্বিত নাগরিকের স্বীকৃতি পেতে যাচ্ছি। আত্রাই উপজেলার নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান,গত সাতাশ জুলাই থেকে শুরু হয় আগামী সাতাশ আগষ্ট পর্যন্ত আত্রাই উপজেলায় ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচি চলবে। এসব ব্যক্তিরা পর্যায়ক্রমে আজ থেকে সাতাশ আগষ্ট পর্যন্ত নিবন্ধিত হবেন।পর্যায় ক্রমে উপজেলার বাকী ইউনিয়ন গুলোতে সাতাশ আগষ্ট পর্যন্ত নিবন্ধনের আওতায় আনা হবে।#

  • নেছারাবাদে ভয়াবহ ২টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি

    নেছারাবাদে ভয়াবহ ২টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি

    পিরোজপুর প্রতিনিধি,

    পিরোজপুরের নেছারাবাদে মিয়ারহাট বন্দরে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও ৩টি বসতঘর ভস্মিভুত হয়েছে।
    গতকাল রোববার সন্ধার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন বিল্ডিং এর চারটি গোডাউনে ঘরে থাকা জাল, প্লাষ্টিক সামগ্রি রশি ও অন্যান্য মালামাল ভস্মিভূত হয়। ১ঘন্টার ব্যবধানে বেপারী বাড়ি আরো ৩টি বসত ঘরে আগুনে পুড়ে যায়।

    খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল সালামের নেতৃত্বে ফায়ার ফাইটার তরিকুল আলম সহ অত্র ইউনিট ঘটঁনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
    ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, ফারুক মিয়ার মালিকানাধীন বিল্ডিং ইব্রাহিমের সুতার গোডাউন,ফারুকের নেটের গোডাউন,জব্বার মুন্সির ক্রোকারিজ এর গোডাউন,হিরুর কীটনাশক এর গোডাউন পুড়ে যায়।
    এছাড়া বেপারী বাড়ি মহসিন এর বসতঘর রান্নাঘর,আনসার মিয়ার বসতঘর রান্নাঘর, মুন্নির বসতঘর রানা ঘর,পুড়ে ছাই হয়ে যায়।
    অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিমাণ ৩০লাক টাকা এবং উদ্ধার কৃত মালের মূল্য ১ কোটি ২০ লাক টাকা।

  • বানারীপাড়ায় দিনের বেলা দু:সাহসিক চুরি

    বানারীপাড়ায় দিনের বেলা দু:সাহসিক চুরি

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া পৌরসভার প্রাণ কেন্দ্রের সরকারী হাই স্কুল মাঠের দক্ষিণ পাশে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ সাইদুর রহমানের বাড়িতে আজ সকাল সারে ৯ টা থেকে ১০ টার মধ্যে চারতলা ভবনের তিন তালার দুটি বাসায় তালা হুক কেটে স্বর্ণ অলংকার ও নগদ টাকা ৫০ হাজার সহ বিভিন্ন মালা মাল চুরি করে নিয়ে যায়। ঘটনা স্থলে জানা যায় ঔষধ কোম্পানির রিপ্রেজেনটাটিভ আরসাদুল করীমের বাসার তালার হুক এবং স্টীল আলমারি ভেঙ্গে ১০ হাজার, ৭ ভরি রুপা ও স্বর্নের দু’টি আংটি নিয়ে যায়। একই ভাবে সেনা সদস্য ইয়ার হোসেনের বাসা থেকে ১২ ভরি স্বর্ন নগদ ৪০ হাজার টাকা ও রুপা তৈরির অলংকার নিয়ে যায়। এ ঘটার সময় কেউ বাসায় ছিল না। বাচ্চাদের নিয়ে স্কুলে ছিল। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

    এ ব্যপারে বানারীপাড়ার ওসি এস এম মাসুদ চৌধুরী জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।#

    এস মিজানুল ইসলাম।

  • জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ

    জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    জার্নালিস্ট শেল্টার হোম দেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্তের ঘোষণা করা হয়েছে। দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন সাংবাদিকরা এখানকার সুবিধা গ্রহন করতে পারবেন। সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফের পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে। সারাদেশে ৮ বিভাগে ৮টি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। আশা করছি দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন। রাজধানীর মাতুয়াইলে সোমবার ২২ আগষ্ট দুপুর ১২টায় শেল্টার হোম উদ্বোধনকালে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একথা বলেছেন।

    দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলনা মো: মিজানুর রহমান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া,
    শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী,কোষাধ্যক্ষ মাসুদৃর রহমান, সামিয়া ইয়াসমিন পিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ প্রমূখ।

    পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

    সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে।

    নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবন্থা রাখা হয়েছে। কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধাসহ থাকছে।

    শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ কেন্দ্রের উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি,শৃঙ্খলা বজায় রাখতে হবে।

    দেশের যেকোন এলাকা থেকে আসা সাংবাদিকরা যেকোন সময় ইন করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু’দিন আগে উল্লেখিত নাস্বারে যোগাযোগ করে নিলে সুবিধা হবে। যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড, ৮মতলা, ১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com করতে পারেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২। ইতিমধ্যে ঢাকার বাহিরে রংপুর এবং ভোলায় দুটি শেল্টার হোম শীঘ্রই চালু হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাতে বিএমএসএফের নিজস্ব ব্যবস্থাপনায় জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তুলতে পারেন।

  • হিজাব কাণ্ড: এবার প্রধান শিক্ষক বরখাস্ত

    হিজাব কাণ্ড: এবার প্রধান শিক্ষক বরখাস্ত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়ে ;
    হিজাব নিয়ে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচার ও নিয়োগ বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগে এবার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে গত ৩১ জুলাই সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে শোকজ করা হয়।

    গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান বলেন, গত মাসের শেষ দিক থেকে বোদা সাকোয়া উচ্চ বিদ্যালয়ে হিজাব নিয়ে একটি বাজে অবস্থা সৃষ্টি হয়।

    সেই অবস্থার মধ্যে ৩১ জুলাই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম দায়িত্বে থাকা অবস্থায় প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও কিছু সতত্য পাওয়ায় সুজাকে প্রথমে শোকজ করা হয়।

    এর পর আবারো তদন্তের ভিত্তিতে তাকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
    তিনি আরো বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষকসহ সহাকরী প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অভিযোগকারী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, আমার বিরুদ্ধে গত ২৮ জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর আমি সত্য বিষয়টি উল্লেখ করে স্কুলের একই তদন্ত কমিটিকে অভিযোগটি দেই ৩১ জুলাই। প্রধান শিক্ষক কৌশলে শিক্ষার্থীদের নিয়ে আমার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মিথ্যা অভিযোগ করেন। তাই সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচার ও নিয়োগ বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকেও মঙ্গলবার (১৬ আগস্ট) বরখাস্ত করেছেন সভাপতি।

    বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারী সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম আত্মরক্ষার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।

    এর আগে হিজাব পরায় তিন ছাত্রীর সঙ্গে সম্প্রতি অসদাচরণের অভিযোগ ওঠে সাকোয়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার কাছে গত ২৮ জুলাই লিখিত অভিযোগ করে তিন শিক্ষার্থী। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব দেওয়ার সাত মিনিটের মাথায় রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে বরখাস্ত করেন গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান।

  • ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা বিষয়ক নির্দেশিকা এর উপর দিনব্যাপী কর্মাশালা

    ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা বিষয়ক নির্দেশিকা এর উপর দিনব্যাপী কর্মাশালা

    ষ্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোজেক্ট-৩ এর আওতায় “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১” এর উপর জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২শে আগষ্ট সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে লোকাল সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হক। তিনি বলেন- ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করতে হয়। সরকারেরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হয়ে থাকে। দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জেলা উপজেলা ইউনিয়ন নিয়ে একটি কমিটি আছে। এ বিষয়ে চেয়ারম্যানদের নজর রাখতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলিটেটর মাজহারুল ইসলাম, কবির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ,ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান,ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমসহ চার উপজেলার ইউপি চেয়ারম্যানগণ ও সকল ইউনিয়নের চেয়ারম্যান সচিব।

  • ময়মনসিংহ সদরে আর ভিক্ষা করবে না ওরা ৫ জন,পেলেন প্রধানমন্ত্রীর উপহার অটো রিক্সা

    ময়মনসিংহ সদরে আর ভিক্ষা করবে না ওরা ৫ জন,পেলেন প্রধানমন্ত্রীর উপহার অটো রিক্সা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের সদর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও বিধবা,এমন ৫ জন ভিক্ষুককে পুর্নবাসন করতে অটোরিকশা দেওয়া হয়েছে।

    সোমবার ২২শে আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার অষ্টধার গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোকসেদ আলী,বিধবা ফুলবানু, চর শর্শা গ্রামের আব্দুর রশিদকে ও ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের মোর্শেদ আলম,রুবি আক্তার সহ ৫জনকে ৫ টি অটোরিকশার চাবি বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন।

    অটোরিকশা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিক্ষুক ফুলবাণু ও রুবি আক্তার বলেন,‘অন্যের কাছে হাত পাততে লজ্জা লাগতো।কিন্তু উপায় ছিল না।পেটে ক্ষুধা রেখে মুখে লজ্জা পেলে চলে না।তাই এতদিন ভিক্ষা করে সংসার চালাইছি।আর ভিক্ষা করবো না।আমাদের এখন আয়ের উৎস বা পেটের ক্ষুধা নিবারণের পথ হয়েছে।

    সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক,সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী সমাজ সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম,যুবলীগ নেতা এসএম মাজহারুল হক।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    জীবনের ক্রান্তিলগ্নে এসে অন্যের কাছে হাত পেতে খেতে হবে না, এটা ভেবেই আনন্দিত তারা। উচ্ছ্বাস প্রকাশ করে ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের আব্দুল কদ্দুস মন্ডলের মেয়ে ৪৭ বছর বয়সী মোরশেদ আলম বলেন, ‘অন্যের কাছে হাত পাততে লজ্জা লাগতো। কিন্তু উপায় ছিল না।’তিনি আরও বলেন, ‘পেটে ক্ষুধা রেখে মুখে লজ্জা পেলে চলবে না। তাই এতদিন ভিক্ষা করে সংসার পরিচালনা করেছি। আজ থেকে আর ভিক্ষা করব না। একই অভিমত ব্যক্ত করেন অটোরিকশা বরাদ্দপ্রাপ্ত অষ্টধার ইউনিয়নের অষ্টধার গ্রামের মোকছেদ আলী,চর শর্শা গ্রামের জুব্বার আলীর পুত্র আব্দুর রশিদ, ৭৭ বছর বয়সী বৃদ্ধা মহিলা ফুলবাণু।উপহার হাতে পেয়ে ভিক্ষুকরা হাসিমুখে বাড়ি ফিরেন,কারণ তাদের আর ভিক্ষা করতে হবেনা।

    উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাকসুদা খাতুন জানান, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় চলতি অর্থ বছরে ৩লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১০জনের তালিকা করে আপাতত ৫জনকে ৫টি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করে দেওয়া হয়েছে, যার প্রতিটির মুল্য ৬০হাজার টাকা, বাকী ৫জনকে দোকান বানিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়তে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন।

    উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, এ শহরে আর কোন ভিক্ষুককে ভিক্ষা করতে যেন দেখা না যায়, সে দিকে নজর রাখতে বলা হয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের। সরকার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে এ উদ্যোগ গ্রহন করেছেন। তাই আমরা আর এই শহরে কোন ভিক্ষুক দেখতে চাইনা। সোমবার ৫ ভিক্ষুককে অটো রিক্সা সহায়তা দিয়ে এ কর্মসূচি চালু করা হয়েছে। পর্যাক্রমে সকল ভিক্ষুককে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানান তিনি। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এসব সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • পটিয়ার কচুয়াই ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন মুহাম্মদ বদিউল আলম।

    পটিয়ার কচুয়াই ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন মুহাম্মদ বদিউল আলম।

    মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়া উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সর্দার পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে শাড়ী, লুঙ্গি ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন পটিয়ার গনমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সোলেমান মজুমদার, ফজল আহমেদ দৌলতী, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান মল্ল, পটিয়া অটো-টেম্পু সিএনজি সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, বাবু উজ্জ্বল ঘোষ, তৌহিদুল আলম জুয়েল, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা ছোটন আর্চায্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন প্রমূখ।

  • বরগুনার তালতলীতে আওয়ামী লীগ  -বিএনপি সমাবেশে,১৪৪ ধারা জারি

    বরগুনার তালতলীতে আওয়ামী লীগ -বিএনপি সমাবেশে,১৪৪ ধারা জারি

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করে। সংঘাত এড়াতে সমাবেশস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
    সোমবার (২২ আগস্ট) দুপুওে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীরের স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
    সংর্শ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মালিপাড়া এলাকায় বিকেল ৩ টায় মালীপাড়া সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনায় বড়বগী ইউনিয়নের ২নং ওয়াড আওয়ামীলীগ ও সারাদেশে দ্রব্যমূল্য দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির আয়োজন করেন। এতে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। অন্য দিকে বিএনপির কমিটির পদ বঞ্চিত নেতাকর্মীরা হাইস্কুল রোডের বটতলা মোড়ে একটি কর্মসূচির আয়োজন করেছেন। এতে বিশৃঙ্খলা, মারামারিসহ যে কোনো অপ্রীতিকর ঘটার শঙ্কা ছিল। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় তালতলী শহরের আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
    উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মালিপাড়া মাদ্রাসায় অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদেও আজকে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
    এ বিষয়ে ইউএনও এসএম সাদিক তানভীর বলেন, একই স্থানে ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি ঠিক রাখতে ও সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • বরগুনার ছাত্রলীগ পেটানো অতিরিক্ত এসপিসহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

    বরগুনার ছাত্রলীগ পেটানো অতিরিক্ত এসপিসহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনায় ছাত্রলীগ কর্মীদের পেটানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

    সোমবার (২২ আগস্ট ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

    অতিরিক্ত পুলিশ সুপার ব্যতিত বাকিদের মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন উপ পুলিশ পরিদর্শক, ৪ জন সহকারী উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন নায়েক কনেস্টাবল রয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্র।

    অতিরিক্তি পুলিশ সুপারের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এছাড়া অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

    এর আগে রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

    জানা গেছে, তদন্ত কমিটি এই ১৩ জনের বিরুদ্ধে ঘটনার দিন চাকরি বিধিমালা বহির্ভূত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পেয়েছে। যার মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে কম-বেশি শাস্তি হতে পারে।

    এর আগে ২৪ জুলাই জেলা ছাত্রলী গের নতুন কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটি ও পদবঞ্চিত নেতা কর্মী ও সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।

    সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের নেতারা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা তাদের কর্মী ও সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমিতে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়।

    এ ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরবর্তী আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এরপর রাতে ওই ঘটনায় আরো ৫ পুলিশের সদস্যকে বদলি করা হয়।